জলপাইগুড়ি, 22 এপ্রিল: জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে 12 জন প্রার্থীর ভাগ্য এখন স্ট্রং রুমে বন্দি । 19 এপ্রিল জলপাইগুড়িতে প্রথম দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তৃণমূলের নির্মল চন্দ্র রায়, বিজেপির জয়ন্ত কুমার রায় ও সিপিআইএমের দেবরাজ বর্মন ৷ কী রয়েছে তাঁদের ভাগ্যে, তা এখন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের স্ট্রম রুমেই সীমাবদ্ধ ৷ নিরাপত্তার দায়িত্বে রয়েছে এক কোম্পানি সিআরপিএফ জওয়ান ৷
জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত বলেন, "স্ট্রং রুমের এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে । ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে ।" জেলাশাসক শামা পারভিন বলেন, "সমস্ত দলের প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের স্ক্রুটনি করে ইভিএম স্ট্রং রুমে সিল করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের নিরাপত্তায় ইভিএম থাকবে ।" অন্যদিকে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্যও এখন বন্ধ রয়েছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের স্ট্রং রুমে।
জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে শেষ হাসি হাসবে কে, সেই ফলাফল জানা যাবে আগামী ৪ জুন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবেই হয়েছে লোকসভার প্রথম দফার নির্বাচন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে স্ট্রং রুম করা হয়েছে ৷ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার 1904টি বুথের ইভিএম আধা সামরিক বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে। স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের ত্রিস্তরীয় নিরাপত্তায় ইভিএম রয়েছে। ইতিমধ্যেই রাজনৈতিক দলের এজেন্ট ও প্রার্থীরা স্ক্রুটনি করেছেন স্ট্রং রুমের। তাঁদের সামনেই স্ট্রং রুম সিল করা হয়েছে ৷
রাজ্যে প্রথম দফার ভোট শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মোট ভোটার ছিল 18 লক্ষ 85 হাজার 963 জন । পুরুষ ভোটারের সংখ্যা ছিল 9 লক্ষ 58 হাজার 611 জন। মহিলা ভোটার ছিল 9 লক্ষ 27 হাজার 339 জন। তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন 13 জন। বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা ছিল 11 হাজার 528 জন। লোকসভা কেন্দ্রে মহিলা পরিচালিত বুথের সংখ্যা ছিল 149টি। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট বুথ ছিল 1904টি। এই সব মিলিয়ে ভোট-যুদ্ধের ফলাফল জানা যাবে 4 জুন ৷
আরও পড়ুন
1. 'লালদুর্গে' এখন ঘাসফুলের দাপট, ভোটের আগে কেমন আছে কেশপুর ?
2. ঘাটালে না দাঁড়ালে হিরণ চাপমুক্ত থাকত, প্রচার মঞ্চে ফের কটাক্ষ দেবের
3. দ্বিতীয় দফার ভোটে বঙ্গের 12 জন প্রার্থী কোটিপতি, কারা রয়েছেন সেই তালিকায় ?