ETV Bharat / state

বেড়েছে জলস্তর, তিস্তা নদী পেরোতে না-পেরে লোকালয়ে ঢুকল হাতির দল - Elephants Enter Locality - ELEPHANTS ENTER LOCALITY

Elephants Enter Locality: টানা বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ ৷ চারিদিকে জল থইথই ৷ জারি করা হয়েছে লাল সতর্কতা ৷ তারই মধ্যে লোকালয়ে ঢুকে পড়ল হাতির দল ৷

Elephant Entered Locality
লোকালয়ে ঢুকে পড়েছে হাতি (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 6:03 PM IST

Updated : Jun 14, 2024, 6:37 PM IST

জলপাইগুড়ি, 14 জুন: উত্তরবঙ্গে টানা বৃষ্টি শুরু হয়েছে ৷ তার জেরেই তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে । সাধারণ মানুষের পাশপাশি নিরাপদ আশ্রয়ের খোঁজে বন্যপ্রাণও ৷ ফুলে ফেঁপে ওঠা নদীর পেরোতে না-পেরে লোকালয়ে ঢুকে পড়ল হাতির দল । শুক্রবার সাতসকালে 20-25টি হাতির একটি দল লোকালয়ে ঢুকে পড়ে । রাতভর জলপাইগুড়ি কালিয়াগঞ্জ এলাকায় দাপিয়ে বেড়ায় সেই হাতির দল ৷ হাতি তাড়াতে কালঘাম ছুটেছে মালবাজার স্কোয়াড, গরুমারা বন্যপ্রাণী বিভাগ, বৈকুন্ঠপুর বনবিভাগ, জলপাইগুড়ি বনবিভাগের কর্মীদের ৷

লোকালয়ে হাতির হানা (ইটিভি ভারত)

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই 80-100টি হাতির একটি দল জলপাইগুড়ি বোদাগঞ্জে তিস্তা নদীর চরে ঘোরাফেরা করছিল । টানা বৃষ্টিতে তিস্তার জলস্তর বিপদসীমায় পৌঁছেছে ৷ সেই নদী পেরোতে না-পেরেই লোকালয়ে ঢুকে গেল হাতিগুলি । বৃহস্পতিবার বানিয়াপাড়া এলাকায় ঢুকে যায় হাতির দলটি । এর পরেই পাতকাটা গ্রামপঞ্চায়েতের কালিয়াগঞ্জ, বাজিতপাড়া,বড় চৌধুরী পাড়া এলাকায় দাপিয়ে বেড়ায় 20-25টি হাতির একটি দল ৷ গ্রামে হাতির হানার খবর প্রকাশ্যে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় বনদফতরে ৷

একে বৃষ্টি পরিস্থিতিতে চারিদিকে জলমগ্ন ৷ গ্রামে হাতির হানার খবর পেয়ে সেই জল পেরিয়েই ঘটনাস্থলে উপস্থিত হন বনদফতরের আধিকারিকরা ৷ হাতিগুলিকে বৈকুন্ঠপুর বনবিভাগের জঙ্গলে ফেরাতে উদ্যোগী হন তাঁরা ৷ এই প্রসঙ্গে বনবিভাগের রেঞ্জার দর্জি শেরপা জানান, হাতিগুলি বেশ কয়েকদিন ধরেই তিস্তা নদীর চরে বসবাস করছিল । বৃহস্পতিবার তিস্তা নদীর জলস্তর বেড়ে গিয়েছে ৷ সম্ভবত তার কারণেই হাতির দলটি নদী পেরোতে না পেরে ফলে লোকালয়ে ঢুকে পড়েছে । হাতির দলটি কয়েকটি ভাগে ভাগ হয়ে যাওয়ার ফলে তাড়াতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে । দ্রুত প্রাণীগুলিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা হচ্ছে ৷

জলপাইগুড়ি, 14 জুন: উত্তরবঙ্গে টানা বৃষ্টি শুরু হয়েছে ৷ তার জেরেই তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে । সাধারণ মানুষের পাশপাশি নিরাপদ আশ্রয়ের খোঁজে বন্যপ্রাণও ৷ ফুলে ফেঁপে ওঠা নদীর পেরোতে না-পেরে লোকালয়ে ঢুকে পড়ল হাতির দল । শুক্রবার সাতসকালে 20-25টি হাতির একটি দল লোকালয়ে ঢুকে পড়ে । রাতভর জলপাইগুড়ি কালিয়াগঞ্জ এলাকায় দাপিয়ে বেড়ায় সেই হাতির দল ৷ হাতি তাড়াতে কালঘাম ছুটেছে মালবাজার স্কোয়াড, গরুমারা বন্যপ্রাণী বিভাগ, বৈকুন্ঠপুর বনবিভাগ, জলপাইগুড়ি বনবিভাগের কর্মীদের ৷

লোকালয়ে হাতির হানা (ইটিভি ভারত)

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই 80-100টি হাতির একটি দল জলপাইগুড়ি বোদাগঞ্জে তিস্তা নদীর চরে ঘোরাফেরা করছিল । টানা বৃষ্টিতে তিস্তার জলস্তর বিপদসীমায় পৌঁছেছে ৷ সেই নদী পেরোতে না-পেরেই লোকালয়ে ঢুকে গেল হাতিগুলি । বৃহস্পতিবার বানিয়াপাড়া এলাকায় ঢুকে যায় হাতির দলটি । এর পরেই পাতকাটা গ্রামপঞ্চায়েতের কালিয়াগঞ্জ, বাজিতপাড়া,বড় চৌধুরী পাড়া এলাকায় দাপিয়ে বেড়ায় 20-25টি হাতির একটি দল ৷ গ্রামে হাতির হানার খবর প্রকাশ্যে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় বনদফতরে ৷

একে বৃষ্টি পরিস্থিতিতে চারিদিকে জলমগ্ন ৷ গ্রামে হাতির হানার খবর পেয়ে সেই জল পেরিয়েই ঘটনাস্থলে উপস্থিত হন বনদফতরের আধিকারিকরা ৷ হাতিগুলিকে বৈকুন্ঠপুর বনবিভাগের জঙ্গলে ফেরাতে উদ্যোগী হন তাঁরা ৷ এই প্রসঙ্গে বনবিভাগের রেঞ্জার দর্জি শেরপা জানান, হাতিগুলি বেশ কয়েকদিন ধরেই তিস্তা নদীর চরে বসবাস করছিল । বৃহস্পতিবার তিস্তা নদীর জলস্তর বেড়ে গিয়েছে ৷ সম্ভবত তার কারণেই হাতির দলটি নদী পেরোতে না পেরে ফলে লোকালয়ে ঢুকে পড়েছে । হাতির দলটি কয়েকটি ভাগে ভাগ হয়ে যাওয়ার ফলে তাড়াতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে । দ্রুত প্রাণীগুলিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা হচ্ছে ৷

Last Updated : Jun 14, 2024, 6:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.