কলকাতা, 2 মার্চ: রাজ্যে রেশন দুর্নীতি মামলায় এবার দ্বিতীয় চার্জশিট পেশ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শংকর আঢ্য এবং তাঁর বিভিন্ন ফরেক্স সংস্থার বিরুদ্ধে চার্জশিট দেবে ইডি । এমনটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর ৷ জানা গিয়েছে, আগামী মঙ্গলবার এই চার্জশিট জমা দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ইডি সূত্রে আরও খবর, রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত শংকর আঢ্য ছাড়াও তাঁর পরিবারের আরও কয়েকজনের নাম চার্জশিটে উল্লেখ থাকতে পারে । রেশন দুর্নীতির টাকা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত থেকে কীভাবে শংকরের মাধ্যমে বিদেশে পাচার হয়েছে, তার বিস্তারিত তথ্যের উল্লেখ থাকবে সেই চার্জশিটে। এছাড়াও তদন্তে নেমে ইডি জানতে পারে দুবাইয়ে একটি সংস্থায় রেশন দুর্নীতির টাকা লগ্নি করা হয়েছে ৷ চার্জশিটে সংশ্লিষ্ট সংস্থার নামও থাকবে বলে সূত্রের দাবি।
প্রসঙ্গত, এর আগে জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানের বিরুদ্ধে রেশন দুর্নীতি মামালায় আদালতে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার এই মামলায় দ্বিতীয় চার্জশিট আগামী মঙ্গলবারের মধ্যেই জমা দিতে চলেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের দাবি, রাজ্যের রেশন দুর্নীতিকাণ্ডে বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে এবং তাঁর অফিস ও বাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছেন তাঁরা ৷ সেই নথি ঘেটে তদন্তকারীরা জানতে পেরেছেন অন্তত 20 হাজার কোটি টাকা রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই বিদেশে পাচার হয়েছে । সেই টাকা শংকর আঢ্যের নামে বিদেশে পাচার করা হয়েছে । সেই সূত্র ধরেই শংকরকে গ্রেফতার করেছেন ইডি আধিকারিকরা । এবার তাই চার্জশিটে প্রথমেই নাম থাকছে শংকর আঢ্যের।
আরও পড়ুন: