ETV Bharat / state

হাওড়া-দিল্লি আপ দুরন্ত এক্সপ্রেসে আগুন, ঘণ্টাখানেক পর রওনা গন্তব্যে - Howrah delhi duronto Express train

Duronto Express: সকাল সকাল দুরন্ত এক্সপ্রেসে বিপত্তি ৷ ট্রেনের চাকার আগুন থেকে আতঙ্ক ছড়ায় পানাগড় স্টেশনে ৷ আধ ঘণ্টা পর আগুন নিভলে ফের রওনা দেয় ট্রেন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 11:29 AM IST

Updated : Feb 23, 2024, 12:37 PM IST

দুর্গাপুর, 23 ফেব্রুয়ারি: স্টেশনে ঢোকার মুখে আগুন লাগল হাওড়া-দিল্লি আপ দুরন্ত এক্সপ্রেসে ৷ শুক্রবার পানাগড় স্টেশনে ঢোকার মুখেই আচমকা যাত্রীভর্তি বগির নিচের চাকায় আগুন লেগে যায় । ওই বগিতে থাকা যাত্রীরা ধোঁয়া দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে । ট্রেন দাঁড়িয়ে যায় । এরপর রেলের আধিকারিক ও আরপিএফ কর্মীরা এসে দ্রুত আগুন নেভায় । প্রায় 30 মিনিট ধরে দাঁড়িয়ে ছিল দুরন্ত এক্সপ্রেস । 9টা 20 নাগাদ আগুন লাগে বলে জানা যায় । আগুন নেভার পর ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ।

এদিকে আগুনের জেরে ধোঁয়াতে ভরে যায় গোটা এলাকা । মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে । ট্রেন দাঁড়াতেই দ্রুতযাত্রীরা নেমে পড়েন । খবর পেয়ে তড়িঘড়ি রেল পুলিশ এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থলে আসেন । রেলের অগ্নি নির্বাপক বিভাগের কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে আসেন ।

এই বিষয়ে রাজবাঁধের বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ জানান, দুরন্ত এক্সপ্রেস রাজবাঁধ স্টেশনে আসার সময় যাত্রী বোঝাই বগির নিচে চাকার জায়গা থেকে হঠাৎ ধোঁয়া দেখতে পাওয়া যায় । যাত্রীরাও তা দেখতে পান । ট্রেন দাঁড়িয়ে পড়ে । দ্রুত রেলের আধিকারিকরা ও রেল পুলিশ ঘটনাস্থলে আসে । ট্রেন দাঁড়ানো মাত্রই ধোঁয়াতে ঢেকে যায় এলাকা । যাত্রীরাও দ্রুত নেমে পড়েন ট্রেন থেকে । প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । এরপর ট্রেনটি নিজের গন্তব্যস্থলের দিকে রওনা দেয় ।

ট্রেনের এক যাত্রী রাজেশ পাসওয়ান অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন ৷ তাঁর কথায়, "পানাগড় স্টেশন পার হতেই ধোঁয়া দেখতে পাই । আমরা যে বগিতে ছিলাম তার পাশের বগির নিচে ধোঁয়া বের হচ্ছিল । ট্রেন দাঁড়াতেই আমরা সবাই নেমে পড়ি । অনেক যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন ।" দূরপাল্লার ট্রেন নিয়মিত দেখভাল করা জরুরি বলে জানিয়েছেন যাত্রীরা ৷ তবে কী কারণে আগুন তা স্পষ্ট করে এখনও বলেননি রেলের আধিকারিকরা ।

আরও পড়ুন :

  1. চলন্ত ট্রেনে আগুন, আতঙ্কিত রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেসের যাত্রীরা
  2. বৈশালী সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেনের বগিতে ভয়াবহ আগুন ! আহত কমপক্ষে 19
  3. হামসফর সুপারফাস্ট ট্রেনে আগুন, সুরক্ষিত যাত্রীরা

দুর্গাপুর, 23 ফেব্রুয়ারি: স্টেশনে ঢোকার মুখে আগুন লাগল হাওড়া-দিল্লি আপ দুরন্ত এক্সপ্রেসে ৷ শুক্রবার পানাগড় স্টেশনে ঢোকার মুখেই আচমকা যাত্রীভর্তি বগির নিচের চাকায় আগুন লেগে যায় । ওই বগিতে থাকা যাত্রীরা ধোঁয়া দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে । ট্রেন দাঁড়িয়ে যায় । এরপর রেলের আধিকারিক ও আরপিএফ কর্মীরা এসে দ্রুত আগুন নেভায় । প্রায় 30 মিনিট ধরে দাঁড়িয়ে ছিল দুরন্ত এক্সপ্রেস । 9টা 20 নাগাদ আগুন লাগে বলে জানা যায় । আগুন নেভার পর ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ।

এদিকে আগুনের জেরে ধোঁয়াতে ভরে যায় গোটা এলাকা । মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে । ট্রেন দাঁড়াতেই দ্রুতযাত্রীরা নেমে পড়েন । খবর পেয়ে তড়িঘড়ি রেল পুলিশ এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থলে আসেন । রেলের অগ্নি নির্বাপক বিভাগের কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে আসেন ।

এই বিষয়ে রাজবাঁধের বাসিন্দা বিশ্বজিৎ ঘোষ জানান, দুরন্ত এক্সপ্রেস রাজবাঁধ স্টেশনে আসার সময় যাত্রী বোঝাই বগির নিচে চাকার জায়গা থেকে হঠাৎ ধোঁয়া দেখতে পাওয়া যায় । যাত্রীরাও তা দেখতে পান । ট্রেন দাঁড়িয়ে পড়ে । দ্রুত রেলের আধিকারিকরা ও রেল পুলিশ ঘটনাস্থলে আসে । ট্রেন দাঁড়ানো মাত্রই ধোঁয়াতে ঢেকে যায় এলাকা । যাত্রীরাও দ্রুত নেমে পড়েন ট্রেন থেকে । প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । এরপর ট্রেনটি নিজের গন্তব্যস্থলের দিকে রওনা দেয় ।

ট্রেনের এক যাত্রী রাজেশ পাসওয়ান অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন ৷ তাঁর কথায়, "পানাগড় স্টেশন পার হতেই ধোঁয়া দেখতে পাই । আমরা যে বগিতে ছিলাম তার পাশের বগির নিচে ধোঁয়া বের হচ্ছিল । ট্রেন দাঁড়াতেই আমরা সবাই নেমে পড়ি । অনেক যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন ।" দূরপাল্লার ট্রেন নিয়মিত দেখভাল করা জরুরি বলে জানিয়েছেন যাত্রীরা ৷ তবে কী কারণে আগুন তা স্পষ্ট করে এখনও বলেননি রেলের আধিকারিকরা ।

আরও পড়ুন :

  1. চলন্ত ট্রেনে আগুন, আতঙ্কিত রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেসের যাত্রীরা
  2. বৈশালী সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেনের বগিতে ভয়াবহ আগুন ! আহত কমপক্ষে 19
  3. হামসফর সুপারফাস্ট ট্রেনে আগুন, সুরক্ষিত যাত্রীরা
Last Updated : Feb 23, 2024, 12:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.