কলকাতা, 12 ডিসেম্বর: ডিসেম্বর মাস বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে । এই মাসে আবাস, কৃষকবন্ধু-সহ একাধিক প্রকল্পের টাকা সরাসরি পৌঁছে যাবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে । ট্যাবকাণ্ড থেকে শিক্ষা নিয়ে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে যাতে নতুন করে রাজ্যকে কোনও অস্বস্তির মধ্যে পড়তে না-হয়, তার জন্য 16 দফা নির্দেশিকা দিল অর্থ দফতর । আর সেই নির্দেশিকা থেকে জানা যাচ্ছে, এবার থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার আগে কাগজের নথিতে নয়, অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করা হবে ।
এদিন অর্থ দফতরের তরফ থেকে দেওয়া 16 দফা নির্দেশিকায় শুধুমাত্র যে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের কথা বলা হয়েছে, তাই নয় । এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে, এই যাচাইয়ের কাজ করবে রিজার্ভ ব্যাংকের সহযোগী সংস্থা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন । তাদের দিয়ে প্রত্যেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে, তবেই সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে ।
এখানেই শেষ নয়, এই নির্দেশিতায় আরও বলা হয়েছে যে, যে কোনও উপভোক্তাকে তাঁর তথ্য দু'বার করে অনলাইনে পাঠাতে হবে, যাতে তাঁর নাম, ফোন নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ভুল হলে তা সংশোধন করে নেওয়া যায় । একইসঙ্গে, উপভোক্তার দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট রাজ্যের কোনও শাখার ঠিকানার হতে হবে । এই নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেক উপভোক্তার নিজের নামেই সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে । প্রত্যেক উপভোক্তাকেই দফতরের তরফ থেকে টাকা জমা পড়ল কি না সে সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে হবে । এর জন্য এসএমএস অ্যালার্ট চালু করতে হবে উপভোক্তাদের জন্য ।
সম্প্রতি ট্যাবের টাকা গায়েব হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে যায় । পরে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, প্রায় 1900 জনের ট্যাবের টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়েছিল । তারপরেই মুখ্যমন্ত্রী গোটা বিষয়টির সঙ্গে জামতারা গ্যাংয়ের যোগের বিষয়ের কথাও বলেছিলেন । কিন্তু সেসব পর্ব এখন অতীত । আগামী দিনে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার ক্ষেত্রে যাতে তা অন্য কোথাও না চলে যায়, জালিয়াতরা যাতে সরকারি পরিষেবার ফাঁকফোকরের সুযোগ না-নিতে পারে, সেজন্যই 16 দফা নির্দেশিকা দিয়ে সমস্ত দফতরকে ব্যবস্থা গ্রহণের কথা বলল অর্থ দফতর ।