কলকাতা, 8 মে: উত্তর কলকাতার ভোটেও রাম মন্দির যোগ। এবার পুরুষোত্তম রামের আশীর্বাদ পাবেন বলে মনে করছেন বিজেপি প্রার্থী তাপস রায়। রাম মন্দিরের জন্য লড়াই করতে গিয়ে 34 বছর আগে প্রাণ গিয়েছিল কোঠারি পরিবারের দুই সন্তান রাম কোঠারি ও সরদ কোঠারির । এবার এই কোঠারি পরিবারের সদস্যরাই উত্তর কলকাতার প্রার্থী হিসেবে তাপস রায়ের সমর্থন করছেন। শুধু সমর্থন করছেন বললে কম বলা হবে। এবারের লোকসভা নির্বাচনে রাম কোঠারি এবং সরদ কোঠারি বোন পূর্ণিমা কোঠারি হতে চলেছেন তাপসের চার প্রার্থী-প্রস্তাবকদের অন্যতম।
এখনও পর্যন্ত বিজেপি সূত্রে যা খবর, আগামী 10 মে সকাল সাড়ে এগারোটা নাগাদ নিজের মনোনয়ন জমা দেবেন তাপস রায়। এবার নির্বাচনের প্রার্থী পদে তাঁর প্রস্তাবও করছেন চারজন। এঁরা হলেন পূর্ণিমা কোঠারি, বিশিষ্ট অর্থনীতিবিদ তথা বিধায়ক অশোক লাহিড়ী, উত্তর কলকাতার জেলা বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ এবং বিজেপি নেত্রী মিনা দেবী পুরোহিত।
প্রসঙ্গত, বুধবার পূর্ণিমা কোঠারি সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি প্রার্থী। এদিন পূর্ণিমা কোঠারির বাড়িতে গিয়ে রাম মন্দিরের রাম কোঠারি এবং শরদ কোঠারি ছবিতে মালা দেন তাপস রায়। এরপর সেখান থেকে সরাসরি ওয়েলিংটনের একটি কবি-প্রণাম অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই তাপস রায় জানিয়েছেন, এবার নির্বাচনে তার চার প্রস্তাবক হতে চলেছেন এই চারজন।
প্রসঙ্গত, 1990 সালের 2 নভেম্বর পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল করসেবক রাম কোঠারি এবং শরদ কোঠারির। অযোধ্যার সেই ঘটনায় আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়। সে সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম সিং যাদব। এই কোঠারি ভাইরা ছিলেন কলকাতার বড় বাজারের বাসিন্দা। 1990 সালে রাম মন্দিরের আন্দোলনে অযোধ্যার মাটিতে প্রাণ দিয়েছিলেন এই দুই ভাই। এবার নির্বাচনে তাঁদের পরিবারের সদস্যকে প্রস্তাবক হিসেবে হাজির করে বিজেপির মনে করছে, এর ফলে ভগবান শ্রী রামের আশীর্বাদ তাদের সঙ্গেই থাকবে।
আরও পড়ুন: