ETV Bharat / state

ক্লাস শুরুর আগেই ব়্যাগিং রুখতে কড়া বার্তা শিক্ষামন্ত্রীর - Bratya Basu - BRATYA BASU

Bratya Basu Strong Message for Ragging: কলেজ, বিশ্ববিদ্য়ালয়ে ভর্তি শুরু হতেই কড়া হাতে ব়্যাগিং মোকাবিলায় তৎপর শিক্ষা দফতর ৷ সিনিয়র, জুনিয়রদের মধ্যে মেলবন্ধনেরও বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ৷

Bratya Basu Strong Message
ব়্যাগিং রুখতে কড়া বার্তা শিক্ষামন্ত্রীর (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 3, 2024, 5:23 PM IST

কলকাতা, 3 অগস্ট: আগামী 7 তারিখ থেকে রাজ্যের সরকারি ও সরকার অধিকৃত সব কলেজগুলিতে শুরু হচ্ছে প্রথম বর্ষের ক্লাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই বিজ্ঞান বিষয়ের পড়ুয়ারা ভর্তি হয়ে গিয়েছেন। কিছুদিনের মধ্যে প্রবেশ করতে চলছেন কলা এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়ারা। তবে এসবের আগে ব়্যাগিং নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জুনিয়র ও সিনিয়র সব পড়ুয়াদেরই এই নিয়ে সতর্কও করলেন তিনি।

ব়্যাগিং রুখতে কড়া বার্তা শিক্ষামন্ত্রীর (ইটিভি ভারত)

শনিবার স্কটিশ চার্চ কলেজের একটি অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ব়্যাগিং একটা ব্যাধি। এই ব্যাধি নির্মূলের জন্য রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কঠোর হাতে ব্যবস্থা নিচ্ছে। আমি সিনিয়রদের বলছি জুনিয়রদের ভালবাসুন। আর জুনিয়রদের বলব সিনিয়রদের ভালবাসুন আর সম্মান করুন।" এর সঙ্গে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নয়া ব্যবস্থা নিয়ে বলেন, "যাদবপুরের বর্তমান যিনি অস্থায়ী উপাচার্য আছেন তিনি একাধিক ব্যবস্থা নিয়েছেন। প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগও রেখেছেন।"

প্রসঙ্গত, গতবছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ঘটনা। 9 অগস্ট মৃত্যু হয়েছিল বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রের।হস্টেলে সিনিয়রদের ব়্যাগিংয়ের জেরেই তার মৃত্যু হয় বলে অভিযোগ। তবে শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, এই ব়্যাগিংয়ের অভিযোগে অতীতে মৃত্যু হয়েছে ভিন্ন রাজ্যের একাধিক পড়ুয়ারও। তাই এই বছর প্রথম থেকেই কড়া হাতে ব্যবস্থা নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। একাধিক নতুন ব্যবস্থা তাঁরা করেছেন প্রথম এবং দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের জন্য।

শুধু হস্টেল না, ক্যাম্পাসেও কোনও পড়ুয়ার যাতে সমস্যা না হয়, সেই দিকও চলবে নজরদারি। উল্লেখ্য, গত 25 জুলাই আবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উঠেছিল ব়্যাগিংয়ের অভিযোগ। কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের সান্ধ্য বিভাগের ছাত্রকে ব়্যাগিং করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। অভিযোগের তির ফের বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের দিকে। বর্তমানে ওই ছাত্র ভর্তি রয়েছেন কেপিসি মেডিক্যাল কলেজে।

কলকাতা, 3 অগস্ট: আগামী 7 তারিখ থেকে রাজ্যের সরকারি ও সরকার অধিকৃত সব কলেজগুলিতে শুরু হচ্ছে প্রথম বর্ষের ক্লাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই বিজ্ঞান বিষয়ের পড়ুয়ারা ভর্তি হয়ে গিয়েছেন। কিছুদিনের মধ্যে প্রবেশ করতে চলছেন কলা এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়ারা। তবে এসবের আগে ব়্যাগিং নিয়ে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জুনিয়র ও সিনিয়র সব পড়ুয়াদেরই এই নিয়ে সতর্কও করলেন তিনি।

ব়্যাগিং রুখতে কড়া বার্তা শিক্ষামন্ত্রীর (ইটিভি ভারত)

শনিবার স্কটিশ চার্চ কলেজের একটি অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ব়্যাগিং একটা ব্যাধি। এই ব্যাধি নির্মূলের জন্য রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কঠোর হাতে ব্যবস্থা নিচ্ছে। আমি সিনিয়রদের বলছি জুনিয়রদের ভালবাসুন। আর জুনিয়রদের বলব সিনিয়রদের ভালবাসুন আর সম্মান করুন।" এর সঙ্গে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নয়া ব্যবস্থা নিয়ে বলেন, "যাদবপুরের বর্তমান যিনি অস্থায়ী উপাচার্য আছেন তিনি একাধিক ব্যবস্থা নিয়েছেন। প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগও রেখেছেন।"

প্রসঙ্গত, গতবছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ঘটনা। 9 অগস্ট মৃত্যু হয়েছিল বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রের।হস্টেলে সিনিয়রদের ব়্যাগিংয়ের জেরেই তার মৃত্যু হয় বলে অভিযোগ। তবে শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, এই ব়্যাগিংয়ের অভিযোগে অতীতে মৃত্যু হয়েছে ভিন্ন রাজ্যের একাধিক পড়ুয়ারও। তাই এই বছর প্রথম থেকেই কড়া হাতে ব্যবস্থা নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। একাধিক নতুন ব্যবস্থা তাঁরা করেছেন প্রথম এবং দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের জন্য।

শুধু হস্টেল না, ক্যাম্পাসেও কোনও পড়ুয়ার যাতে সমস্যা না হয়, সেই দিকও চলবে নজরদারি। উল্লেখ্য, গত 25 জুলাই আবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উঠেছিল ব়্যাগিংয়ের অভিযোগ। কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের সান্ধ্য বিভাগের ছাত্রকে ব়্যাগিং করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। অভিযোগের তির ফের বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের দিকে। বর্তমানে ওই ছাত্র ভর্তি রয়েছেন কেপিসি মেডিক্যাল কলেজে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.