ETV Bharat / state

কুমন্তব্যের জেরে দিলীপকে শো-কজ কমিশনের, হিরণের বিরুদ্ধে রিপোর্ট তলব - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বির্তকিত মন্তব্যের জেরে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে শো-কজ করল নির্বাচন কমিশন ৷ শুক্রবার বিকেলের মধ্যে তাঁর বক্তব্য নির্বাচন কমিশনকে পাঠাতে হবে ৷ অন্যদিকে, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে রিপোর্ট চাইল কমিশন। তাঁর মন্তব্যের বিরুদ্ধে জবাব চাওয়া হয়েছে কমিশনে তরফে।

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 5:47 PM IST

Updated : Mar 27, 2024, 8:19 PM IST

কলকাতা, 27 মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্যের জেরে দিলীপ ঘোষকে শো-কজ করল নির্বাচন কমিশন ৷ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মন্তব্যে নিয়ে নির্বাচনী আধিকারিকের কাছে আগেই রিপোর্ট তলব করেছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়। সেই রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পৌঁছনোর পরে তা পাঠিয়ে দেওয়া হয় দিল্লির জাতীয় নির্বাচনী আধিকারিকদের দফতরে। অন্যদিকে, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে রিপোর্ট চাইল কমিশন।

আগে জানানো হয়েছিল, এই বিষয় রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে দিল্লি। আর সেই মতোই এবার বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ প্রার্থী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে শো-কজ করল নির্বাচন কমিশন। এর পাশাপাশি কমিশন নির্দেশ দিয়েছে যে, আগামী দু'দিনের মধ্যে তাঁর বক্তব্য চিঠির মাধ্যমে কমিশনকে জানাতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন চলাকালীন তিনি অন্য কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ব্যক্তিগত আক্রমণ করেছেন সেটা তিনি করতে পারেন না।

এটি স্পষ্টতই নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘনের একটি ঘটনা। এই বিষয়ে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের দারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল। তারা দিলীপ ঘোষের ঘটনায় রিপোর্ট তলব নয় বরং দিলীপ ঘোষের প্রার্থী পদ কিছুদিনের জন্য সাসপেন্ড করার আরজি জানায়। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বলেন, "বিহার, উত্তরপ্রদেশ থেকে দিদি গোয়াতে গিয়ে বলেন গোয়ার মেয়ে। ত্রিপুরাতে গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে।" এরপরেই তিনি মমতার উদ্দেশে তাঁর পিতৃপরিচয় নিয়ে কুরুচিকর আক্রমণ করেন বলে অভিযোগ ওঠে।

অন্যদিকে, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে রিপোর্ট চাইল কমিশন। তাঁর মন্তব্যের বিরুদ্ধেও জবাব তলব করেছে কমিশন। যদিও ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় নির্বাচন কমিশন চিঠি সম্পর্কে তাঁর সঙ্গে ইটিভি ভারত যোগাযোগ করলে ফোন ধরেননি তিনি ৷ তবে, বিজেপি জেলা সভাপতি তন্ময় দাস জানিয়েছেন, "সময় চেয়ে নেওয়া হচ্ছে। আইনজীবীদের সঙ্গে কথা বলে এর উত্তর দেওয়া হবে।" জেলার রিটার্নিং অফিসার হিরণ চট্টোপাধ্যায়কে আগামিকাল বিকেলের মধ্যে রিপোর্ট চেয়েছেন ৷ আর নির্বাচন কমিশনের তরফে 29 তারিখ বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট চলব করতে হবে ৷

আরও পড়ুন:

  1. দেবকে 'সেতু চোর' তকমা দিয়ে বিক্ষোভে হিরণ
  2. শুভেন্দুকে অকথ্য ভাষায় আক্রমণ তৃণমূল নেতার, কমিশনের দৃষ্টি আকর্ষণ বিরোধী দলনেতার
  3. কমিশনের নির্দেশ, নির্বাচনী কাজে বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে বাংলার পুলিশ

কলকাতা, 27 মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্যের জেরে দিলীপ ঘোষকে শো-কজ করল নির্বাচন কমিশন ৷ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মন্তব্যে নিয়ে নির্বাচনী আধিকারিকের কাছে আগেই রিপোর্ট তলব করেছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়। সেই রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পৌঁছনোর পরে তা পাঠিয়ে দেওয়া হয় দিল্লির জাতীয় নির্বাচনী আধিকারিকদের দফতরে। অন্যদিকে, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে রিপোর্ট চাইল কমিশন।

আগে জানানো হয়েছিল, এই বিষয় রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে দিল্লি। আর সেই মতোই এবার বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ প্রার্থী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে শো-কজ করল নির্বাচন কমিশন। এর পাশাপাশি কমিশন নির্দেশ দিয়েছে যে, আগামী দু'দিনের মধ্যে তাঁর বক্তব্য চিঠির মাধ্যমে কমিশনকে জানাতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন চলাকালীন তিনি অন্য কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ব্যক্তিগত আক্রমণ করেছেন সেটা তিনি করতে পারেন না।

এটি স্পষ্টতই নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘনের একটি ঘটনা। এই বিষয়ে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের দারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল। তারা দিলীপ ঘোষের ঘটনায় রিপোর্ট তলব নয় বরং দিলীপ ঘোষের প্রার্থী পদ কিছুদিনের জন্য সাসপেন্ড করার আরজি জানায়। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বলেন, "বিহার, উত্তরপ্রদেশ থেকে দিদি গোয়াতে গিয়ে বলেন গোয়ার মেয়ে। ত্রিপুরাতে গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে।" এরপরেই তিনি মমতার উদ্দেশে তাঁর পিতৃপরিচয় নিয়ে কুরুচিকর আক্রমণ করেন বলে অভিযোগ ওঠে।

অন্যদিকে, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে রিপোর্ট চাইল কমিশন। তাঁর মন্তব্যের বিরুদ্ধেও জবাব তলব করেছে কমিশন। যদিও ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় নির্বাচন কমিশন চিঠি সম্পর্কে তাঁর সঙ্গে ইটিভি ভারত যোগাযোগ করলে ফোন ধরেননি তিনি ৷ তবে, বিজেপি জেলা সভাপতি তন্ময় দাস জানিয়েছেন, "সময় চেয়ে নেওয়া হচ্ছে। আইনজীবীদের সঙ্গে কথা বলে এর উত্তর দেওয়া হবে।" জেলার রিটার্নিং অফিসার হিরণ চট্টোপাধ্যায়কে আগামিকাল বিকেলের মধ্যে রিপোর্ট চেয়েছেন ৷ আর নির্বাচন কমিশনের তরফে 29 তারিখ বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট চলব করতে হবে ৷

আরও পড়ুন:

  1. দেবকে 'সেতু চোর' তকমা দিয়ে বিক্ষোভে হিরণ
  2. শুভেন্দুকে অকথ্য ভাষায় আক্রমণ তৃণমূল নেতার, কমিশনের দৃষ্টি আকর্ষণ বিরোধী দলনেতার
  3. কমিশনের নির্দেশ, নির্বাচনী কাজে বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে বাংলার পুলিশ
Last Updated : Mar 27, 2024, 8:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.