ETV Bharat / state

ফুল বেঞ্চ আসার আগে জেলাশাসক ও এসপিদের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক

Election Commission of India: লোকসভা নির্বাচনে আর বাকি কয়েকদিন ৷ তার আগে রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ প্রস্তুতি সারতে শনিবার সবকটি জেলার ডিএম ও এসপিদের সঙ্গে বৈঠকে তড়িঘড়ি বৈঠকে বসলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ।

Election Commission of India
জাতীয় নির্বাচন কমিশন
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 11:46 AM IST

Updated : Feb 25, 2024, 9:44 AM IST

জেলাশাসক ও এসপিদের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক

কলকাতা, 24 ফেব্রুয়ারি: আগামী 3 মার্চ রাজ্যে আসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ তার আগে শেষবারের মতো সবকটি জেলার ডিএম ও এসপিদের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব । মনে করা হচ্ছে, লোকসভা নির্বাচনের আগে সবকটি জেলার প্রস্তুতি খতিয়ে দেখতে এই বৈঠক ৷ ফুল বেঞ্চ আসার আগেই তাই জেলাভিত্তিক আইন-শৃংখলা নিয়ে পুঙ্খানুপুঙ্খ হোম ওয়ার্ক সেরে রাখতে চায় নির্বাচন কমিশন ৷ 3 মার্চের আগে বেশ কিছু কাজও এগিয়ে রাখতে চায় তারা ।

সবকটি জেলাকে প্রতিদিনের পুঙ্খানুপুঙ্খ আইন-শৃংখলা বিষয়ক রিপোর্ট তৈরি করে তা নিয়মিতভাবে কমিশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে । বর্তমানে রাজ্যের আইন-শৃংখলার দিকে বিশেষ নজর রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের । তাই ফুল বেঞ্চ যে সবকটি জেলার আইন-শৃংখলা সম্পর্কিত বিস্তারিত রিপোর্ট চাইবে, তা বলাই বাহুল্য । সেজন্য আগেভাগে প্রস্তুতি সেরে রাখছে রাজ্যের জাতীয় নির্বাচন কমিশন বলে সূত্রের খবর ৷

শুক্রবারই জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, 4 মার্চের পরিবর্তে একদিন আগে অর্থাৎ 3 মার্চ রাজ্যে আসছে ফুল বেঞ্চ ৷ এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ওইদিন ৷ জানা গিয়েছে, 3-5 মার্চ পর্যন্ত রাজ্যেই থাকবে কমিশনের ফুল বেঞ্চ ৷ আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতেই রাজ্যে আসছে তারা ৷ ফুল বেঞ্চে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমারের সঙ্গে 12 জন নির্বাচনী আধিকারিকও আসছেন রাজ্যে ৷

আগামী 3 মার্চ রাজ্যে পৌঁছেই সন্ধ্যা 6-7টা পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এবং নোডাল অফিসারের সঙ্গে বৈঠকে বসবে কমিশন ৷ এরপর আগামী 4 মার্চ সকাল থেকেই দফায় দফায় চলবে বৈঠক ৷ ওই দিন সকাল 9টা 30 মিনিট থেকে বেলা 11 টা 30 মিনিট পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা রাজীব কুমার এবং অন্য আধিকারিকদের ৷ এই বৈঠকে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব-সহ কমিশনের অন্য আধিকারিকরাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷

বিজ্ঞপ্তি অনুসারে, প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে 15 মিনিট করে বৈঠক করা হবে ৷ 4 মার্চই বেলা 11টা 30 থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত সব নির্বাচনী আধিকারিক, এসপি, সিপি, ডিভিশনাল কমিশনার এবং আইজিদের সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ 5 মার্চ মঙ্গলবার সকাল 9টা 30মিনিট থেকে বেলা 11টা পর্যন্ত এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গে দফায় দফায় বৈঠক হবে ৷ এরপর সকাল 11টা থেকে 12টা পর্যন্ত রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি-র সঙ্গে বৈঠকে বসবে ফুল বেঞ্চ ৷ তারপর বেলা 12টা 30 মিনিট থেকে 1টা 30 মিনিট পর্যন্ত দু'দিনে কী কী হল এবং কতখানি কাজ এগলো- এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবে জাতীয় নির্বাচন কমিশন ৷ ওইদিনই ফুল বেঞ্চ দিল্লির উদ্দেশে রওনা দেবেন ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালিকাণ্ডে বাড়ছে উদ্বেগ, বঙ্গে কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের
  2. স্পর্শকাতর বুথের তালিকা চাইল কমিশন, চলতি মাসের শেষেই রাজ্যে আসতে পারে কেন্দ্রীয়বাহিনী
  3. 3 মার্চ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, রাজনৈতিক দল থেকে শুরু করে প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক

জেলাশাসক ও এসপিদের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক

কলকাতা, 24 ফেব্রুয়ারি: আগামী 3 মার্চ রাজ্যে আসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ তার আগে শেষবারের মতো সবকটি জেলার ডিএম ও এসপিদের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব । মনে করা হচ্ছে, লোকসভা নির্বাচনের আগে সবকটি জেলার প্রস্তুতি খতিয়ে দেখতে এই বৈঠক ৷ ফুল বেঞ্চ আসার আগেই তাই জেলাভিত্তিক আইন-শৃংখলা নিয়ে পুঙ্খানুপুঙ্খ হোম ওয়ার্ক সেরে রাখতে চায় নির্বাচন কমিশন ৷ 3 মার্চের আগে বেশ কিছু কাজও এগিয়ে রাখতে চায় তারা ।

সবকটি জেলাকে প্রতিদিনের পুঙ্খানুপুঙ্খ আইন-শৃংখলা বিষয়ক রিপোর্ট তৈরি করে তা নিয়মিতভাবে কমিশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে । বর্তমানে রাজ্যের আইন-শৃংখলার দিকে বিশেষ নজর রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের । তাই ফুল বেঞ্চ যে সবকটি জেলার আইন-শৃংখলা সম্পর্কিত বিস্তারিত রিপোর্ট চাইবে, তা বলাই বাহুল্য । সেজন্য আগেভাগে প্রস্তুতি সেরে রাখছে রাজ্যের জাতীয় নির্বাচন কমিশন বলে সূত্রের খবর ৷

শুক্রবারই জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, 4 মার্চের পরিবর্তে একদিন আগে অর্থাৎ 3 মার্চ রাজ্যে আসছে ফুল বেঞ্চ ৷ এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ওইদিন ৷ জানা গিয়েছে, 3-5 মার্চ পর্যন্ত রাজ্যেই থাকবে কমিশনের ফুল বেঞ্চ ৷ আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতেই রাজ্যে আসছে তারা ৷ ফুল বেঞ্চে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমারের সঙ্গে 12 জন নির্বাচনী আধিকারিকও আসছেন রাজ্যে ৷

আগামী 3 মার্চ রাজ্যে পৌঁছেই সন্ধ্যা 6-7টা পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এবং নোডাল অফিসারের সঙ্গে বৈঠকে বসবে কমিশন ৷ এরপর আগামী 4 মার্চ সকাল থেকেই দফায় দফায় চলবে বৈঠক ৷ ওই দিন সকাল 9টা 30 মিনিট থেকে বেলা 11 টা 30 মিনিট পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা রাজীব কুমার এবং অন্য আধিকারিকদের ৷ এই বৈঠকে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব-সহ কমিশনের অন্য আধিকারিকরাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷

বিজ্ঞপ্তি অনুসারে, প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে 15 মিনিট করে বৈঠক করা হবে ৷ 4 মার্চই বেলা 11টা 30 থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত সব নির্বাচনী আধিকারিক, এসপি, সিপি, ডিভিশনাল কমিশনার এবং আইজিদের সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ 5 মার্চ মঙ্গলবার সকাল 9টা 30মিনিট থেকে বেলা 11টা পর্যন্ত এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গে দফায় দফায় বৈঠক হবে ৷ এরপর সকাল 11টা থেকে 12টা পর্যন্ত রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি-র সঙ্গে বৈঠকে বসবে ফুল বেঞ্চ ৷ তারপর বেলা 12টা 30 মিনিট থেকে 1টা 30 মিনিট পর্যন্ত দু'দিনে কী কী হল এবং কতখানি কাজ এগলো- এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবে জাতীয় নির্বাচন কমিশন ৷ ওইদিনই ফুল বেঞ্চ দিল্লির উদ্দেশে রওনা দেবেন ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালিকাণ্ডে বাড়ছে উদ্বেগ, বঙ্গে কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের
  2. স্পর্শকাতর বুথের তালিকা চাইল কমিশন, চলতি মাসের শেষেই রাজ্যে আসতে পারে কেন্দ্রীয়বাহিনী
  3. 3 মার্চ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, রাজনৈতিক দল থেকে শুরু করে প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক
Last Updated : Feb 25, 2024, 9:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.