কাকদ্বীপ, 15 সেপ্টেম্বর: বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে উত্তাল দক্ষিণ 24 পরগনার একাধিক উপকূল তীরবর্তী এলাকার নদী থেকে শুরু করে সাগর ৷ সমুদ্র উত্তাল থাকায়ম ৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দফতর। রবিবার সকাল থেকে দক্ষিণ 240 পরগনার উপকূল তীরবর্তী এলাকায় যাত্রী সাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল পরিষেবা।
ডায়মন্ড হারবার, নামখানা, কাকদ্বীপ, সাগর, কচুবেড়িয়া, ফলতা, গোসাবা, ক্যানিং-সহ বিভিন্ন উপকূল তীরবর্তী এলাকায় রবিবার সকাল থেকে বন্ধ ফেরি চলাচল পরিষেবা। কর্তৃপক্ষের দাবি দুর্যোগপূর্ণ আবহাওয়া কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল একটানা বৃষ্টির জেরে জলমগ্ন। গভীর নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় গতকাল থেকেই দক্ষিণ 24 পরগনাজুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।
বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ঝড়ের দাপট। কাকদ্বীপ মহকুমার নামখানা, সাগর, পাথরপ্রতিমায় একাধিক কাঁচা বাড়ি, গাছ, পানের বরজ ভেঙে পড়েছে। নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে রয়েছে। নামখানা এলাকায় বেশ কয়েকটি বাড়ির ভিতরেও জল ঢুকেছে। সবথেকে ক্ষতিগ্রস্ত নামখানার হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। বহু গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। বেশকিছু বাড়ি ও দোকানের চাল উড়ে গিয়েছে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার ও পূর্ব মেদিনীপুরের কুকড়াহাটির মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
আগামিকালও দুর্যোগ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফেরি চলাচল বন্ধ থাকার কারণে সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ যাত্রীরা। এরই মধ্যে রবিবার বেশি রাতে ও সোমবার সকালে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি হচ্ছে । আজ কলকাতাতেও বিক্ষিপ্তভাবে চলবে বৃষ্টি ।