কলকাতা, 3 মে: মেট্রো করিডোরের গ্রিন লাইন থেকে ব্লু লাইনে যাওয়ার জন্য সাবওয়ে দিয়ে আরও একটি প্রবেশ পথ চালু হল । এর ফলে যাত্রীরা অনেকটাই উপকৃত হবেন বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।
গত 15 মার্চ থেকে কলকাতা মেট্রো নেটওয়ার্কের তিনটি রুটে যাত্রী পরিষেবা শুরু হয়েছে। এই তিনটি রুট হল গ্রিন লাইনের এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান (4.8 কিমি), অরেঞ্জ লাইনের কবি সুভাষ থেকে রুরি ক্রসিং অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত (5.4 কিমি) এবং পার্পল লাইনের সম্প্রসারিত অংশ তারাতলা-মাঝেরহাট (1.25 কিমি)। এই তিনটি রুটের মধ্যে বর্তমানে সব থেকে বেশি যাত্রী সংখ্যা হল এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান লাইনে। কারণ একদিকে শহরতলির মানুষজন যেমন কয়েক মিনিটের মধ্যে হুগলি নদী পার করে চলে আসছেন কলকাতায়, তেমনই গ্রিন লাইনে সফর করে বহু যাত্রী আবার মেন লাইন বা ব্লু লাইন থেকে মেট্রো ধরে চলে যেতে পারেন দক্ষিণেশ্বর বা কবি সুভাষের দিকে । তাই গ্রিন লাইন থেকে ব্লু লাইনে সহজেই যাতায়াত করার জন্য এবার সাবওয়ে দিয়ে চালু হল আরও একটি গেট ।
শহর ও শহরতলি থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ শহরের কাজের জন্য আসেন । হাওড়া, হুগলি, মেদিনীপুর-সহ আরও দূরদূরান্ত থেকে মানুষজন হাওড়া স্টেশনে এসে মেট্রো হয়ে শহরের অন্যত্র যাতায়াত করেন । আবার এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে পৌঁছে তারা গ্রিন লাইন হয়ে ব্লু লাইনে গিয়ে শহরের আরও অন্যান্য দিকে পৌঁছে যান । তাই গ্রিন লাইন হয়ে ব্লু লাইনে নির্ঝঞ্ঝাটে খুব দ্রুত পৌঁছতে নতুন এই প্রবেশদ্বারটি যাত্রীদের অনেকটাই সুরাহা করে দেবে বলে মনে করা হচ্ছে ।
তাই এবার আন্ডারগ্রাউন্ড সাবওয়ে পথে ব্লু থেকে গ্রিন লাইনে প্রবেশ করার জন্য আরও একটি প্রবেশ গেট খুলে দেওয়া হল। নতুন এই সাবওয়ে গেটটি প্রায় 12 ফিট চওড়া। এর ফলে দিনের ব্যস্ত সময় ঠেলাঠেলি না-করে অনায়াসে যাত্রীরা যাতায়াত করতে পারবেন । এর আগে যে 9 ফিট চওড়া প্যাসেজটি ছিল সেই প্যাসেজের মাঝখান দিয়ে আসা যাওয়ার পথ কিউ ম্যানেজার দিয়ে ভাগ করার ব্যবস্থা ছিল বলে অনেক সময়েই যাত্রীদের সমস্যা হত। কিন্তু এখন এই 9 ফুটের পথ শুধুমাত্র গ্রিন থেকে ব্লু লাইনে প্রবেশ করার জন্য ব্যবহার করা হবে । এর ফলে যাত্রীদের মধ্যে ধাক্কাধাক্কি হওয়ার সমস্যা আর থাকবে না । যাত্রীরা অনেক সহজেই দুটি পৃথক পথ দিয়ে যাওয়া আসা করতে পারবেন।
যাত্রীদের পথ নির্ধারণ করার জন্য কর্তৃপক্ষের তরফে স্টিকার ব্যানার লাগানো হয়েছে । এছাড়াও পথ নির্দেশ দেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যায় মেট্রো কর্মীরাও মোতায়ন করেছেন ।
আরও পড়ুন :