ETV Bharat / state

আনন্দপুর-ডায়মন্ড হারবারের ওসির পর এবার হবিবপুরের আইসি বদল কমিশনের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

EC transfers IC of Habibpur: আনন্দপুর ও ডায়মন্ড হারবারের ওসিকে বদলির পরদিনই মালদার হবিবপুরের আইসির পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন ৷

ETV BHARAT
হবিবপুরের আইসি বদল কমিশনের (ছবি: নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 12:39 PM IST

Updated : May 5, 2024, 1:13 PM IST

কলকাতা, 5 এপ্রিল: আনন্দপুর ও ডায়মন্ড হারবার থানার ওসি-র পর এ বার মালদার হবিবপুরের ইনস্পেক্টর ইন-চার্জকে পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন ৷ ওই পুলিশকর্তা ভোটের কাজে যুক্ত থাকতে পারেন না বলে জানিয়েছে কমিশন ৷ বদলি হওয়া এই আইসি পদের জন্য রবিবার বিকেলের মধ্যে তিনটি নাম পাঠাতে হবে কমিশনের আঞ্চলিক দফতরের সিইওকে ৷ সেই নামের থেকে কমিশন নাম বেছে নেবে ৷

শুক্রবারই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল যে, বিভিন্ন অভিযোগ মেলায় কলকাতার আনন্দপুর ও দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থানার ওসিকে সরিয়ে দেওয়া হচ্ছে ৷ এমনকি এও বলা হয় যে, নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত এমন কোনও কাজের দায়িত্ব দেওয়া যাবে না ওই দুই পুলিশ আধিকারিককে ৷

এই নির্দেশের পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার সকালে নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে, বেশকিছু ইনপুটের কথা বিবেচনা করে মালদার হবিবপুর থানার ইনস্পেক্টর ইনচার্জকে বদলির নির্দেশ দেওয়া হচ্ছে ৷ ভোটের কোনও কাজে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে কমিশন ৷ হবিবপুরের আইসি-কে পুলিশ হেডকোয়ার্টারে নির্বাচনের বাইরের কোনও কাজের দায়িত্ব দিতে বলেছে নির্বাচন কমিশন ৷

হবিবপুরের আইসি পদের জন্য কমিশনের আঞ্চলিক দফতরের সিইও-কে যোগ্য তিনজন বিকল্প পুলিশ আধিকারিকের নাম প্রস্তাব করতে বলা হয়েছে ৷ তাঁদের মধ্যে থেকেই একজনকে হবিবপুরের আইসি পদের জন্য বেছে নেবে নির্বাচন কমিশন ৷

উল্লেখ্য, গত শনিবার রাতে বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ সেই ঘটনায় আহত হন দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার কসবা মণ্ডল সভানেত্রী সরস্বতী সরকার । পরের দিন তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি । সেই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিল বিজেপি ৷ বিভিন্ন জায়গায় এমনই কিছু অভিযোগ জমা পড়েছিল কমিশনের কাছে ৷

আরও পড়ুন:

  1. আনন্দপুর-ডায়মন্ড হারবারের ওসির পর এবার হবিবপুরের আইসি বদল কমিশনের
  2. 'রাজ্যকে ধ্বংস করার সুযোগ দেবেন না', ভোট নিয়ে প্রকাশ্যে বুদ্ধর এআই বার্তা
  3. 'তৃণমূলের কারসাজি', ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে দাবি বিজেপি প্রার্থী রেখার

কলকাতা, 5 এপ্রিল: আনন্দপুর ও ডায়মন্ড হারবার থানার ওসি-র পর এ বার মালদার হবিবপুরের ইনস্পেক্টর ইন-চার্জকে পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন ৷ ওই পুলিশকর্তা ভোটের কাজে যুক্ত থাকতে পারেন না বলে জানিয়েছে কমিশন ৷ বদলি হওয়া এই আইসি পদের জন্য রবিবার বিকেলের মধ্যে তিনটি নাম পাঠাতে হবে কমিশনের আঞ্চলিক দফতরের সিইওকে ৷ সেই নামের থেকে কমিশন নাম বেছে নেবে ৷

শুক্রবারই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল যে, বিভিন্ন অভিযোগ মেলায় কলকাতার আনন্দপুর ও দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থানার ওসিকে সরিয়ে দেওয়া হচ্ছে ৷ এমনকি এও বলা হয় যে, নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত এমন কোনও কাজের দায়িত্ব দেওয়া যাবে না ওই দুই পুলিশ আধিকারিককে ৷

এই নির্দেশের পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার সকালে নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে, বেশকিছু ইনপুটের কথা বিবেচনা করে মালদার হবিবপুর থানার ইনস্পেক্টর ইনচার্জকে বদলির নির্দেশ দেওয়া হচ্ছে ৷ ভোটের কোনও কাজে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে কমিশন ৷ হবিবপুরের আইসি-কে পুলিশ হেডকোয়ার্টারে নির্বাচনের বাইরের কোনও কাজের দায়িত্ব দিতে বলেছে নির্বাচন কমিশন ৷

হবিবপুরের আইসি পদের জন্য কমিশনের আঞ্চলিক দফতরের সিইও-কে যোগ্য তিনজন বিকল্প পুলিশ আধিকারিকের নাম প্রস্তাব করতে বলা হয়েছে ৷ তাঁদের মধ্যে থেকেই একজনকে হবিবপুরের আইসি পদের জন্য বেছে নেবে নির্বাচন কমিশন ৷

উল্লেখ্য, গত শনিবার রাতে বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ সেই ঘটনায় আহত হন দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার কসবা মণ্ডল সভানেত্রী সরস্বতী সরকার । পরের দিন তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি । সেই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিল বিজেপি ৷ বিভিন্ন জায়গায় এমনই কিছু অভিযোগ জমা পড়েছিল কমিশনের কাছে ৷

আরও পড়ুন:

  1. আনন্দপুর-ডায়মন্ড হারবারের ওসির পর এবার হবিবপুরের আইসি বদল কমিশনের
  2. 'রাজ্যকে ধ্বংস করার সুযোগ দেবেন না', ভোট নিয়ে প্রকাশ্যে বুদ্ধর এআই বার্তা
  3. 'তৃণমূলের কারসাজি', ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে দাবি বিজেপি প্রার্থী রেখার
Last Updated : May 5, 2024, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.