ETV Bharat / state

ছাতুবাবুর বাজার সংলগ্ন বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ এক মহিলা - Girish Park Fire

Girish Park Fire: ছাতুবাবুর বাজার সংলগ্ন এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ড ৷ দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা ৷ গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িটিতে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান ৷

Girish Park Fire
বসত বাড়িতে ভায়াবহ অগ্নিকাণ্ড (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 26, 2024, 12:02 PM IST

Updated : Jul 26, 2024, 12:27 PM IST

কলকাতা, 26 জুলাই: ফের শহরে অগ্নিকাণ্ড ৷ গিরিশ পার্ক এলাকার ছাতুবাবুর বাজার সংলগ্ন রামদুলাল সরকার স্ট্রিটের একটি টিনের বাড়িতে শুক্রবার সকালে আগুন লাগে ৷ দমকলের 5টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷ তবে এই ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি এক মহিলা ৷ প্রাথমিকভাবে অনুমান, সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই অগ্নিকাণ্ড ৷

ছাতুবাবুর বাজার সংলগ্ন বাড়িতে আগুন (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে খবর, এদিন হঠাৎই ছাতুবাবুর বাজার সংলগ্ম একটি টিনের বাড়ি থেকে বিস্ফোরণের আওয়াজ শুনতে পান স্থানীয়রা ৷ কী হয়েছে বোঝে ওঠার আগেই চারিদিক কালো ধোঁয়া দেখতে পান এলাকাবাসী ৷ আশপাশে বেশ কয়েকটি ঘরে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয় ৷ প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন ৷ আগুন ক্রমশ বড় আকার ধারণ করে । খবর দেওয়া হয় স্থানীয় থানায় ও দমকলকে। এক মহিলাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ৷ দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে ৷

খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ ৷ দমকলের 5টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷ তবে একাধিক ঘর ভূষ্মীভূত হয়ে গিয়েছে। দমকলের তরফে জানানো হয়, 39/2 রামদুলাল সরকার স্ট্রিটের একটি টিনের চালের বাড়িতে আগুন লাগে ৷ আগুন লাগার সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে থাকা সদস্যরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। কোনও প্রাণহানী না-হলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে ৷ বাড়িতে থাকা সকল জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে।

এমন ঘটনায় কার্যত আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ দমকল কর্মীরা অনুমান করছে রান্না করতে গিয়েই কোনওভাবে আগুন ছড়ায় ৷ যা পরবর্তী সময়ে বড় আকার নিয়েছে। যদিও তদন্তের পরই তা নির্দিষ্ট করে বলা যাবে বলে জানান দমকল আধিকারিকরা।

কলকাতা, 26 জুলাই: ফের শহরে অগ্নিকাণ্ড ৷ গিরিশ পার্ক এলাকার ছাতুবাবুর বাজার সংলগ্ন রামদুলাল সরকার স্ট্রিটের একটি টিনের বাড়িতে শুক্রবার সকালে আগুন লাগে ৷ দমকলের 5টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷ তবে এই ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি এক মহিলা ৷ প্রাথমিকভাবে অনুমান, সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই অগ্নিকাণ্ড ৷

ছাতুবাবুর বাজার সংলগ্ন বাড়িতে আগুন (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে খবর, এদিন হঠাৎই ছাতুবাবুর বাজার সংলগ্ম একটি টিনের বাড়ি থেকে বিস্ফোরণের আওয়াজ শুনতে পান স্থানীয়রা ৷ কী হয়েছে বোঝে ওঠার আগেই চারিদিক কালো ধোঁয়া দেখতে পান এলাকাবাসী ৷ আশপাশে বেশ কয়েকটি ঘরে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয় ৷ প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন ৷ আগুন ক্রমশ বড় আকার ধারণ করে । খবর দেওয়া হয় স্থানীয় থানায় ও দমকলকে। এক মহিলাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ৷ দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে ৷

খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ ৷ দমকলের 5টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷ তবে একাধিক ঘর ভূষ্মীভূত হয়ে গিয়েছে। দমকলের তরফে জানানো হয়, 39/2 রামদুলাল সরকার স্ট্রিটের একটি টিনের চালের বাড়িতে আগুন লাগে ৷ আগুন লাগার সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে থাকা সদস্যরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। কোনও প্রাণহানী না-হলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে ৷ বাড়িতে থাকা সকল জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে।

এমন ঘটনায় কার্যত আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ দমকল কর্মীরা অনুমান করছে রান্না করতে গিয়েই কোনওভাবে আগুন ছড়ায় ৷ যা পরবর্তী সময়ে বড় আকার নিয়েছে। যদিও তদন্তের পরই তা নির্দিষ্ট করে বলা যাবে বলে জানান দমকল আধিকারিকরা।

Last Updated : Jul 26, 2024, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.