কলকাতা, 23 ফেব্রুয়ারি: 7 পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দিতে আসায় চলতি বছরের মতো এই সাতজনের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল সংসদ। এই সাতজনের মধ্যে দু'জন আলিপুরদুয়ারের একই স্কুলের পরীক্ষার্থী। এছাড়াও বাকি পাঁচজন উত্তর 24 পরগনা নদীয়া, মালদহ, শিলিগুড়ি এবং পূর্ব বর্ধমানের বাসিন্দা। এই সাতজনকে নিয়ে এইবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় এখনও পর্যন্ত মোট 24 জনের পরীক্ষা বাতিল করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
শুক্রবার উচ্চ মাধ্যমিকের দর্শনের পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় 7 পরীক্ষার্থীর বিরুদ্ধে মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে আসার অভিযোগ উঠেছে । তাঁদের ধরতে পেরেই যথাযথ ব্যবস্থা নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এছাড়াও সংসদের তরফে জানানো হয়েছে, মোবাইল ফোন নিয়ে আসায় প্রথম দিন 5 জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। তৃতীয় দিন 3 জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। পঞ্চম দিন 6 জন এবং ষষ্ঠ দিন আরও 3 জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষার দ্বিতীয় এবং চতুর্থ দিন মোবাইল ফোন নিয়ে আসার কোনও ঘটনা নেই।
প্রসঙ্গত, উচ্চমাধ্যমিকের প্রশ্ন বিক্রির চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নদিয়ায় বাড়ি থেকে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে বিধাননগর সাইবার থানার পুলিশ। ধৃতের নাম রূপম সাধুখাঁ। প্রাণীবিদ্যা অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় অর্থের বিনিময়ে উচ্চমাধ্যমিকের প্রশ্ন বিক্রির ফাঁদ পাতা হয়েছিল।
বিভিন্ন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপে দাবি মতো অর্থ দিলেই ইংরেজি ও গণিত প্রশ্নপত্র মিলবে বলে টোপ দেওয়া হচ্ছিল পরীক্ষার্থীদের। গত শনিবার বিষয়টি নজরে আসতেই তৎপর হয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। খবর দেওয়া হয় পুলিশেও। বিষয়টি খতিয়ে দেখেন সংসদের কর্তারা। যদিও যে প্রশ্নপত্র বিক্রি করা হচ্ছিল তা সত্যি নয় বলেই আশ্বস্ত করেছিল সংসদ। পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: