ETV Bharat / state

নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বিদেশ থেকে ইডির ডাক পেতে চলেছেন পার্থের আত্মীয়রা - recruitment corruption case

Recruitment corruption case: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এ বার বিদেশ থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডাক পেতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়রা ৷ বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 1:05 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি: এ বার বিদেশে বসবাসকারী পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক আত্মীয়কে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিদেশের কারওকে জিজ্ঞাসাবাদের জন্য ইডির নোটিশ পাঠিয়ে কলকাতায় তলবের ঘটনা এ রাজ্যে এই প্রথম ঘটতে চলেছে ৷

এর আগে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে একাধিকবার ইডি অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য পাওয়ার পরেই 'ইম্প্রলাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড' নামে একটি নয়া সংস্থার নাম জানতে পারেন তদন্তকারীরা । ইডি সূত্রের খবর, সংশ্লিষ্ট সংস্থায় একটি সময় ডিরেক্টর পদে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার রাজীব দে । যাঁর বাড়িতে আজ তল্লাশি চালানো হচ্ছে ।

সেই সময় সংস্থায় আরও এক ডিরেক্টর ছিলেন পার্থর স্ত্রী বাবলি চট্টোপাধ্যায় । কিন্তু 2020 সালে বাবলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর পার্থর জামাই কল্যাণময় এবং তাঁর মামা কৃষ্ণচন্দ্র অধিকারী ওই সংস্থার ডিরেক্টর পদে আসীন হন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন । ঘটনাচক্রে এঁরা কেউই এখন দেশে নেই বলে খবর ৷ ফলে বিদেশেই তাঁদের নোটিশ পাঠিয়ে তলব করার কথা ভাবছে ইডি ৷

এই রাজীব দে-ই কি পার্থর প্রয়াত স্ত্রী বাবলি ও তাঁর জামাইকে সামনে রেখে দুর্নীতির গোটা জাল বিছিয়েছিলেন ? আর সেই টাকার একটি অংশ কি রাজীব নিজের প্রোমোটিংয়ের ব্যবসায় লগ্নি করেছেন ? এই সব প্রশ্নের জবাব পেতেই আজ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে রাজীব দে নামে ওই প্রোমোটারের বাড়িতে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা ।

এর আগে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ৷ তাঁকে ধীরে ধীরে জেরা করে, একে একে নতুন নতুন নাম জানতে পারেন ইডির তদন্তকারী আধিকারিকরা । কেন্দ্রীয় তদন্তকারীদের জালে ধরা পড়তে থাকেন এসএসসি-র একাধিক আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব । নিয়োগ দুর্নীতি কাণ্ডের সমান্তরাল তদন্ত করছে ইডি এবং সিবিআই ।

আরও পড়ুন:

  1. নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা
  2. নিয়মিত যাচ্ছেন সংশোধনাগারের গ্রন্থাগারে, আধ্যাত্মিক বইয়ে মন মজেছে পার্থর
  3. পার্থ-যোগের অভিযোগ, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় বাপ্পাদিত্যকে তলব ইডির

কলকাতা, 16 ফেব্রুয়ারি: এ বার বিদেশে বসবাসকারী পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক আত্মীয়কে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিদেশের কারওকে জিজ্ঞাসাবাদের জন্য ইডির নোটিশ পাঠিয়ে কলকাতায় তলবের ঘটনা এ রাজ্যে এই প্রথম ঘটতে চলেছে ৷

এর আগে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে একাধিকবার ইডি অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য পাওয়ার পরেই 'ইম্প্রলাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড' নামে একটি নয়া সংস্থার নাম জানতে পারেন তদন্তকারীরা । ইডি সূত্রের খবর, সংশ্লিষ্ট সংস্থায় একটি সময় ডিরেক্টর পদে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার রাজীব দে । যাঁর বাড়িতে আজ তল্লাশি চালানো হচ্ছে ।

সেই সময় সংস্থায় আরও এক ডিরেক্টর ছিলেন পার্থর স্ত্রী বাবলি চট্টোপাধ্যায় । কিন্তু 2020 সালে বাবলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর পার্থর জামাই কল্যাণময় এবং তাঁর মামা কৃষ্ণচন্দ্র অধিকারী ওই সংস্থার ডিরেক্টর পদে আসীন হন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন । ঘটনাচক্রে এঁরা কেউই এখন দেশে নেই বলে খবর ৷ ফলে বিদেশেই তাঁদের নোটিশ পাঠিয়ে তলব করার কথা ভাবছে ইডি ৷

এই রাজীব দে-ই কি পার্থর প্রয়াত স্ত্রী বাবলি ও তাঁর জামাইকে সামনে রেখে দুর্নীতির গোটা জাল বিছিয়েছিলেন ? আর সেই টাকার একটি অংশ কি রাজীব নিজের প্রোমোটিংয়ের ব্যবসায় লগ্নি করেছেন ? এই সব প্রশ্নের জবাব পেতেই আজ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে রাজীব দে নামে ওই প্রোমোটারের বাড়িতে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা ।

এর আগে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ৷ তাঁকে ধীরে ধীরে জেরা করে, একে একে নতুন নতুন নাম জানতে পারেন ইডির তদন্তকারী আধিকারিকরা । কেন্দ্রীয় তদন্তকারীদের জালে ধরা পড়তে থাকেন এসএসসি-র একাধিক আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব । নিয়োগ দুর্নীতি কাণ্ডের সমান্তরাল তদন্ত করছে ইডি এবং সিবিআই ।

আরও পড়ুন:

  1. নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা
  2. নিয়মিত যাচ্ছেন সংশোধনাগারের গ্রন্থাগারে, আধ্যাত্মিক বইয়ে মন মজেছে পার্থর
  3. পার্থ-যোগের অভিযোগ, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় বাপ্পাদিত্যকে তলব ইডির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.