ETV Bharat / state

বোতাম টিপলেই ভোট যাচ্ছে বিজেপিতে, কালিয়াচকে বদলানো হল ইভিএম - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 1:03 PM IST

Updated : May 7, 2024, 3:10 PM IST

EVM Problem at Malda South: ইভিএমের বোতাম টিপলেই ভোট চলে যাচ্ছে বিজেপিতে ৷ এমনই অভিযোগ স্থানীয়দের ৷ খবর পেয়ে নতুন ইভিএম দিল কমিশন ৷

Etv Bharat
Etv Bharat

বোতাম টিপলেই ভোট যাচ্ছে বিজেপিতে

মালদা, 7 মে: বোতাম টিপলেই ভোট চলে যাচ্ছে বিজেপিতে ৷ সব দেখেশুনে হতবাক ভোটাররা ৷ বিষয়টি নিয়ে প্রিসাইডিং অফিসারের কাছ অভিযোগ জানানোর পর দ্রুত ব্যবস্থা নিয়েছে কমিশন ৷ বদলে দেওয়া হয়েছে ইভিএম ৷ তারপর থেকে সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে ওই বুথে ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কালিয়াচক 1 নম্বর ব্লকের সিলামপুর 3 নম্বর বুথে ৷

স্থানীয় এক ভোটারের কথায়, "পশ্চিম বাহাদুরপুর প্রাইমারি স্কুলের 3 নম্বর অংশে সকাল থেকে ভোট ভালোই চলছিল ৷ প্রায় 300 ভোটপোল হওয়ার পর দেখা যায়, যে বোতামই টেপা হোক না কেন, ভোট পড়ছে বিজেপিতে ৷ বিষয়টি নজরে আসার পর প্রিসাইডিং অফিসারকে অভিযোগ জানানো হয় ৷ এরপরেই ইভিএম পালটে দেওয়া হয়েছে ৷ এখন নির্বিঘ্নে ভোট চলছে ৷"

এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরি অভিযোগ করে বলেন, "আমাদের দল আগেই অভিযোগ করেছিল, ইভিএমে কারচুপি করছে বিজেপি ৷ আজ সেটা আরও একবার প্রমাণিত হল ৷ তবে এক্ষেত্রে প্রিসাইডিং অফিসার ভালো ভূমিকা নিয়েছেন ৷ তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি কমিশনের নজরে আনেন ৷ কিছুক্ষণের মধ্যে নতুন ইভিএম সেখানে বসানো হয়েছে ৷ ভোটও ঠিক পড়ছে ৷ তবে আমার প্রশ্ন হল, যাঁরা আগের ইভিএমে ভোট দিয়ে গিয়েছেন, তাঁদের ফের কীভাবে বুথে নিয়ে আসা হবে ৷ এই নিয়ে আমি কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি ৷"

উল্লেখ্য, ইভিএমে কারচুপি নিয়ে এর আগে একাধিকবার অভিযোগ জানিয়েছে বিরোধীরা ৷ যদিও প্রতিবার বিষয়টিকে উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির ৷ আজ সিলামপুরের ঘটনার পর বিরোধীদের অভিযোগ আরও একবার প্রমাণিত হল বলে মনে করছেন জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি ৷ তিনি বলেন, "এর আগেও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সরব হয়েছিলেন ৷ আসলে বিজেপির পায়ের তলায় আর মাটি নেই ৷ মানুষ তাদের সঙ্গে নেই ৷ এই ভোটে তারা গো-হারা হারবে ৷ তাই এখন ইভিএম কারচুপি করে জিততে চাইছে ৷"

এই নিয়ে কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া না দেওয়া হলেও জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এটা নেহাতই যান্ত্রিক ত্রুটি ৷ খবর পাওয়া মাত্র ওই ইভিএম বদলে দেওয়া হয়েছে ৷ নতুন ইভিএমে ভোটগ্রহণও শুরু হয়েছে ৷

কমিশনের তরফে জানানো হয়েছে যে, মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা খানের তরফে কোনও লিখিত অভিযোগ আসেনি ৷ তবে এই কেন্দ্রে একটি ইভিএমে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি বদল করা হয় ৷ এক্ষেত্রে নিয়ম হল প্রথম ইভিএমে যতগুলি ভোট পড়েছে গণনার সময় সেগুলিই আগে দেখা হয় ৷

আরও পড়ুন :

  1. 11টা পর্যন্ত 32.82% ভোট পড়ল রাজ্যে, শীর্ষে জঙ্গিপুর; সরাসরি তৃতীয় দফার নির্বাচন
  2. ভোট দিয়ে পোস্ট মহুয়ার, সকাল 11টা পর্যন্ত হার 25.41 শতাংশ

বোতাম টিপলেই ভোট যাচ্ছে বিজেপিতে

মালদা, 7 মে: বোতাম টিপলেই ভোট চলে যাচ্ছে বিজেপিতে ৷ সব দেখেশুনে হতবাক ভোটাররা ৷ বিষয়টি নিয়ে প্রিসাইডিং অফিসারের কাছ অভিযোগ জানানোর পর দ্রুত ব্যবস্থা নিয়েছে কমিশন ৷ বদলে দেওয়া হয়েছে ইভিএম ৷ তারপর থেকে সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে ওই বুথে ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কালিয়াচক 1 নম্বর ব্লকের সিলামপুর 3 নম্বর বুথে ৷

স্থানীয় এক ভোটারের কথায়, "পশ্চিম বাহাদুরপুর প্রাইমারি স্কুলের 3 নম্বর অংশে সকাল থেকে ভোট ভালোই চলছিল ৷ প্রায় 300 ভোটপোল হওয়ার পর দেখা যায়, যে বোতামই টেপা হোক না কেন, ভোট পড়ছে বিজেপিতে ৷ বিষয়টি নজরে আসার পর প্রিসাইডিং অফিসারকে অভিযোগ জানানো হয় ৷ এরপরেই ইভিএম পালটে দেওয়া হয়েছে ৷ এখন নির্বিঘ্নে ভোট চলছে ৷"

এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরি অভিযোগ করে বলেন, "আমাদের দল আগেই অভিযোগ করেছিল, ইভিএমে কারচুপি করছে বিজেপি ৷ আজ সেটা আরও একবার প্রমাণিত হল ৷ তবে এক্ষেত্রে প্রিসাইডিং অফিসার ভালো ভূমিকা নিয়েছেন ৷ তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি কমিশনের নজরে আনেন ৷ কিছুক্ষণের মধ্যে নতুন ইভিএম সেখানে বসানো হয়েছে ৷ ভোটও ঠিক পড়ছে ৷ তবে আমার প্রশ্ন হল, যাঁরা আগের ইভিএমে ভোট দিয়ে গিয়েছেন, তাঁদের ফের কীভাবে বুথে নিয়ে আসা হবে ৷ এই নিয়ে আমি কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি ৷"

উল্লেখ্য, ইভিএমে কারচুপি নিয়ে এর আগে একাধিকবার অভিযোগ জানিয়েছে বিরোধীরা ৷ যদিও প্রতিবার বিষয়টিকে উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির ৷ আজ সিলামপুরের ঘটনার পর বিরোধীদের অভিযোগ আরও একবার প্রমাণিত হল বলে মনে করছেন জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি ৷ তিনি বলেন, "এর আগেও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সরব হয়েছিলেন ৷ আসলে বিজেপির পায়ের তলায় আর মাটি নেই ৷ মানুষ তাদের সঙ্গে নেই ৷ এই ভোটে তারা গো-হারা হারবে ৷ তাই এখন ইভিএম কারচুপি করে জিততে চাইছে ৷"

এই নিয়ে কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া না দেওয়া হলেও জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এটা নেহাতই যান্ত্রিক ত্রুটি ৷ খবর পাওয়া মাত্র ওই ইভিএম বদলে দেওয়া হয়েছে ৷ নতুন ইভিএমে ভোটগ্রহণও শুরু হয়েছে ৷

কমিশনের তরফে জানানো হয়েছে যে, মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী ঈশা খানের তরফে কোনও লিখিত অভিযোগ আসেনি ৷ তবে এই কেন্দ্রে একটি ইভিএমে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি বদল করা হয় ৷ এক্ষেত্রে নিয়ম হল প্রথম ইভিএমে যতগুলি ভোট পড়েছে গণনার সময় সেগুলিই আগে দেখা হয় ৷

আরও পড়ুন :

  1. 11টা পর্যন্ত 32.82% ভোট পড়ল রাজ্যে, শীর্ষে জঙ্গিপুর; সরাসরি তৃতীয় দফার নির্বাচন
  2. ভোট দিয়ে পোস্ট মহুয়ার, সকাল 11টা পর্যন্ত হার 25.41 শতাংশ
Last Updated : May 7, 2024, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.