ETV Bharat / state

জোকার আবাসনের পাঁচতলা বিল্ডিং থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু ! তদন্তে পুলিশ - Elderly Man Death - ELDERLY MAN DEATH

Elderly Man Death: আবাসনের পাঁচতলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের ৷ 65 বছরের বিকাশকুমার সিনহা ঝাঁপ দিয়েছে বলে অভিযোগ ৷ ঘটনার তদন্তে নেমেছে হরিদেবপুর থানার পুলিশ ৷

Elderly Man Death
পাঁচতলা বিল্ডিং থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 8, 2024, 3:49 PM IST

কলকাতা, 8 অগস্ট: আবাসনের পাঁচতলা বিল্ডিং থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হরিদেবপুর থানা এলাকার জোকার একটি আবাসনে ৷ মৃতের নাম বিকাশকুমার সিনহা ৷ বয়স 65 বছর ৷ বৃদ্ধ বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছে বলে অভিযোগ ৷ আত্মহত্যা না মৃত্যুর পিছনে অন্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ ৷

জানা গিয়েছে, মেয়ের সঙ্গে জোকার ওই আবাসনের 16 নম্বর টাওয়ারের পাঁচতলায় ভাড়া থাকতেন বৃদ্ধ । ক্যানসারের রোগী ছিলেন তিনি ৷ গত দু'মাস আগে দাঁতে অস্ত্রোপচার হয়েছিল তাঁর । আজ সকাল সাড়ে ছটা নাগাদ ওই আবাসনের বারান্দা থেকে তাঁকে নীচে পড়ে যেতে দেখেন বাসিন্দারা । সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ ৷ বৃদ্ধের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ ৷ তবে এই ঘটনার বিষয়ে মৃতের পরিবারের কেউ কিছু বলতে চাননি ৷ এই ঘটনায় ওই আবাসনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷

উল্লেখ্য, এর আগে হরিদেবপুরে একাধিক অপরাধের ঘটনা ঘটেছে ৷ এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ ওঠে । ঘটনাটি ঘটেছিল হরিদেবপুর থানা এলাকার বড়বাগানে । যে ব্যক্তিকে রাস্তায় ফেলে কোপানোর চেষ্টা হয়েছিল তাঁর নাম সঞ্চায়ন বিশ্বাস (45) । ঘটনাকে ঘিরে এলাকাতে ছড়িয়েছিল তীব্র চাঞ্চল্য । এছাড়া, হরিদেবপুর থানা এলাকায় পূর্ব পরিচিতির সুযোগ নিয়ে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল এক নাবালকের বিরুদ্ধে ৷ ঘটনায় মদত দেওয়ার অভিযোগ ওঠে নাবালকের মায়ের বিরুদ্ধে ৷

কলকাতা, 8 অগস্ট: আবাসনের পাঁচতলা বিল্ডিং থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হরিদেবপুর থানা এলাকার জোকার একটি আবাসনে ৷ মৃতের নাম বিকাশকুমার সিনহা ৷ বয়স 65 বছর ৷ বৃদ্ধ বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছে বলে অভিযোগ ৷ আত্মহত্যা না মৃত্যুর পিছনে অন্য কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ ৷

জানা গিয়েছে, মেয়ের সঙ্গে জোকার ওই আবাসনের 16 নম্বর টাওয়ারের পাঁচতলায় ভাড়া থাকতেন বৃদ্ধ । ক্যানসারের রোগী ছিলেন তিনি ৷ গত দু'মাস আগে দাঁতে অস্ত্রোপচার হয়েছিল তাঁর । আজ সকাল সাড়ে ছটা নাগাদ ওই আবাসনের বারান্দা থেকে তাঁকে নীচে পড়ে যেতে দেখেন বাসিন্দারা । সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ ৷ বৃদ্ধের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ ৷ তবে এই ঘটনার বিষয়ে মৃতের পরিবারের কেউ কিছু বলতে চাননি ৷ এই ঘটনায় ওই আবাসনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷

উল্লেখ্য, এর আগে হরিদেবপুরে একাধিক অপরাধের ঘটনা ঘটেছে ৷ এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ ওঠে । ঘটনাটি ঘটেছিল হরিদেবপুর থানা এলাকার বড়বাগানে । যে ব্যক্তিকে রাস্তায় ফেলে কোপানোর চেষ্টা হয়েছিল তাঁর নাম সঞ্চায়ন বিশ্বাস (45) । ঘটনাকে ঘিরে এলাকাতে ছড়িয়েছিল তীব্র চাঞ্চল্য । এছাড়া, হরিদেবপুর থানা এলাকায় পূর্ব পরিচিতির সুযোগ নিয়ে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল এক নাবালকের বিরুদ্ধে ৷ ঘটনায় মদত দেওয়ার অভিযোগ ওঠে নাবালকের মায়ের বিরুদ্ধে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.