আসানসোল, 13 মে: বৈধ ভোটারের ভোট দিয়ে দিচ্ছে ভুয়ো ভোটার । আর এমন অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল আসানসোলের চেলিডাঙা এলাকায় । খোদ রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটকের ওয়ার্ডে চেলিডাঙা ব্যারেট ক্লাবের বুথে এই ভুয়ো ভোটার দ্বারা ভোট দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় । অন্যদিকে বুথের সামনে সন্দেহভাজন এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞাসা করতে গেলে ইটিভি ভারতের বুম দেখেই পগাড়পাড় ওই যুবক ।
সোমবার দুপুরে চেলিডাঙা ব্যারট স্কুলের বুথে পৌঁছে যান বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় । কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় দাবি করেন, বৈধ ভোটার থাকলেও তাঁরা ভোট দিতে পারছেন না । বুথে এসে শুনছেন তাঁর ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে । কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বুথের বাইরে দাঁড়িয়ে সেক্টর অফিসারকে ফোন করেন এবং যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করেন ।
অন্যদিকে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে বুথের সামনে দেখে প্রচুর পরিমাণে তৃণমূল কর্মী সমর্থকরা চলে আসেন এবং স্লোগান দিতে শুরু করেন । ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । ঘটনার খবর পেয়ে চলে আসে প্রচুর পুলিশ । কেন্দ্রীয় বাহিনীও চলে আসে । কিন্তু উত্তেজনা থামেনি । এরপরে ঘটনাস্থলে আসেন মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক । তিনি তৃণমূল কর্মী সমর্থকদের ঘটনাস্থল থেকে সরালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
অভিজিৎ ঘটক বলেন, "সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। কোনও ভুয়ো ভোটার ভোট দেয়নি ।" কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের উদ্দেশে অভিজিৎ ঘটক বলেন, "উনি জানেন এই ওয়ার্ডে একটাও ভোট পাবে না বিজেপি । তাই অশান্তি পাকাতে এসেছেন ।" পরে পুলিশ কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কেও সরিয়ে দেয় এলাকা থেকে । কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন, নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন তিনি ।
আরও পড়ুন: