ETV Bharat / state

‘অধীরের বিরুদ্ধে নামা মানে ব্রেট লি’র বল খেলা’, ইউসুফকে সতর্ক করলেন সৌরভ - Sourav on Pathans Political Debut

Lok Sabha Elections 2024: দীর্ঘদিন ধরেই অধীর চৌধুরীর গড় হিসেবে পরিচিত বহরমপুর । সেখানেই লোকসভা নির্বাচনের প্রার্থী ইউসুফ পাঠান ৷ অধীরকে ব্রেট লি-র সঙ্গে তুলনা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷

Lok Sabha Election 2024
অধীর গড়ে ইউসুফ
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 11:03 PM IST

কলকাতা, 11 মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে ৷ রবিবার 'জনগর্জন' সভায় বহরমপুরের প্রার্থী পদে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রাজনীতির ময়দানে পাঠানের পা দেওয়া নিয়ে প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ নিজস্ব স্টাইলে এদিন মহারাজা বলেন, "রাজনীতি তো খারাপ নয়। ভালো তো। সমাজকে পালটানোর সুযোগ থাকে। কীর্তি আজাদ দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে রয়েছেন । কেকেআরের সূত্রে ইউসূফের বাংলার সঙ্গে যোগ রয়েছে ৷ এবার অধীরবাবুর বিরুদ্ধে নির্বাচনে লড়ছেন । এ যেন ইউসুফের উলটোদিকে ব্রেট লি ৷"

আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের 42টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস । গত লোকসভার থেকে প্রার্থী তালিকায় 26টি বদল ও চমক দুই রয়েছে । যার মধ্যে একটি চমক বহরমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ৷ কলম্বোয় ক্রিকেট লিগ খেলতে ব্যস্ত ছিলেন তিনি ৷ তৃণমূল কংগ্রেস তাঁকে উড়িয়ে নিয়ে এসেছে বাংলায় ৷ বহরমপুরে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা এক প্রকার অপ্রত্যাশিত ছিল রাজনৈতির মহলের কাছে । এক সময়ে কেকেআর দলের 'নাইট' ছিলেন ইউসুফ পাঠান ৷

প্রার্থী ঘোষণার পরেই ইউসুফ পাঠান বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাধারণ মানুষের কথা তুলে ধরতেই রাজনীতিতে অংশগ্রহণ করেছি । কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময় এই রাজ্যের ভালোবাসা পেয়েছি। সেই ভালোবাসা ফিরিয়ে দিতেই কাজ করতে চাই। তৃণমূল কংগ্রেস সেই কাজের সুযোগ দিয়েছে।" সেই সঙ্গে কলকাতার প্রাক্তন নাইট আরও উল্লেখ করেন, "প্রতিটি জিনিষের বদল হচ্ছে এবং সেই পরিবর্তন ভালোর জন্যই । মানুষ ভালোবাসে এবং তাঁদের জন্য সাহায্যের হাত বাড়াতে চাই ।" দ্রুত নিজ কেন্দ্রে প্রচার শুরু করবেন বলেও তিনি জানান ৷

আরও পড়ুন:

  1. ইউসুফকে নর্দমায় নামাতে চাইছেন মমতা, প্রার্থী ঘোষণা পর প্রতিক্রিয়া অধীরের
  2. পাঠানকে প্রার্থী দেখে প্রলাপ বকছেন অধীর, তীব্র কটাক্ষ সুখেন্দুশেখরের
  3. ব্রিগেডেই প্রথম দেখা মমতা-অভিষেকের সঙ্গে, কোন জাদুতে প্রার্থী হলেন ইউসুফ

কলকাতা, 11 মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে ৷ রবিবার 'জনগর্জন' সভায় বহরমপুরের প্রার্থী পদে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রাজনীতির ময়দানে পাঠানের পা দেওয়া নিয়ে প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ নিজস্ব স্টাইলে এদিন মহারাজা বলেন, "রাজনীতি তো খারাপ নয়। ভালো তো। সমাজকে পালটানোর সুযোগ থাকে। কীর্তি আজাদ দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে রয়েছেন । কেকেআরের সূত্রে ইউসূফের বাংলার সঙ্গে যোগ রয়েছে ৷ এবার অধীরবাবুর বিরুদ্ধে নির্বাচনে লড়ছেন । এ যেন ইউসুফের উলটোদিকে ব্রেট লি ৷"

আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের 42টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস । গত লোকসভার থেকে প্রার্থী তালিকায় 26টি বদল ও চমক দুই রয়েছে । যার মধ্যে একটি চমক বহরমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ৷ কলম্বোয় ক্রিকেট লিগ খেলতে ব্যস্ত ছিলেন তিনি ৷ তৃণমূল কংগ্রেস তাঁকে উড়িয়ে নিয়ে এসেছে বাংলায় ৷ বহরমপুরে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা এক প্রকার অপ্রত্যাশিত ছিল রাজনৈতির মহলের কাছে । এক সময়ে কেকেআর দলের 'নাইট' ছিলেন ইউসুফ পাঠান ৷

প্রার্থী ঘোষণার পরেই ইউসুফ পাঠান বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাধারণ মানুষের কথা তুলে ধরতেই রাজনীতিতে অংশগ্রহণ করেছি । কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময় এই রাজ্যের ভালোবাসা পেয়েছি। সেই ভালোবাসা ফিরিয়ে দিতেই কাজ করতে চাই। তৃণমূল কংগ্রেস সেই কাজের সুযোগ দিয়েছে।" সেই সঙ্গে কলকাতার প্রাক্তন নাইট আরও উল্লেখ করেন, "প্রতিটি জিনিষের বদল হচ্ছে এবং সেই পরিবর্তন ভালোর জন্যই । মানুষ ভালোবাসে এবং তাঁদের জন্য সাহায্যের হাত বাড়াতে চাই ।" দ্রুত নিজ কেন্দ্রে প্রচার শুরু করবেন বলেও তিনি জানান ৷

আরও পড়ুন:

  1. ইউসুফকে নর্দমায় নামাতে চাইছেন মমতা, প্রার্থী ঘোষণা পর প্রতিক্রিয়া অধীরের
  2. পাঠানকে প্রার্থী দেখে প্রলাপ বকছেন অধীর, তীব্র কটাক্ষ সুখেন্দুশেখরের
  3. ব্রিগেডেই প্রথম দেখা মমতা-অভিষেকের সঙ্গে, কোন জাদুতে প্রার্থী হলেন ইউসুফ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.