সন্দেশখালি, 24 জানুয়ারি: আক্রান্ত হওয়ার 19 দিন পর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীদের হাতে ৷ সূত্রের খবর, শাহজাহানের বাড়ি থেকে চারজন তৃণমূল নেতার নাম উঠে এসেছে ৷ রেশন দুর্নীতিতে তাদের যোগ রয়েছে কি না, আপাতত সেটাই খতিয়ে দেখছে ইডি ৷
গত 5 জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয় ইডি ৷ তার পর কেটে গিয়েছে 19 দিন ৷ বুধবার ফের সরবেড়িয়ার আকুঞ্জিপাড়ার শাহজাহানের বাড়িতে তল্লাশি চালায় ইডি ৷ এ দিন আটঘাট বেঁধেই তৃণমূল নেতা শেখ শাহজাহানের আকুঞ্জিপাড়ার বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি ৷
একেবারে 'রণসজ্জায়’ সজ্জিত হয়ে তৃণমূল নেতার ঘরের তালা ভেঙে ভিতরে ঢোকেন ইডি আধিকারিকরা । এরপর শাহজাহানের হলুদ রঙের বাড়ির একের পর এক ঘরে ঢুকে চলে ম্যারাথন তল্লাশি । নামিয়ে আনা হয় সুটকেস । ভাঙা হয়েছে আলমারির তালাও । সেখান থেকে কাগজপত্র ঘেঁটে ইডির হাতে উঠে এসেছে শাহজাহান ঘনিষ্ঠ চার তৃণমূল নেতার নাম ।
ইডি সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত সার্টিফিকেট ও ফর্মের কাগজপত্র ঘেঁটে শাহজাহান ঘনিষ্ঠ এই চার তৃণমূল নেতার নাম মিলেছে । এরা হলেন শিবপ্রসাদ হাজরা, বিকাশ মণ্ডল, প্রতিমা সরদার ও সবিতা রায় । এই নামগুলো ইতিমধ্যে সিজ করেছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা । রেশন দুর্নীতিকাণ্ডে এই চারজনই গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন তাঁরা ।
যদিও, হামলার ঘটনার পর থেকে গত 19 দিন ধরে এলাকায় দেখা যায়নি শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরাকে । তিনি সন্দেশখালির-2 ব্লকের তৃণমূলের সভাপতির দায়িত্বে রয়েছেন । এছাড়াও তল্লাশি অভিযানে একাধিক বন্ড এবং ডিড পেপার পাওয়া গিয়েছে বলেই খবর ইডি সূত্রে । শাহজাহানের 2018 সালের মার্চ মাসের ইনকাম ট্যাক্স রিটার্নের কাগজপত্রও হাতে এসেছে ইডি আধিকারিকদের ।
দু’টি নামী গয়না প্রস্তুতকারক ও বিক্রেতা সংস্থার টেক্সট ইনভয়েস, বিলও পাওয়া গিয়েছে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি থেকে । ওই দুটি সংস্থা থেকে মোটা অঙ্কের গয়না কেনা হয়েছিল বলে খবর সূত্রের । এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র মিলেছে । তার মধ্যে গুরুত্বপূর্ণ ভিসা, ইন্সুরেন্স সার্টিফিকেট, এয়ার টিকিটের কাগজপত্র৷ শাহজাহানের বাড়ি থেকে যে বিমানের টিকিটের নথিপত্র মিলেছে, সেই টিকিট কোথায়, কার জন্য কাটা হয়েছিল, তার উত্তর খোঁজার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।
এদিকে সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' তৃণমূল নেতা শেখ শাহজাহান গত 19 দিন ধরে নিখোঁজ ৷ তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, শাহজাহান এলাকাতেই আছেন ৷ অথচ তাঁকে খুঁজে পাচ্ছে না ন্যাজাট থানার পুলিশ । বুধবার সন্দেশখালিতে ইডির তল্লাশি অভিযানের সময় দেখা মেলেনি পলাতক এই তৃণমূল নেতা কিংবা তাঁর ঘনিষ্ঠ কাউকেই । এ দিন যখন ইডির তল্লাশি অভিযান চলছে, তখন কিন্তু সরবেড়িয়ায় ওই তৃণমূল নেতার নামাঙ্কিত মার্কেটে ভিড় ছিল অনান্য দিনের থেকে তুলনামূলক কম । ফলে, 5 জানুয়ারির ঘটনার সঙ্গে আজকের পরিস্থিতির আমূল বদল ঘটেছে বলেই দাবি একাংশের ।
আরও পড়ুন: