ETV Bharat / state

মাঠপুকুরে ভয়াবহ আগুন ! দমকলের 20টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে - Fire in Dhapa

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 12:46 PM IST

Updated : Jul 2, 2024, 4:03 PM IST

Fire Breaks Out in Dhapa: ধাপায় ভয়াবহ আগুন ৷ ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে দমকলের 20টি ইঞ্জিন ৷ আগুন নেভানোর পাশাপাশি বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে ৷ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন দমকলমন্ত্রী ৷

Fire Breaks Out in Dhapa
ধাপা মাঠপুকুরে ভয়াবহ আগুন (ইটিভি ভারত)

কলকাতা, 2 জুলাই: ধাপার রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন ৷ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 20টি ইঞ্জিন ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধাপার মাঠপুকুর সায়রাবাদের একটি মোবিল কারখানায় সকাল 11.45 নাগাদ আগুন লাগে ৷ দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়াতে থাকে ৷ দমকলকে খবর দিলে, প্রথমে একটি ইঞ্জিন আসে ৷ পরে এক এক ইঞ্জিন আসতে শুরু করে ৷ শেষমেশ দমকলের 20টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে ৷ বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে ৷ তবে আগুন নিয়ন্ত্রণে এসে গিয়েছে বলে জানা গিয়েছে ৷

মাঠপুকুরে ভয়াবহ আগুন (ইটিভি ভারত)

ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি দমকল কর্মীদের সঙ্গেও কথা বলেন দমকলমন্ত্রী সুজিত বসু ৷ পরে সাংবাদিকদের তিনি বলেন, "ঘিঞ্জি এলাকায় আগুন লাগলে দমকল তৎপরতার সঙ্গে আগুন নেভায় ৷ এখানেও তাই হয়েছে ৷ খবর পেয়েই সিনিয়র আধিকারিকদের ঘটনাস্থলে পাঠিয়েছি ৷ তাঁরা যা ব্যবস্থার নেওয়ার নিয়েছেন ৷ দ্রুতকতার সঙ্গে আমরা ঘটনাস্থলে 20টি ইঞ্জিন পাঠিয়েছি ৷ আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ "

সম্প্রতি শহর কলকাতায় পার্কস্ট্রিট, অ্যাক্রোপলিস মল, বড় বাজারের মেহতা বিল্ডিংয়ে এমনই ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে ৷ তারপর এবার ধাপায় আগুন লাগল ৷ বিধ্বংসী আগুনের লেলিহান শিখায় দমকলের কাজ আরও কঠিন হয়ে পড়ে ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা । কারখানার ভেতর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। স্থানীয়দের বক্তব্য, কারখানার ভেতরে মজুত করে রাখা কেমিক্যালের ড্রাম ফাটছে ।

জানা গিয়েছে, ঘিঞ্জি এলাকায় ওই রাসায়নিক কারখানাটি চলছিল । ফলে ওই সমস্ত বাড়িগুলিতেও আগুন ছড়িয়ে পরার আশঙ্কা ছিল । তারপরেই দ্রুততার সঙ্গে আশেপাশের বাড়ি-ঘর খালি করে দেয় পুলিশ ৷ দমকল সূত্রে জানানো হয়েছে, দাহ্য পদার্থ থাকার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে ৷ ঠিক কীভাবে আগুন লেগেছিল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দমকলমন্ত্রী ৷

কলকাতা, 2 জুলাই: ধাপার রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন ৷ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 20টি ইঞ্জিন ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধাপার মাঠপুকুর সায়রাবাদের একটি মোবিল কারখানায় সকাল 11.45 নাগাদ আগুন লাগে ৷ দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়াতে থাকে ৷ দমকলকে খবর দিলে, প্রথমে একটি ইঞ্জিন আসে ৷ পরে এক এক ইঞ্জিন আসতে শুরু করে ৷ শেষমেশ দমকলের 20টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে ৷ বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে ৷ তবে আগুন নিয়ন্ত্রণে এসে গিয়েছে বলে জানা গিয়েছে ৷

মাঠপুকুরে ভয়াবহ আগুন (ইটিভি ভারত)

ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি দমকল কর্মীদের সঙ্গেও কথা বলেন দমকলমন্ত্রী সুজিত বসু ৷ পরে সাংবাদিকদের তিনি বলেন, "ঘিঞ্জি এলাকায় আগুন লাগলে দমকল তৎপরতার সঙ্গে আগুন নেভায় ৷ এখানেও তাই হয়েছে ৷ খবর পেয়েই সিনিয়র আধিকারিকদের ঘটনাস্থলে পাঠিয়েছি ৷ তাঁরা যা ব্যবস্থার নেওয়ার নিয়েছেন ৷ দ্রুতকতার সঙ্গে আমরা ঘটনাস্থলে 20টি ইঞ্জিন পাঠিয়েছি ৷ আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ "

সম্প্রতি শহর কলকাতায় পার্কস্ট্রিট, অ্যাক্রোপলিস মল, বড় বাজারের মেহতা বিল্ডিংয়ে এমনই ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে ৷ তারপর এবার ধাপায় আগুন লাগল ৷ বিধ্বংসী আগুনের লেলিহান শিখায় দমকলের কাজ আরও কঠিন হয়ে পড়ে ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা । কারখানার ভেতর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। স্থানীয়দের বক্তব্য, কারখানার ভেতরে মজুত করে রাখা কেমিক্যালের ড্রাম ফাটছে ।

জানা গিয়েছে, ঘিঞ্জি এলাকায় ওই রাসায়নিক কারখানাটি চলছিল । ফলে ওই সমস্ত বাড়িগুলিতেও আগুন ছড়িয়ে পরার আশঙ্কা ছিল । তারপরেই দ্রুততার সঙ্গে আশেপাশের বাড়ি-ঘর খালি করে দেয় পুলিশ ৷ দমকল সূত্রে জানানো হয়েছে, দাহ্য পদার্থ থাকার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে ৷ ঠিক কীভাবে আগুন লেগেছিল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দমকলমন্ত্রী ৷

Last Updated : Jul 2, 2024, 4:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.