ETV Bharat / state

বন্ধ দলসিংপাড়া চা বাগানে ভয়াবহ আগুন, কারণ নিয়ে ধোঁয়াশা - দলসিংপাড়া চা বাগান

Fire at Closed Tea Garden in Alipurduar: আলিপুরদুয়ারে বন্ধ চা বাগানে আগুন লেগে বিপুল ক্ষতির আশঙ্কা ৷ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দলসিংপাড়া চা বাগানে ৷ কীভাবে আগুন লেগেছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 8:54 PM IST

আলিপুরদুয়ার, 2 মার্চ: বন্ধ চা বাগানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য আলিপুরদুয়ারে ৷ শনিবার দুপুরে কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগানের ঘটনা ৷ শ্রমিকরা হঠাৎই দেখতে পান চা বাগানের একটি অংশ থেকে ধোঁয়া বেরচ্ছে ৷ দেখতে দেখতে সেই ধোঁয়ার মধ্যে থেকে আগুনের শিখা বেরতে দেখেন শ্রমিকরা ৷ এই ঘটনায় প্রায় তিনশোটি চা গাছ নষ্ট হয়ে গিয়েছে ৷

দুপুরে চা বাগানে আগুন ধরে যাওয়ার পর দমকল কেন্দ্রে খবর দেওয়া হয় ৷ দমকল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাগানে আগুন ছড়িয়ে পড়ে ৷ দমকলের তিনটি ইঞ্জিন 3 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও অনেক টাকার ক্ষতি হয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে দলসিংপাড়া চা বাগানের 14 নম্বর সেকশনে ৷

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শীতের মরশুম হওয়ায় অনেক চা গাছ শুকিয়ে গিয়েছিল ৷ পাশাপাশি, গত কয়েকমাস চা বাগান বন্ধ থাকায় সেখানে আগাছায় ভরে গিয়েছিল ৷ সেখান থেকেই আগুন ছড়িয়ে থাকতে পারে ৷ আর তা থেকেই এই আগুন বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল ৷ সূত্রের খবর, বাহ্যিক কোনও কারণে আগুন লাগার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না দমকল আধিকারিকরা ৷ বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে কোনও মন্তব্য করতে চায়নি দমকল ৷

উল্লেখ্য, পুজোর বোনাস নিয়ে শ্রমিক-মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে যায় দলসিংপাড়া বাগান ৷ কর্মহীন হয়ে পড়েন কমবেশি 1500 শ্রমিক ৷ এবার চা বাগানে আগুন লাগায় মাথায় হাত তাঁদের ৷ চা বাগানের শ্রমিক মহম্মদ সাজু বলেন, "আমাদের শ্রমিক আবাস অনেকটা দূরে থাকায় রক্ষা পেয়েছি ৷ না হলে আমাদের কিছুই থাকত না ৷ কী করে আগুন লাগল বুঝতে পারলাম না ৷" কালচিনির দলসিংপাড়া চা বাগানের বাসিন্দা সুমিত্রা মাহালির কথায়, "দীর্ঘদিন ধরে আমাদের বাগান বন্ধ ৷ কবে বাগান খুলবে সেই আশায় রয়েছি ৷ বাগানের এভাবে ক্ষতি হোক আমরা চাই না ৷

আরও পড়ুন:

  1. বন্ধ 16 চা বাগান ও 2 কারখানার 14 হাজার শ্রমিককে 'ফাওলাই' প্রকল্পে আর্থিক সাহায্য রাজ্যের
  2. ফের অনাহারে মধু চা বাগানের শ্রমিকের মৃত্যু ! গাফিলতির অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
  3. বাধা এলেও পড়াশুনো চালাতেই হবে, বন্ধ চা-বাগানের পড়ুয়াদের পরামর্শ জেলাশাসকের

আলিপুরদুয়ার, 2 মার্চ: বন্ধ চা বাগানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য আলিপুরদুয়ারে ৷ শনিবার দুপুরে কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগানের ঘটনা ৷ শ্রমিকরা হঠাৎই দেখতে পান চা বাগানের একটি অংশ থেকে ধোঁয়া বেরচ্ছে ৷ দেখতে দেখতে সেই ধোঁয়ার মধ্যে থেকে আগুনের শিখা বেরতে দেখেন শ্রমিকরা ৷ এই ঘটনায় প্রায় তিনশোটি চা গাছ নষ্ট হয়ে গিয়েছে ৷

দুপুরে চা বাগানে আগুন ধরে যাওয়ার পর দমকল কেন্দ্রে খবর দেওয়া হয় ৷ দমকল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাগানে আগুন ছড়িয়ে পড়ে ৷ দমকলের তিনটি ইঞ্জিন 3 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও অনেক টাকার ক্ষতি হয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে দলসিংপাড়া চা বাগানের 14 নম্বর সেকশনে ৷

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শীতের মরশুম হওয়ায় অনেক চা গাছ শুকিয়ে গিয়েছিল ৷ পাশাপাশি, গত কয়েকমাস চা বাগান বন্ধ থাকায় সেখানে আগাছায় ভরে গিয়েছিল ৷ সেখান থেকেই আগুন ছড়িয়ে থাকতে পারে ৷ আর তা থেকেই এই আগুন বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল ৷ সূত্রের খবর, বাহ্যিক কোনও কারণে আগুন লাগার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না দমকল আধিকারিকরা ৷ বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে কোনও মন্তব্য করতে চায়নি দমকল ৷

উল্লেখ্য, পুজোর বোনাস নিয়ে শ্রমিক-মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে যায় দলসিংপাড়া বাগান ৷ কর্মহীন হয়ে পড়েন কমবেশি 1500 শ্রমিক ৷ এবার চা বাগানে আগুন লাগায় মাথায় হাত তাঁদের ৷ চা বাগানের শ্রমিক মহম্মদ সাজু বলেন, "আমাদের শ্রমিক আবাস অনেকটা দূরে থাকায় রক্ষা পেয়েছি ৷ না হলে আমাদের কিছুই থাকত না ৷ কী করে আগুন লাগল বুঝতে পারলাম না ৷" কালচিনির দলসিংপাড়া চা বাগানের বাসিন্দা সুমিত্রা মাহালির কথায়, "দীর্ঘদিন ধরে আমাদের বাগান বন্ধ ৷ কবে বাগান খুলবে সেই আশায় রয়েছি ৷ বাগানের এভাবে ক্ষতি হোক আমরা চাই না ৷

আরও পড়ুন:

  1. বন্ধ 16 চা বাগান ও 2 কারখানার 14 হাজার শ্রমিককে 'ফাওলাই' প্রকল্পে আর্থিক সাহায্য রাজ্যের
  2. ফের অনাহারে মধু চা বাগানের শ্রমিকের মৃত্যু ! গাফিলতির অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
  3. বাধা এলেও পড়াশুনো চালাতেই হবে, বন্ধ চা-বাগানের পড়ুয়াদের পরামর্শ জেলাশাসকের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.