ETV Bharat / state

কেন প্রমাণ দিতে হবে ভারত মাতার সন্তান: ফিরহাদ হাকিম - WAQF AMENDMENT BILL

ওয়াকফ ইস্যুতে সংখ্যালঘু অধিকার নিয়ে বিজেপিকে নিশানা ফিরহাদ হাকিমের ৷ ভারতীয় সংবিধানের 14 ও 26 নম্বর ধারাকে অমান্য করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ৷

WAQF AMENDMENT BILL
ফিরহাদ হাকিম ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2024, 8:42 PM IST

কলকাতা, 30 নভেম্বর: ওয়াকফ ইস্যুতে এবার কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ৷ কেন প্রমাণ দিতে হবে ভারত মাতার সন্তান ? তৃণমূলের সংখ্যালঘু সেলের ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সভা থেকে এই প্রশ্নই তুললেন তিনি ৷ একজন ভারতবাসী হিসেবে যা অপমানজনক বলে মন্তব্য ফিরহাদের ৷

উল্লেখ্য, কেন্দ্রের 'ওয়াকফ সংশোধনী বিল' নিয়ে এখন যৌথ সংসদীয় কমিটিতে আলোচনা চলছে ৷ ওই বিলে ওয়াকফ বোর্ডের সম্পত্তি চিহ্নিতকরণ সংক্রান্ত নিয়মে বেশকিছু সংশোধন আনার প্রস্তাব করেছে কেন্দ্র ৷ যার বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা ৷ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে যা নিয়ে বিভাজনের রাজনীতির অভিযোগ এনেছে একাংশ ৷

ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে তৃণমূলের সংখ্যালঘু সেলের সভা ৷ (ইটিভি ভারত)

সেই ওয়াকফ সংশোধীন বিলের বিরুদ্ধেই শনিবার সভা করে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল ৷ যে সভা থেকে সংখ্যালঘু অধিকারের পক্ষে সওয়াল করেছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, "কেন এই অবিচার প্রতিটা মুহূর্তে ? কেন আমাকে প্রতি মুহূর্তে ব্যাখ্যা দিতে হবে ? কেন জবাব দিতে হবে, কেন প্রমাণ করতে হবে আমি ভারতীয় ? কেন প্রমাণ করতে হবে, যে ভারত মাতার জয় বলে, সেও ভারতের সন্তান ৷ আর যে ভারত মাতার জয় বলে না, সেও ভারত মাতার সন্তান ৷ আমাকে কেন প্রমাণ করতে হবে ৷"

এ নিয়ে ফিরহাদ বলেন, "আমি অপমানিতবোধ করি ৷ আমাদের সম্মানহানি হয় ৷ যখন প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ দিতে হয়, তখন অবশ্যই সম্মানহানি হয় ৷" এই ইস্যুতেই বাংলাদেশে সনাতনী নেতা চিন্ময়কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারি ও সেখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রসঙ্গেও টেনে আনেন তিনি ৷

ফিরহাদ বলেন, "হ্যাঁ, বাংলাদেশে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে ৷ কল্যাণ যেটা বলে গেল, তা ঠিক ৷ বাংলাদেশে সংখ্যাগুরুদের দায়িত্ব সেখানকার সংখ্যালঘু ভাইয়েদের নিরাপত্তা দেওয়া ৷ আর তেমনই ভারতের সংখ্যাগুরুদের দায়িত্ব, এখানকার সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা ৷"

কলকাতা, 30 নভেম্বর: ওয়াকফ ইস্যুতে এবার কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ৷ কেন প্রমাণ দিতে হবে ভারত মাতার সন্তান ? তৃণমূলের সংখ্যালঘু সেলের ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সভা থেকে এই প্রশ্নই তুললেন তিনি ৷ একজন ভারতবাসী হিসেবে যা অপমানজনক বলে মন্তব্য ফিরহাদের ৷

উল্লেখ্য, কেন্দ্রের 'ওয়াকফ সংশোধনী বিল' নিয়ে এখন যৌথ সংসদীয় কমিটিতে আলোচনা চলছে ৷ ওই বিলে ওয়াকফ বোর্ডের সম্পত্তি চিহ্নিতকরণ সংক্রান্ত নিয়মে বেশকিছু সংশোধন আনার প্রস্তাব করেছে কেন্দ্র ৷ যার বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা ৷ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে যা নিয়ে বিভাজনের রাজনীতির অভিযোগ এনেছে একাংশ ৷

ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে তৃণমূলের সংখ্যালঘু সেলের সভা ৷ (ইটিভি ভারত)

সেই ওয়াকফ সংশোধীন বিলের বিরুদ্ধেই শনিবার সভা করে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল ৷ যে সভা থেকে সংখ্যালঘু অধিকারের পক্ষে সওয়াল করেছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, "কেন এই অবিচার প্রতিটা মুহূর্তে ? কেন আমাকে প্রতি মুহূর্তে ব্যাখ্যা দিতে হবে ? কেন জবাব দিতে হবে, কেন প্রমাণ করতে হবে আমি ভারতীয় ? কেন প্রমাণ করতে হবে, যে ভারত মাতার জয় বলে, সেও ভারতের সন্তান ৷ আর যে ভারত মাতার জয় বলে না, সেও ভারত মাতার সন্তান ৷ আমাকে কেন প্রমাণ করতে হবে ৷"

এ নিয়ে ফিরহাদ বলেন, "আমি অপমানিতবোধ করি ৷ আমাদের সম্মানহানি হয় ৷ যখন প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ দিতে হয়, তখন অবশ্যই সম্মানহানি হয় ৷" এই ইস্যুতেই বাংলাদেশে সনাতনী নেতা চিন্ময়কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারি ও সেখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রসঙ্গেও টেনে আনেন তিনি ৷

ফিরহাদ বলেন, "হ্যাঁ, বাংলাদেশে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে ৷ কল্যাণ যেটা বলে গেল, তা ঠিক ৷ বাংলাদেশে সংখ্যাগুরুদের দায়িত্ব সেখানকার সংখ্যালঘু ভাইয়েদের নিরাপত্তা দেওয়া ৷ আর তেমনই ভারতের সংখ্যাগুরুদের দায়িত্ব, এখানকার সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.