কলকাতা, 22 ফেব্রুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনের আগে সাফল্য কলকাতা পুলিশের স্পেশাল ট্রাস্ট ফোর্সের গোয়েন্দাদের । শনিবার 90 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ। স্ট্যান্ড রোডের একটি এলাকা থেকে এখনও পর্যন্ত 4জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ধৃতরা হল আমজাদ আলি খান, কামাল খান, মোহাম্মদ এনামুল এবং মোহাম্মদ কুরেশি।
এসটিএফের কাছে আগাম খবর ছিল স্ট্রান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক এলাকায় বেশ কয়েকজন জাল নোটের কারবারী জড়ো হচ্ছেন ৷ সেই মতোই সেখানে তাঁরা নজরদারি চালান ৷ সেখানে 4 জনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ৷ এরপরই অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় ৷ তাদের কাছ থেকে 90 লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে ৷ আজ ধৃতদের আদালতে পেশ করা হয়েছে ৷
লালবাজার সূত্রের খবর, ধৃতদের থেকে অন্ধ্রপ্রদেশের একটি জাল নোট কারবারি চক্রের যোগ রয়েছে । তবে কলকাতার বুকে জালনোট উদ্ধার এই প্রথম নয়। এর আগেও একাধিক সময় কলকাতার বুক থেকে উদ্ধার রয়েছে জাল নোট । এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা বলেন, "এর আগে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারাও বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে । আগের ঘটে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ।"
চলতি বছরের শুরুতেই প্রায় 2 লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছিল ৷ ঘটনায় তপসিয়া থানার পুলিশ আজারুদ্দিন মমিন নামে মালদার এক বাসিন্দাকে গ্রেফতার করে ৷ তার কাছ থেকে 200 টাকা ও 500 টাকার জাল নোট মিলিয়ে দু'লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। ধৃত মালদার কালিয়াচকে একটি বিশেষ ব়্যাকেট এই জাল নোট পাচার কারবারের সঙ্গে সরাসরি যুক্ত থাকার প্রমান মিলেছিল পুলিশের। এক্ষেত্রেও সেইরকম কোনও যোগসূত্র আছে কি না তাও খতিয়ে দেখছে লালবাজার ৷
আরও পড়ুন: