কলকাতা, 8 জুন: লোকসভা ভোটে পরাজয়ের পর মুখ খুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। চক্রান্তের অভিযোগ আনার পরে দলে পুরনোদের ফের সামনে আনার পক্ষে সওয়াল করে তিনি বলেছেন, 'ওল্ড ইজ গোল্ড'। দিলীপ ঘোষের সেই মন্তব্যকে সমর্থন করলেন তৃণমূলের প্রবীণ নেতা ফিরহাদ হাকিম। দিলীপের বক্তব্যের সমর্থন করার মধ্যে দিয়েই নিজের নিজের দলের প্রবীণ-নবীন দ্বন্দ্বে বার্তা দিলেন বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "বিজেপির বিষয়ে বলব না, তবে দিলীপ'দার ওল্ড ইজ গোল্ড মন্তব্য ঠিক।" এরপর তিনি দলের সাফল্যের কথা তুলে বলেন, "দুই প্রজন্মের লোক লাগে। একটা নবীন যারা উদ্যম নিয়ে এগিয়ে যায়, আরেকটা হল অভিজ্ঞ। তাঁরা দল চালাতে মতামত দেয়। আন্দোলন করে উঠে আসলে তবেই তার অভিজ্ঞতা হয়। নতুন প্রজন্মকে দিক নির্ণয় করে দিলে তারা আন্দোলন করতে পারবেন।" লোকসভায় রাজ্যে তৃণমূলের 29টি আসন পাওয়া প্রসঙ্গে এদিন তিনি স্পষ্ট করে দেন, "এই সাফল্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক প্রচুর খেটেছে।"
তাঁর কথায়, "মমতাকে মানুষ বিশ্বাস করেছে। অভিষেক প্রচন্ড ভাবে দৌড়ে খেটেছে। সমীক্ষক সংস্থা দিয়ে কাজ করিয়েছে। দল সাফল্য পেয়েছে তার মূল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়।" উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে প্রবীণ বনাম নবীনের লড়াই প্রকট। এই লোকসভা ভোট প্রার্থী নির্বাচন থেকে শুরু করে ভোট প্রক্রিয়া, সবই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাঁধে নিয়ে করেন। ফলে নবীনদের একাংশ ফলাফলের দিকে তাকিয়ে ছিলেন। খারাপ ফল হলে স্বাভাবিক ভাবেই প্রবীণদের সরিয়ে বিভিন্ন ক্ষেত্রে নবীনদের জায়গা করে দেওয়ার আওয়াজ আরও জোরালো হত। তবে ফলাফল আপাতত দলে নবীনদের প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়েছে। তাই ফিরহদের মত প্রবীণ নেতৃত্বের ইঙ্গিত শুধু উদ্যম নয়, পাশাপশি নবীনদের আন্দোলনের অভিজ্ঞতা দরকার। অর্থাৎ দলের রাশ রাখার ক্ষেত্রে দুই প্রজন্মের মধ্যেই ভারসাম্য রক্ষার ইঙ্গিত দিলেন ফিরহাদ।