কলকাতা, 21 জুন: পার্ক স্ট্রিটের নবাব আব্দুল লতিফ স্ট্রিটে মহিলা হোমগার্ডের শ্লীলতাহানির অভিযোগ ৷ বৃহস্পতিবার রাতের ঘটনায় এক স্কুটার চালক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযোগ বেআইনিভাবে নিজের স্কুটারটি রাস্তার ধারে পার্ক করছিলেন ৷ সেই সময় কর্তব্যরত মহিলা হোমগার্ড স্কুটার মালিককে বাধা দিলে, তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ ৷ পাশাপাশি তাঁকে কটূক্তিও করা হয় ৷ ওই মহিলা হোমগার্ড বিষয়টি স্থানীয় থানায় জানান ৷ পরে কর্তব্যরত পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ৷ ধৃতের নাম সমীর হোসেন ৷ তাঁর স্কুটারটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷
এই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায় বলেন, "মহিলা হোমগার্ডের তরফে অভিযোগ পাওয়ার পর আমরা অভিযুক্তকে গ্রেফতার করি ৷ রাস্তার সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়েছে ৷ সঠিক কী ঘটনা ঘটেছিল, তা জানার জন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে ৷"
কলকাতা পুলিশ সূত্রে খবর, সন্ধ্যায় আব্দুল লতিফ স্ট্রিটে কর্তব্যরত ছিলেন একজন মহিলা হোম গার্ড ৷ অভিযোগ তিনি দেখতে পান, এক ব্যক্তি নিজের স্কুটার পার্ক করে অন্য কোথাও যাচ্ছেন ৷ তখনই মহিলা হোমগার্ড ওই ব্যক্তির কাছে যান এবং তাঁকে সেখান থেকে স্কুটারটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানান ৷ অভিযোগ সমীর হোসেন মহিলার সঙ্গে অভদ্র আচরণ শুরু করেন ৷ তাঁকে কার্যত ধাক্কা দেন ৷ এরপরেই দু’তরফে উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই মহিলা হোমগার্ডকে সমীর হোসেন কটূক্তি করে বলে অভিযোগ ৷
সেখান থেকেই মহিলা হোমগার্ড পার্ক স্ট্রিট থানায় ফোন করে গোটা ঘটনাটি নিয়ে অভিযোগ করেন ৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পার্ক স্ট্রিট থানার পুলিশ আসে এবং অভিযুক্তকে আটক করে ৷ থানায় নিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় ৷
তবে, কলকাতা শহরে বেআইনি পার্কিংয়ের অভিযোগ নতুন নয় ৷ আর এর ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনাও ঘটে ৷ তাই বেআইনি পার্কিং বন্ধ করতে কলকাতা ট্রাফিক পুলিশ কড়া পদক্ষেপও নিচ্ছে দীর্ঘদিন ধরে ৷ ইতিমধ্যেই বেআইনি পার্কিং রুখতে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল 25টি ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জদের বিশেষ দায়িত্ব দিয়েছেন ৷ মাঝেমধ্য়েই বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে বিশেষ অভিযানও ৷