ETV Bharat / state

রাতভর বৃষ্টি! খারাপ আবহাওয়ায় নামল না কপ্টার, দার্জিলিঙে ফোনেই বার্তা দিলেন শাহ - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Amit Shah Campaign Cancelled: রবিবার দার্জিলিংয়ে জনসভা করবেন অমিত শাহ ৷ এমনটাই কথা ছিল ৷ কিন্তু তা হল না ৷ বাগডোগরা থেকে রওনা দিয়েও পাহাড়ে পৌঁছতে পারলেন না তিনি ৷

Lok Sabha Election
অমিত শাহের জনসভা বাতিল
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 1:26 PM IST

Updated : Apr 21, 2024, 1:38 PM IST

দার্জিলিং, 21 এপ্রিল: খারাপ আবহাওয়ার কারণে বাতিল হল দার্জিলিংয়ে অমিত শাহের জনসভা ৷ রবিবার দার্জিলিংয়ের লেবংয়ে গোর্খা ময়দানে দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে জনসভা করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ৷ সেইমতো শনিবার রাতেই বিশেষ বিমানে শিলিগুড়িতে পৌঁছন তিনি ৷ শিলিগুড়ি সংলগ্ন সুকনায় একটি হোটেলে রাত্রিবাস করেন ৷ এদিকে রাতভর বৃষ্টি চলে পাহাড়ে ৷ তবে সশরীরে পৌঁছতে না পারলেও জনসভায় ফোনে বার্তা দেন অমিত শাহ ৷

রবিবার সকাল থেকে মেঘাচ্ছন্ন পাহাড়ে ৷ অমিত শাহের প্রস্তাবিত সভার সময় প্রথমে এগারোটা ছিল ৷ প্রতিকূল আবহাওয়ার কারণে তা পিছিয়ে সাড়ে বারোটা করা হয় ৷ সুকনার সেই হোটেল থেকে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন অমিত শাহ ৷ বিমানবন্দরের আলফা জোন থেকে হেলিকপ্টারে ওঠেন ৷ হেলিকপ্টারটি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলেও আকাশে বেশ কয়েকবার পাক খেয়ে বিমানবন্দরেই ফিরে আসে ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি দার্জিলিংয়ে যেতে পারেনি ৷ এই পরিস্থিতিতে পাহাড়ে অবতরণ না-করে অমিত শাহ বিহারের কাটিহারের উদ্দেশ্যে রওনা দেন ৷

26 এপ্রিল দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে ভোট হবে ৷ প্রথম দফার মতো এই দফার তিনটি আসনও বিজেপির দখলে ৷ যে সময় রাজ্যে সরকার পরিবর্তন হয়, তারও আগে থেকে দার্জিলিং ছিল বিজেপির শক্তিশালী ঘাঁটি ৷ 2009 সালে এই কেন্দ্রে জয়ী হন বিজেপির যশবন্ত সিং ৷ এরপর 2014 সালে দার্জিলিং লোকসভায় জয়ী হন বিজেপির এস এস আলুওয়ালিয়া ৷ তারপর 2019 সালেও এই কেন্দ্রে বিজেপির আধিপত্য বজায় রাখেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা ৷ তিনি তৃণমূলের অমর সিং রাইকে পরাজিত করেন ৷ এবারও দার্জিলিংয়ে রাজু বিস্তাকেই প্রার্থী করেছে বিজেপি ৷ তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী গোপাল লামা এবং কংগ্রেসের প্রার্থী ডঃ মুনীশ তামাং ৷ তাই এখানে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল ৷

আরও পড়ুন:

  1. বিজয় মুহূর্তের সূচনা, মনোনয়ন জমা দিয়ে বললেন অমিত শাহ
  2. দুর্নীতি রোধে সরকার গঠনের ডাক শাহের, পালটা কুণাল বললেন; 'তৃণমূলের পক্ষেই মানুষ'

দার্জিলিং, 21 এপ্রিল: খারাপ আবহাওয়ার কারণে বাতিল হল দার্জিলিংয়ে অমিত শাহের জনসভা ৷ রবিবার দার্জিলিংয়ের লেবংয়ে গোর্খা ময়দানে দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে জনসভা করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ৷ সেইমতো শনিবার রাতেই বিশেষ বিমানে শিলিগুড়িতে পৌঁছন তিনি ৷ শিলিগুড়ি সংলগ্ন সুকনায় একটি হোটেলে রাত্রিবাস করেন ৷ এদিকে রাতভর বৃষ্টি চলে পাহাড়ে ৷ তবে সশরীরে পৌঁছতে না পারলেও জনসভায় ফোনে বার্তা দেন অমিত শাহ ৷

রবিবার সকাল থেকে মেঘাচ্ছন্ন পাহাড়ে ৷ অমিত শাহের প্রস্তাবিত সভার সময় প্রথমে এগারোটা ছিল ৷ প্রতিকূল আবহাওয়ার কারণে তা পিছিয়ে সাড়ে বারোটা করা হয় ৷ সুকনার সেই হোটেল থেকে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন অমিত শাহ ৷ বিমানবন্দরের আলফা জোন থেকে হেলিকপ্টারে ওঠেন ৷ হেলিকপ্টারটি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলেও আকাশে বেশ কয়েকবার পাক খেয়ে বিমানবন্দরেই ফিরে আসে ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি দার্জিলিংয়ে যেতে পারেনি ৷ এই পরিস্থিতিতে পাহাড়ে অবতরণ না-করে অমিত শাহ বিহারের কাটিহারের উদ্দেশ্যে রওনা দেন ৷

26 এপ্রিল দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে ভোট হবে ৷ প্রথম দফার মতো এই দফার তিনটি আসনও বিজেপির দখলে ৷ যে সময় রাজ্যে সরকার পরিবর্তন হয়, তারও আগে থেকে দার্জিলিং ছিল বিজেপির শক্তিশালী ঘাঁটি ৷ 2009 সালে এই কেন্দ্রে জয়ী হন বিজেপির যশবন্ত সিং ৷ এরপর 2014 সালে দার্জিলিং লোকসভায় জয়ী হন বিজেপির এস এস আলুওয়ালিয়া ৷ তারপর 2019 সালেও এই কেন্দ্রে বিজেপির আধিপত্য বজায় রাখেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা ৷ তিনি তৃণমূলের অমর সিং রাইকে পরাজিত করেন ৷ এবারও দার্জিলিংয়ে রাজু বিস্তাকেই প্রার্থী করেছে বিজেপি ৷ তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী গোপাল লামা এবং কংগ্রেসের প্রার্থী ডঃ মুনীশ তামাং ৷ তাই এখানে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল ৷

আরও পড়ুন:

  1. বিজয় মুহূর্তের সূচনা, মনোনয়ন জমা দিয়ে বললেন অমিত শাহ
  2. দুর্নীতি রোধে সরকার গঠনের ডাক শাহের, পালটা কুণাল বললেন; 'তৃণমূলের পক্ষেই মানুষ'
Last Updated : Apr 21, 2024, 1:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.