ডাবগ্রাম, 19 এপ্রিল: রাজ্যে লোকসভা নির্বাচনে প্রথম দফায় বেশ কয়েক জায়গায় অশান্তির অভিযোগ এসেছে ৷ মূলত, কোচবিহার ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ৷ সেখানেই একদম অন্য ছবি দেখা গেল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ডাবগ্রাম 1 অঞ্চলের সরস্বতীপুর এলাকায় ৷ যেখানে ভোট গ্রহণ কেন্দ্র ও ভোটাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি দেখা গেল বনকর্মীদেরও ৷
শিলিগুড়ি সংলগ্ন বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের সারুগাড়া রেঞ্জের অধীনে রয়েছে সরস্বতীপুর বিট ৷ যেখানে বৈকুণ্ঠপুর ডিভিশিনের ঘনজঙ্গলে রয়েছে সাতটি ভোটগ্রহণ কেন্দ্র ৷ আর ভোটার সংখ্যা প্রায় 5 হাজার ৷ মাঝেমধ্যেই ওই এলাকায় হাতি বের হয় ৷ গত বুধবার রাতেও হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এক যুবকের ৷ শুধু তাই নয় ৷ বৃহস্পতিবার রাতেও ওই গ্রামে হাতি বেরিয়েছিল ৷ যে কারণে আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা ৷ সেখানে মোট তিনটে গ্রাম রয়েছে খোলাচাঁদ ফাপড়ি, সরস্বতীপুর ও আদাবাড়ি ৷ হাতি বা বন্যপ্রাণীর হানায় যাতে নির্বাচনে কোনও ব্যাঘাত না ঘটে, সেই জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে বন দফতর ৷
বন দফতরের তরফে 30 জন কর্মী ভোটগ্রহণ কেন্দ্রগুলির উপর নজর রাখছেন ৷ বৃহস্পতিবার সকাল থেকে জঙ্গলে নজরদারি চালাচ্ছেন তাঁরা ৷ জঙ্গলে রয়েছে হাতির চারটি করিডর ৷ সেই করিডরগুলিতে প্রতিনিয়ত নজরদারি চালাাচ্ছেন বনকর্মীরা ৷ পাশাপাশি, বনের মধ্যে দিয়ে ভোটারদের নিরাপদে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে দিতেও দেখা যায় বনকর্মীদের ৷ ভোট শেষে স্ট্রং-রুমে ইভিএম পৌঁছানো পর্যন্ত নজরদারি চলবে ৷
সারুগাড়ার রেঞ্জার স্বপন রাউত বলেন, "আমরা নির্বাচনের কারণে অতিরিক্ত নজরদারি চালাচ্ছি ৷ করিডরের পাশাপাশি ভোটগ্রহণ কেন্দ্রের আশেপাশে আমরা নজর রাখছি ৷" সরস্বতী বিট অফিসার মহেন্দ্র সারকি বলেন, "ভোট যতক্ষণ না-শেষ হবে, আমরা পাহাড়ায় থাকব ৷ বণ্যপ্রাণী যাতে কোনও ভাবে ভোট প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে না-পারে, সেই জন্য অতিরিক্ত বনকর্মী নিযুক্ত করা হয়েছে ৷ আমরা টহলদারির জন্য ভ্যানও রাখছি ৷" এক গ্রামবাসী সুজাতা ছেত্রী বলেন, "আমরা বনকর্মীদের ভূমিকায় খুব খুশি ৷ তারা আমাদের ভোটের সময় অতিরিক্ত নিরাপত্তা দিচ্ছে ৷"
আরও পড়ুন: