ETV Bharat / state

নিয়োগ দুর্নীতি মামলা, শান্তিপ্রসাদ ও প্রসন্নর সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে ইডি - SSC Recruitment Scam - SSC RECRUITMENT SCAM

SSC Recruitment Scam: রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 230 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছেন ইডি আধিকারিকরা ৷ এগুলি অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহা এবং প্রসন্ন রায়ের সম্পত্তি বলে সূত্রের খবর ৷

Enforcement Directorate
Enforcement Directorate
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 10:26 AM IST

কলকাতা, 13 এপ্রিল: রাজ্যে শিক্ষক(এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় দুই অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহা এবং প্রসন্ন রায়ের বেশ কিছু সম্পত্তি এবার বাজেয়াপ্ত করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । ইডি সূত্রে খবর, প্রাথমিকভাবে 230 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করবেন তদন্তকারী আধিকারিকেরা । বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির তালিকায় রয়েছে তাঁদের বেশ কিছু জমি এবং ফ্ল্যাট ও গাড়ি বলে ইডি সূত্রের খবর ।

গত 19 ফেব্রুয়ারি রাতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্ন রায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । এর আগে একই মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি । নিউটাউনে একটি রংয়ের দোকান থেকে শুরু করে পরে একজন সফল ব্যবসায়ী হন এই প্রসন্ন রায়। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ওঠাবসা ছিল বলে জানা যায়। সেই পরিচয়কে কাজে লাগিয়ে এলাকায় দাপট দেখাতেন তিনি ৷ তবে একলহমায় সব দাপট কমে যায় যখন রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে প্রথম তিনি গ্রেফতার হন। পরে অবশ্য জামিনে মুক্তি পেয়ে যান।

প্রথমে ইডি আদালতে জানিয়েছিল, প্রসন্ন রায় শিক্ষা দফতরের আধিকারিক এবং অযোগ্য প্রার্থীদের মধ্যে সেতু হিসাবে কাজ করতেন । অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে ভুয়ো নিয়োগপত্র দিতেন । সূত্রের খবর, প্রসন্ন রায় রাজ্যে একজন এজেন্ট হিসেবে কাজ করতেন । ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা দাবি করেন যে প্রসন্ন রায় নিয়োগ দুর্নীতি মামলায় একাই 100 কোটি টাকা তুলেছেন। এছাড়া, প্রসন্নের বিরুদ্ধে ওএমআর শিট নিয়ে কারচুপির অভিযোগও তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

গত ফেব্রুয়ারি মাসে আদালতে ইডি লিখিত আকারে জানায়, প্রসন্নের নামে 100টির বেশি সংস্থা রয়েছে । তিনি একাই 200টির বেশি অ্যাকাউন্টের মালিক অথবা নিয়ন্ত্রক । প্রসন্ন বিপুল পরিমাণ সম্পত্তি কিনেছেন বলেও দাবি করে ইডি । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানায়, ওই সমস্ত সম্পত্তি কেনা হয়েছে অত্যন্ত কম দামে । তদন্তকারীরা জানতে পারেন, সিবিআইয়ের হেফাজত থেকে বেরিয়ে কলকাতায় ফ্ল্যাটে এসে নিজের স্থাবর, অস্থাবর ও অন্যান্য সম্পত্তি চুপিসারে বিক্রি করতে চেয়েছিলেন প্রসন্ন রায় ।

দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদ সিনহারও একাধিক সম্পত্তি রয়েছে সেগুলিও বাজেয়াপ্ত করতে চাইছে ইডি। এসপি সিনহাকে প্রথমে গ্রেফতার করে সিবিআই। পরে তিনি জামিন পান। শান্তিপ্রসাদ সিনহা ছিলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা । তিনিও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।

আরও পড়ুন:

  1. দু'টি বাড়ি-সহ জ্যোতিপ্রিয়র 48টি সম্পত্তি বাজেয়াপ্ত ইডি'র, বালুর ওজন কমে 37 কেজি
  2. এজেন্ট হিসেবে কমিশন নিয়ে 100 কোটি টাকা পকেটে ঢুকিয়েছিল প্রসন্ন, দাবি ইডি'র
  3. নিয়োগ দূর্নীতি কাণ্ড, ইডি-র হাতে গ্রেফতার শান্তিপ্রসাদ সিনহা

কলকাতা, 13 এপ্রিল: রাজ্যে শিক্ষক(এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় দুই অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহা এবং প্রসন্ন রায়ের বেশ কিছু সম্পত্তি এবার বাজেয়াপ্ত করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । ইডি সূত্রে খবর, প্রাথমিকভাবে 230 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করবেন তদন্তকারী আধিকারিকেরা । বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির তালিকায় রয়েছে তাঁদের বেশ কিছু জমি এবং ফ্ল্যাট ও গাড়ি বলে ইডি সূত্রের খবর ।

গত 19 ফেব্রুয়ারি রাতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্ন রায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । এর আগে একই মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি । নিউটাউনে একটি রংয়ের দোকান থেকে শুরু করে পরে একজন সফল ব্যবসায়ী হন এই প্রসন্ন রায়। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ওঠাবসা ছিল বলে জানা যায়। সেই পরিচয়কে কাজে লাগিয়ে এলাকায় দাপট দেখাতেন তিনি ৷ তবে একলহমায় সব দাপট কমে যায় যখন রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে প্রথম তিনি গ্রেফতার হন। পরে অবশ্য জামিনে মুক্তি পেয়ে যান।

প্রথমে ইডি আদালতে জানিয়েছিল, প্রসন্ন রায় শিক্ষা দফতরের আধিকারিক এবং অযোগ্য প্রার্থীদের মধ্যে সেতু হিসাবে কাজ করতেন । অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে ভুয়ো নিয়োগপত্র দিতেন । সূত্রের খবর, প্রসন্ন রায় রাজ্যে একজন এজেন্ট হিসেবে কাজ করতেন । ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা দাবি করেন যে প্রসন্ন রায় নিয়োগ দুর্নীতি মামলায় একাই 100 কোটি টাকা তুলেছেন। এছাড়া, প্রসন্নের বিরুদ্ধে ওএমআর শিট নিয়ে কারচুপির অভিযোগও তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

গত ফেব্রুয়ারি মাসে আদালতে ইডি লিখিত আকারে জানায়, প্রসন্নের নামে 100টির বেশি সংস্থা রয়েছে । তিনি একাই 200টির বেশি অ্যাকাউন্টের মালিক অথবা নিয়ন্ত্রক । প্রসন্ন বিপুল পরিমাণ সম্পত্তি কিনেছেন বলেও দাবি করে ইডি । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানায়, ওই সমস্ত সম্পত্তি কেনা হয়েছে অত্যন্ত কম দামে । তদন্তকারীরা জানতে পারেন, সিবিআইয়ের হেফাজত থেকে বেরিয়ে কলকাতায় ফ্ল্যাটে এসে নিজের স্থাবর, অস্থাবর ও অন্যান্য সম্পত্তি চুপিসারে বিক্রি করতে চেয়েছিলেন প্রসন্ন রায় ।

দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদ সিনহারও একাধিক সম্পত্তি রয়েছে সেগুলিও বাজেয়াপ্ত করতে চাইছে ইডি। এসপি সিনহাকে প্রথমে গ্রেফতার করে সিবিআই। পরে তিনি জামিন পান। শান্তিপ্রসাদ সিনহা ছিলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা । তিনিও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।

আরও পড়ুন:

  1. দু'টি বাড়ি-সহ জ্যোতিপ্রিয়র 48টি সম্পত্তি বাজেয়াপ্ত ইডি'র, বালুর ওজন কমে 37 কেজি
  2. এজেন্ট হিসেবে কমিশন নিয়ে 100 কোটি টাকা পকেটে ঢুকিয়েছিল প্রসন্ন, দাবি ইডি'র
  3. নিয়োগ দূর্নীতি কাণ্ড, ইডি-র হাতে গ্রেফতার শান্তিপ্রসাদ সিনহা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.