ETV Bharat / state

রাজ্যে 'বিবেক বদল', ডিজি হচ্ছেন সঞ্জয় মুখোপাধ্যায়

IPS Sanjay Mukharjee is new West Bengal DGP : রাজ্য পুলিশের নতুন ডিজি হচ্ছেন সঞ্জয় মুখোপাধ্যায় ৷ নির্বাচন কমিশনের তরফে জানানো হল, রাজ্য পুলিশের নতুন ডিজি 1989 ব্যাচের আইপিএস এই অফিসার

DGP WB
সঞ্জয় মুখোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 2:16 PM IST

Updated : Mar 19, 2024, 3:12 PM IST

কলকাতা, 19 মার্চ: 24 ঘণ্টার মধ্যে ফের রাজ্য পুলিশের ডিজি বদল ৷ রাজ্য পুলিশের নতুন ডিজি হচ্ছেন সঞ্জয় মুখোপাধ্যায় ৷ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, রাজ্য পুলিশের নতুন ডিজি হিসেবে দায়িত্ব নেবেন 1989 ব্যাচের এই আইপিএস অফিসার ৷ আজ বিকেল পাঁচটার মধ্যেই দায়িত্ব নিতে হবে সঞ্জয় মুখোপাধ্যায়কে ৷

এর আগে মঙ্গলবার একাধিক রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং মুখ্যসচিবের পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমারের অপসারণের নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন ৷ তার কয়েকঘণ্টার মধ্যেই চূড়ান্ত হয়ে যায় রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেলের নামও ৷ রাজ্যের তরফে সেদিনই তিন জনের নাম ডিজি-র জন্য কমিশনের কাছে পাঠানো হয় ৷ যার মধ্যে সঞ্জয় মুখোপাধ্য়ায়ের নামও ছিল ৷ তবে সেদিন অবশ্য রাজ্য পুলিশের নতুন ডিজি পদে বসানো হয় বিবেক সহায়কে ৷ কিন্তু 24 ঘণ্টার মধ্যেই ফের ডিজি পরিবর্তনের নির্দেশ দেন নির্বাচন কমিশন ৷ এদিন দুপুরে বিবেক সহায়কেও সরিয়ে রাজ্য পুলিশের ডিজি হিসেবে সঞ্জয় মুখোপাধ্য়ায়ের নামে সিলমোহর দেয় কমিশন ৷

IPS Sanjay Mukharjee
রাজ্যে 'বিবেক বদল', ডিজি হচ্ছেন সঞ্জয় মুখোপাধ্যায়

1989 ব্যাচের আইপিএস সঞ্জয় মুখোপাধ্য়ায় বর্তমানে দমকলের ডিজি-র দায়িত্বে আছেন। লোকসভা নির্বাচনের গোটা প্রক্রিয়া শেষ হচ্ছে 4 জুন। এর আগে, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি এডিজির দায়িত্ব সামলেছেন সঞ্জয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, লোকসভা নির্বাচন তাঁর তত্ত্বাবধানেই সম্পন্ন হবে। বিরোধীরা লাগাতার রাজীবের বিরোধিতা করে আসছিলেন। তাঁদের অভিযোগ ছিল, রাজ্যের শাসকদলের হয়ে কাজ করছেন রাজীব। তাই নির্বাচন কমিশনের নজরে ছিলেন রাজীব। এর আগে, বাংলায় এসেও কড়াবার্তা দিয়ে গিয়েছিল কমিশন। পক্ষপাতহীন অবস্থানের কথা বলে গিয়েছিলেন তাঁরা। তার পরই রাজীবকে সরিয়ে একদিনের জন্য বিবেককে দায়িত্বে আনা হয়।

রাজীব কুমারকে অপসারণের পর রাজ্যের কাছে নয়া ডিজি হিসেবে কয়েকজনের নাম চেয়ে পাঠানো হয় কমিশনের তরফে ৷ রাজ্যের তরফে বিবেক সহায়ের সঙ্গেই সঞ্জয় মুখোপাধ্যায় ও রাজেশ কুমারের নাম প্রস্তাব করা হয়েছিল ৷ সোমবারই ডিজি হিসেবে বেছে নেওয়া হয়েছিল বিবেক সহায়কে ৷ রাজীব কুমারকে দেওয়া হয় তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব ৷ যদিও বিবেক সহায়কেও রাখতে ডিজি পদে চাইল না কমিশন ৷ 2021 রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় রাজ্য সিকিউরিটির ডিজি ছিলেন বিবেক সহায় ৷ কিন্তু সে সময় নন্দীগ্রামে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায় চোট পাওয়ার পর বিবেক সহায়কে সাসপেন্ড করেছিল নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল বিবেক সহায়, নতুন দায়িত্বে রাজীব কুমার

কলকাতা, 19 মার্চ: 24 ঘণ্টার মধ্যে ফের রাজ্য পুলিশের ডিজি বদল ৷ রাজ্য পুলিশের নতুন ডিজি হচ্ছেন সঞ্জয় মুখোপাধ্যায় ৷ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, রাজ্য পুলিশের নতুন ডিজি হিসেবে দায়িত্ব নেবেন 1989 ব্যাচের এই আইপিএস অফিসার ৷ আজ বিকেল পাঁচটার মধ্যেই দায়িত্ব নিতে হবে সঞ্জয় মুখোপাধ্যায়কে ৷

এর আগে মঙ্গলবার একাধিক রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং মুখ্যসচিবের পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমারের অপসারণের নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন ৷ তার কয়েকঘণ্টার মধ্যেই চূড়ান্ত হয়ে যায় রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেলের নামও ৷ রাজ্যের তরফে সেদিনই তিন জনের নাম ডিজি-র জন্য কমিশনের কাছে পাঠানো হয় ৷ যার মধ্যে সঞ্জয় মুখোপাধ্য়ায়ের নামও ছিল ৷ তবে সেদিন অবশ্য রাজ্য পুলিশের নতুন ডিজি পদে বসানো হয় বিবেক সহায়কে ৷ কিন্তু 24 ঘণ্টার মধ্যেই ফের ডিজি পরিবর্তনের নির্দেশ দেন নির্বাচন কমিশন ৷ এদিন দুপুরে বিবেক সহায়কেও সরিয়ে রাজ্য পুলিশের ডিজি হিসেবে সঞ্জয় মুখোপাধ্য়ায়ের নামে সিলমোহর দেয় কমিশন ৷

IPS Sanjay Mukharjee
রাজ্যে 'বিবেক বদল', ডিজি হচ্ছেন সঞ্জয় মুখোপাধ্যায়

1989 ব্যাচের আইপিএস সঞ্জয় মুখোপাধ্য়ায় বর্তমানে দমকলের ডিজি-র দায়িত্বে আছেন। লোকসভা নির্বাচনের গোটা প্রক্রিয়া শেষ হচ্ছে 4 জুন। এর আগে, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি এডিজির দায়িত্ব সামলেছেন সঞ্জয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, লোকসভা নির্বাচন তাঁর তত্ত্বাবধানেই সম্পন্ন হবে। বিরোধীরা লাগাতার রাজীবের বিরোধিতা করে আসছিলেন। তাঁদের অভিযোগ ছিল, রাজ্যের শাসকদলের হয়ে কাজ করছেন রাজীব। তাই নির্বাচন কমিশনের নজরে ছিলেন রাজীব। এর আগে, বাংলায় এসেও কড়াবার্তা দিয়ে গিয়েছিল কমিশন। পক্ষপাতহীন অবস্থানের কথা বলে গিয়েছিলেন তাঁরা। তার পরই রাজীবকে সরিয়ে একদিনের জন্য বিবেককে দায়িত্বে আনা হয়।

রাজীব কুমারকে অপসারণের পর রাজ্যের কাছে নয়া ডিজি হিসেবে কয়েকজনের নাম চেয়ে পাঠানো হয় কমিশনের তরফে ৷ রাজ্যের তরফে বিবেক সহায়ের সঙ্গেই সঞ্জয় মুখোপাধ্যায় ও রাজেশ কুমারের নাম প্রস্তাব করা হয়েছিল ৷ সোমবারই ডিজি হিসেবে বেছে নেওয়া হয়েছিল বিবেক সহায়কে ৷ রাজীব কুমারকে দেওয়া হয় তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব ৷ যদিও বিবেক সহায়কেও রাখতে ডিজি পদে চাইল না কমিশন ৷ 2021 রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় রাজ্য সিকিউরিটির ডিজি ছিলেন বিবেক সহায় ৷ কিন্তু সে সময় নন্দীগ্রামে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায় চোট পাওয়ার পর বিবেক সহায়কে সাসপেন্ড করেছিল নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল বিবেক সহায়, নতুন দায়িত্বে রাজীব কুমার

Last Updated : Mar 19, 2024, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.