ETV Bharat / state

রাজ্যে ফের কোভিড আতঙ্ক, ওমিক্রনের নতুন প্রজাতি কেপি-2 তে আক্রান্তের আশঙ্কা - Omicron New Strain KP 2 - OMICRON NEW STRAIN KP 2

Omicron New Strain KP-2: গত সাতদিনে কলকাতায় কোভিড আক্রান্ত হয়েছেন পাঁচজন ৷ এঁদের মধ্যে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন ৷ তবে পাঁচজনের জিনোম সিকোয়েন্স করতে পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট এলে বোঝা যাবে, এঁরা ওমিক্রনের নতুন প্রজাতি কেপি-2 তে আক্রান্ত কি না !

Hospital
হাসপাতাল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 12:40 PM IST

কলকাতা, 17 মে: রাজ্যে ফের ওমিক্রন আতঙ্ক । ওমিক্রনের নতুন প্রজাতি কেপি-2 তে আক্রান্তের আশঙ্কা । কলকাতায় গত সাতদিনে কোভিড আক্রান্ত হয়েছেন পাঁচজন । তাদের মধ্যে কেউ কেপি-2 তে আক্রান্ত কি না, তার জন্য জিনোম সিকোয়েন্স করতে পাঠানো হয়েছে । সেই রিপোর্ট এলেই বোঝা যাবে এঁদের কেউ কেপি-2 তে আক্রান্ত কি না । তবে বর্তমানে এই পাঁচজনের মধ্যে দু’জন কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । কিন্তু চিকিৎসকদের কথায়, এই মুহূর্তেই আতঙ্কিত হওয়ার কিছু নেই ।

9 থেকে 15 মে পর্যন্ত দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে বিভিন্ন অস্ত্রোপচারের জন্য এসেছিলেন এই পাঁচজন । অস্ত্রোপচারের আগে রুটিনমাফিক কোভিড টেস্ট করার সময় তাঁদের রিপোর্ট পজেটিভ আসে । তারপর তাঁদের সেখানেই চিকিৎসা হয় । পরবর্তীতে তিনজনের রিপোর্ট নেগেটিভ আসায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে । বাকি দু’জন এখনও চিকিৎসাধীন । তবে এখনও জিনোম সিকোয়েন্সের পর্যন্ত রিপোর্ট আসা বাকি রয়েছে । রাজ্যে এই প্রথম কেপি-2 তে আক্রান্তের সম্ভাবনা দেখা দিলেও দেশে প্রথম এর হদিশ মিলেছে জানুয়ারি মাসে । বর্তমানে মহারাষ্ট্রের 91 জন এই কেপি-2 তে আক্রান্ত । এছাড়াও সারা দেশে 100 জন এই মুহূর্তে সংক্রামিত ।

এই রোগের লক্ষণ বলতে ওমিক্রনের লক্ষণগুলোর কথাই উঠে আসছে । চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা আপার রেস্পেক্টরি ফ্যাক্টরের প্রভাব ফেলছে । তবে একটা বড় মহামারী যখন শেষ হয়ে যায়, তখন এরকম বিভিন্ন প্রজাতিতে ভেঙে যায় । এতে দু’টো মত তৈরি হয় । কেউ বলেন এতে শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ে, আবার অনেকের মতে ইমিউনিটি পাওয়ার কমে । তবে আমি বলব এখনই ভয় পাওয়ার কিছু নেই ৷ যাঁদের ক্যান্সার বা কোমর্বিডিটির সমস্যা রয়েছে, তাঁদেরকে সাবধানে রাখতে হবে । তার থেকে বেশি এই মুহূর্তে কিছু করার দরকার নেই ।"

অপরদিকে আরেকজন চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, ‘‘আতঙ্কিত হওয়ার এখনই কিছু নেই । তবে হ্যাঁ, পুরনো অভ্যাসগুলো আমাদের সঙ্গী করে রাখতে হবে । করোনা কোনোদিন একদম শেষ হয়ে যাবে না । সকলের ভ্যাকসিন নেওয়া রয়েছে । তাই কোথাও একটা প্রতিরোধ ক্ষমতাও শরীরের মধ্যে গড়ে উঠেছে । তবে হ্যাঁ হাত ধোয়া, মাস্ক পরার অভ্যাস রাখতে পারলে সব থেকে ভালো ।’’

তিনি আরও বলেন, ‘‘আর এই মুহূর্তে নির্বাচনের জন্য মিছিল মিটিং-এর পরিমাণ এত পরিমাণে বেড়ে গিয়েছে, তাই এই রোগগুলো ছড়িয়ে পড়ছে দ্রুত । আর এই মিছিল মিটিং-এর মধ্যে দূরত্ব বজায় রাখা কোনোভাবেই সম্ভব নয় । তবে হ্যাঁ এই মুহূর্তে ভয় পাওয়ার কিছু নেই ।"

আরও পড়ুন:

  1. কোভিড টিকা নেওয়া থাকলে হৃদরোগে আক্রান্তদের বাঁচার সম্ভাবনা বেশি: রিপোর্ট
  2. বিশ্ব বাজার থেকে কোভিড-19 ভ্যাকসিন তুলে নিল অ্যাস্ট্রাজেনেকা
  3. কোভিড আক্রান্তদের যক্ষ্মা হওয়ার সম্ভাবনা বেশি, গুজব না সত্যি ? উত্তর দিলেন চিকিৎসক

কলকাতা, 17 মে: রাজ্যে ফের ওমিক্রন আতঙ্ক । ওমিক্রনের নতুন প্রজাতি কেপি-2 তে আক্রান্তের আশঙ্কা । কলকাতায় গত সাতদিনে কোভিড আক্রান্ত হয়েছেন পাঁচজন । তাদের মধ্যে কেউ কেপি-2 তে আক্রান্ত কি না, তার জন্য জিনোম সিকোয়েন্স করতে পাঠানো হয়েছে । সেই রিপোর্ট এলেই বোঝা যাবে এঁদের কেউ কেপি-2 তে আক্রান্ত কি না । তবে বর্তমানে এই পাঁচজনের মধ্যে দু’জন কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । কিন্তু চিকিৎসকদের কথায়, এই মুহূর্তেই আতঙ্কিত হওয়ার কিছু নেই ।

9 থেকে 15 মে পর্যন্ত দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে বিভিন্ন অস্ত্রোপচারের জন্য এসেছিলেন এই পাঁচজন । অস্ত্রোপচারের আগে রুটিনমাফিক কোভিড টেস্ট করার সময় তাঁদের রিপোর্ট পজেটিভ আসে । তারপর তাঁদের সেখানেই চিকিৎসা হয় । পরবর্তীতে তিনজনের রিপোর্ট নেগেটিভ আসায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে । বাকি দু’জন এখনও চিকিৎসাধীন । তবে এখনও জিনোম সিকোয়েন্সের পর্যন্ত রিপোর্ট আসা বাকি রয়েছে । রাজ্যে এই প্রথম কেপি-2 তে আক্রান্তের সম্ভাবনা দেখা দিলেও দেশে প্রথম এর হদিশ মিলেছে জানুয়ারি মাসে । বর্তমানে মহারাষ্ট্রের 91 জন এই কেপি-2 তে আক্রান্ত । এছাড়াও সারা দেশে 100 জন এই মুহূর্তে সংক্রামিত ।

এই রোগের লক্ষণ বলতে ওমিক্রনের লক্ষণগুলোর কথাই উঠে আসছে । চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা আপার রেস্পেক্টরি ফ্যাক্টরের প্রভাব ফেলছে । তবে একটা বড় মহামারী যখন শেষ হয়ে যায়, তখন এরকম বিভিন্ন প্রজাতিতে ভেঙে যায় । এতে দু’টো মত তৈরি হয় । কেউ বলেন এতে শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ে, আবার অনেকের মতে ইমিউনিটি পাওয়ার কমে । তবে আমি বলব এখনই ভয় পাওয়ার কিছু নেই ৷ যাঁদের ক্যান্সার বা কোমর্বিডিটির সমস্যা রয়েছে, তাঁদেরকে সাবধানে রাখতে হবে । তার থেকে বেশি এই মুহূর্তে কিছু করার দরকার নেই ।"

অপরদিকে আরেকজন চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, ‘‘আতঙ্কিত হওয়ার এখনই কিছু নেই । তবে হ্যাঁ, পুরনো অভ্যাসগুলো আমাদের সঙ্গী করে রাখতে হবে । করোনা কোনোদিন একদম শেষ হয়ে যাবে না । সকলের ভ্যাকসিন নেওয়া রয়েছে । তাই কোথাও একটা প্রতিরোধ ক্ষমতাও শরীরের মধ্যে গড়ে উঠেছে । তবে হ্যাঁ হাত ধোয়া, মাস্ক পরার অভ্যাস রাখতে পারলে সব থেকে ভালো ।’’

তিনি আরও বলেন, ‘‘আর এই মুহূর্তে নির্বাচনের জন্য মিছিল মিটিং-এর পরিমাণ এত পরিমাণে বেড়ে গিয়েছে, তাই এই রোগগুলো ছড়িয়ে পড়ছে দ্রুত । আর এই মিছিল মিটিং-এর মধ্যে দূরত্ব বজায় রাখা কোনোভাবেই সম্ভব নয় । তবে হ্যাঁ এই মুহূর্তে ভয় পাওয়ার কিছু নেই ।"

আরও পড়ুন:

  1. কোভিড টিকা নেওয়া থাকলে হৃদরোগে আক্রান্তদের বাঁচার সম্ভাবনা বেশি: রিপোর্ট
  2. বিশ্ব বাজার থেকে কোভিড-19 ভ্যাকসিন তুলে নিল অ্যাস্ট্রাজেনেকা
  3. কোভিড আক্রান্তদের যক্ষ্মা হওয়ার সম্ভাবনা বেশি, গুজব না সত্যি ? উত্তর দিলেন চিকিৎসক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.