ETV Bharat / state

রান্নাঘরের আগুনে পুড়ে ছাই 12 বাড়ি, খোলা আকাশের নীচে পরিযায়ীদের পরিবার - Massive fire in Malda - MASSIVE FIRE IN MALDA

Migrant labourers homeless after Massive fire: রান্নাঘরের আগুনে ভস্মীভূত হয়ে গেল 12টি বাড়ি ৷ একেবারে নিঃস্ব হয়ে খোলা আকাশের নীচে রয়েছে পরিযায়ী শ্রমিকদের পরিবার ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 12:49 PM IST

Updated : Apr 22, 2024, 3:58 PM IST

রান্নাঘরের আগুনে পুড়ে ছাই 12 বাড়ি

মালদা, 22 এপ্রিল: রান্নাঘর থেকে ছড়ানো আগুনে পুড়ে ছাই হয়ে গেল অন্তত 12টি বাড়ি ৷ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের হাতিছাপা গ্রামে ৷ আগুনে নিঃস্ব হয়ে গিয়েছে পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলি ৷ সব হারিয়ে এখন খোলা আকাশের নীচে তাঁরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন বিডিও তাপস পাল, চাঁচলের মহকুমাশাসক সৌভিক মুখোপাধ্যায়-সহ রাজ্যের মন্ত্রী তজমুল হোসেনও ৷

হাতিছাপা গ্রামে ফুলহর নদীর বাঁধের পাশে পূর্ত দফতরের জমিতে গড়ে উঠেছে নদী ভাঙন উদ্বাস্তুদের কলোনি ৷ ভাঙনে সব হারিয়ে এখানে অস্থায়ী বাড়ি তৈরি করে বসবাস করেন বহু মানুষ ৷ তাঁরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক ৷ স্থানীয়রা জানাচ্ছেন, এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ একটি বাড়ির রান্নাঘর থেকে আগুন লাগে ৷ একে শুকনো মরশুম, তার উপর নদীর দমকা হাওয়ায় নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িতে ৷ আগুনের প্রকোপ এতটাই বেশি ছিল যে কেউ ঘর থেকে কিছু বের করতে পারেননি ৷

Malda fire
পুড়ে ছাই 12 বাড়ি

স্থানীয়রা নদীর জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন ৷ খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থেকে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ৷ প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা ৷ কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় দুর্ঘটনাগ্রস্ত বাড়িগুলির যাবতীয় সামগ্রী ৷ বাঁচানো যায়নি টাকা-পয়সা, সোনাদানাও ৷ জানা যাচ্ছে, আগুনে ক্ষতির পরিমাণ 20 লাখ টাকার বেশি ৷

স্থানীয় বাসিন্দা রহমতুল্লা বলছেন, “আমাদের ধারণা, কোনও বাড়ির রান্নাঘর থেকেই আগুন ছড়িয়েছে ৷ সব মিলিয়ে 20 লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে ৷ এরা সব পরিযায়ী শ্রমিক ৷ বাইরে কাজ করে সংসার চালায় ৷ কেউ মেয়ের বিয়ে, কেউ ছেলের বিয়ে দেবে বলে বাড়িতে টাকা মজুত করেছিল ৷ সব ছাই হয়ে গিয়েছে ৷ সোনাদানা থেকে শুরু করে দানাপানিও অবশিষ্ট নেই ৷ সব হারিয়ে এরা বাঁধের উপর আশ্রয় নিয়েছে ৷ প্রশাসনের লোকজন ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছে ৷ প্রশাসনের কাছে দাবি, এই পরিবারগুলিকে যাবতীয় সাহায্য করা হোক ৷”

আগুনে পুড়ে গিয়েছে জমানো 60-70 হাজার টাকা ৷ সেই শোক ভুলতে পারছেন না মানজারা খাতুন ৷ চোখের জলে জানালেন, “সকালে ছেলেটা চা খেতে চেয়েছিল ৷ চা বসিয়ে রুটি বানানোর জন্য আটা নিতে গিয়েছিলাম ৷ হঠাৎ দেখি, ধাঁ ধাঁ করে আগুন জ্বলছে ৷ মুহূর্তের মধ্যে গোটা বাড়িতে আগুন ধরে গেল ৷ কিছু বাঁচাতে পারিনি ৷ 60-70 হাজার টাকা ছিল ৷ সব শেষ ৷ আমার কাছে আর কিছু নেই ৷ সরকারের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি ৷”

এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য মহম্মদ ওসমান গনি বলেন, “এরা সব গরিব মানুষ ৷ সবাই পরিযায়ী শ্রমিক ৷ সকালে শুনলাম, ভুট্টার অবশিষ্ট দিয়ে রান্না করার সময় আগুনে এদের সব পুড়ে গিয়েছে ৷ অন্তত 20 লাখ টাকার ক্ষতি হয়েছে ৷ বিষয়টি আমি সঙ্গে সঙ্গে প্রশাসন ও দলের সবাইকে জানাই ৷ জানাই আমাদের দলের মন্ত্রী তজমুল হোসেনকেও ৷ সবাই ঘটনাস্থলে আসছেন ৷ আমরা চাইছি, এই নিঃস্ব মানুষগুলিকে সরকার ও মুখ্যমন্ত্রী যেন সমস্ত সাহায্য করেন ৷”

আরও পড়ুন:

  1. চুঁচুড়া স্টেশনে ট্রেনে আগুন আতঙ্ক, হুড়োহুড়ি; অফিস টাইমে বিঘ্নিত ট্রেন চলাচল
  2. দমদমে বিধ্বংসী আগুনে সর্বহারাদের জন্য ব্যবস্থা রবীন্দ্রভবনে, বাড়ি করে দেওয়ার আশ্বাস সুজিতের
  3. দাসপুরে তামা কারখানায় অগ্নিকাণ্ড, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে দেব

রান্নাঘরের আগুনে পুড়ে ছাই 12 বাড়ি

মালদা, 22 এপ্রিল: রান্নাঘর থেকে ছড়ানো আগুনে পুড়ে ছাই হয়ে গেল অন্তত 12টি বাড়ি ৷ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের হাতিছাপা গ্রামে ৷ আগুনে নিঃস্ব হয়ে গিয়েছে পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলি ৷ সব হারিয়ে এখন খোলা আকাশের নীচে তাঁরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন বিডিও তাপস পাল, চাঁচলের মহকুমাশাসক সৌভিক মুখোপাধ্যায়-সহ রাজ্যের মন্ত্রী তজমুল হোসেনও ৷

হাতিছাপা গ্রামে ফুলহর নদীর বাঁধের পাশে পূর্ত দফতরের জমিতে গড়ে উঠেছে নদী ভাঙন উদ্বাস্তুদের কলোনি ৷ ভাঙনে সব হারিয়ে এখানে অস্থায়ী বাড়ি তৈরি করে বসবাস করেন বহু মানুষ ৷ তাঁরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক ৷ স্থানীয়রা জানাচ্ছেন, এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ একটি বাড়ির রান্নাঘর থেকে আগুন লাগে ৷ একে শুকনো মরশুম, তার উপর নদীর দমকা হাওয়ায় নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িতে ৷ আগুনের প্রকোপ এতটাই বেশি ছিল যে কেউ ঘর থেকে কিছু বের করতে পারেননি ৷

Malda fire
পুড়ে ছাই 12 বাড়ি

স্থানীয়রা নদীর জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন ৷ খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থেকে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ৷ প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা ৷ কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় দুর্ঘটনাগ্রস্ত বাড়িগুলির যাবতীয় সামগ্রী ৷ বাঁচানো যায়নি টাকা-পয়সা, সোনাদানাও ৷ জানা যাচ্ছে, আগুনে ক্ষতির পরিমাণ 20 লাখ টাকার বেশি ৷

স্থানীয় বাসিন্দা রহমতুল্লা বলছেন, “আমাদের ধারণা, কোনও বাড়ির রান্নাঘর থেকেই আগুন ছড়িয়েছে ৷ সব মিলিয়ে 20 লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে ৷ এরা সব পরিযায়ী শ্রমিক ৷ বাইরে কাজ করে সংসার চালায় ৷ কেউ মেয়ের বিয়ে, কেউ ছেলের বিয়ে দেবে বলে বাড়িতে টাকা মজুত করেছিল ৷ সব ছাই হয়ে গিয়েছে ৷ সোনাদানা থেকে শুরু করে দানাপানিও অবশিষ্ট নেই ৷ সব হারিয়ে এরা বাঁধের উপর আশ্রয় নিয়েছে ৷ প্রশাসনের লোকজন ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছে ৷ প্রশাসনের কাছে দাবি, এই পরিবারগুলিকে যাবতীয় সাহায্য করা হোক ৷”

আগুনে পুড়ে গিয়েছে জমানো 60-70 হাজার টাকা ৷ সেই শোক ভুলতে পারছেন না মানজারা খাতুন ৷ চোখের জলে জানালেন, “সকালে ছেলেটা চা খেতে চেয়েছিল ৷ চা বসিয়ে রুটি বানানোর জন্য আটা নিতে গিয়েছিলাম ৷ হঠাৎ দেখি, ধাঁ ধাঁ করে আগুন জ্বলছে ৷ মুহূর্তের মধ্যে গোটা বাড়িতে আগুন ধরে গেল ৷ কিছু বাঁচাতে পারিনি ৷ 60-70 হাজার টাকা ছিল ৷ সব শেষ ৷ আমার কাছে আর কিছু নেই ৷ সরকারের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি ৷”

এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য মহম্মদ ওসমান গনি বলেন, “এরা সব গরিব মানুষ ৷ সবাই পরিযায়ী শ্রমিক ৷ সকালে শুনলাম, ভুট্টার অবশিষ্ট দিয়ে রান্না করার সময় আগুনে এদের সব পুড়ে গিয়েছে ৷ অন্তত 20 লাখ টাকার ক্ষতি হয়েছে ৷ বিষয়টি আমি সঙ্গে সঙ্গে প্রশাসন ও দলের সবাইকে জানাই ৷ জানাই আমাদের দলের মন্ত্রী তজমুল হোসেনকেও ৷ সবাই ঘটনাস্থলে আসছেন ৷ আমরা চাইছি, এই নিঃস্ব মানুষগুলিকে সরকার ও মুখ্যমন্ত্রী যেন সমস্ত সাহায্য করেন ৷”

আরও পড়ুন:

  1. চুঁচুড়া স্টেশনে ট্রেনে আগুন আতঙ্ক, হুড়োহুড়ি; অফিস টাইমে বিঘ্নিত ট্রেন চলাচল
  2. দমদমে বিধ্বংসী আগুনে সর্বহারাদের জন্য ব্যবস্থা রবীন্দ্রভবনে, বাড়ি করে দেওয়ার আশ্বাস সুজিতের
  3. দাসপুরে তামা কারখানায় অগ্নিকাণ্ড, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে দেব
Last Updated : Apr 22, 2024, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.