ETV Bharat / state

সন্দীপ ঘনিষ্ঠ প্রসূনকে তলব ইডি'র ! আজই হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে - RG Kar Doctor rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

ED Summons Prasun Chatterjee: আরজি কর হাসপাতালে আর্থিক তছরুপের মামলায় এবার সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে ডেকে পাঠাল ইডি ৷ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের সম্পত্তি সম্পর্কে তিনি কী কী জানেন, তা জানতেই এই তলব বলে মনে করা হচ্ছে ৷

ED Summons Prasun Chatterjee
সন্দীপ ঘনিষ্ঠ প্রসূনকে তলব ইডির (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2024, 11:21 AM IST

Updated : Sep 11, 2024, 11:31 AM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালে কোটি কোটি টাকার দুর্নীতির ঘটনায় এবার সন্দীপ ঘোষের 'খাস' লোক প্রসূন চট্টোপাধ্যায়কে ডেকে পাঠাল ইডি ৷ ন্যাশনাল মেডিক্যাল কলেজের অপারেটর হিসেবে কাজ করেন এই প্রসূন ৷ বুধবার সকালে তাঁকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

চলতি সপ্তাহে দক্ষিণ 24 পরগনায় প্রসূনের বাড়িতে প্রায় 7 ঘণ্টা তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ সেখান থেকে এই মামলা সংক্রান্ত একাধিক নথি পান তাঁরা ৷ এরপর প্রসূনকে আটক করে সন্দীপ ঘোষের ক্যানিংয়ের ফার্ম হাউসে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা ৷ সেখানে সন্দীপের ব্যবহার করা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও প্রচুর সম্পত্তির হদিশ পান ইডি-র আধিকারিকরা ৷ ফলে প্রসূনের সঙ্গে এই বিষয়ে সন্দীপের কতটা যোগাযোগ ছিল ? সন্দীপের সম্পত্তি সম্পর্কে প্রসূূন ঠিক কতটা জানেন ? সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এদিন তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ৷

শুধু প্রসূন নন, সন্দীপ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির খোঁজ পেয়ে তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে আর্থিক দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য সংগ্রহ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ মূলত, আরজি কর হাসপাতালে যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছিল সেই ঘটনায় আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তে নেমেছে সিবিআই-এর দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা । তবে আর্থিক তছরুপের বিষয়টি সামনে আসায়, সমান্তরাল তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

প্রসূনের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের অভিযোগ, তিনি ন্যাশনাল মেডিক্যাল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর হলেও সেখানে হাজিরা দিয়ে সোজা চলে আসতেন উত্তর কলকাতার আরজি করে ৷ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গেই থাকতেন তিনি । এছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক আর্থিক তছরুপের ঘটনাও রয়েছে । সব বিষয়গুলি ভালোভাবে খতিয়ে দেখার জন্যই এদিন ডেকে পাঠানো হয়েছে প্রসূনকে ৷

কলকাতা, 11 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালে কোটি কোটি টাকার দুর্নীতির ঘটনায় এবার সন্দীপ ঘোষের 'খাস' লোক প্রসূন চট্টোপাধ্যায়কে ডেকে পাঠাল ইডি ৷ ন্যাশনাল মেডিক্যাল কলেজের অপারেটর হিসেবে কাজ করেন এই প্রসূন ৷ বুধবার সকালে তাঁকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

চলতি সপ্তাহে দক্ষিণ 24 পরগনায় প্রসূনের বাড়িতে প্রায় 7 ঘণ্টা তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ সেখান থেকে এই মামলা সংক্রান্ত একাধিক নথি পান তাঁরা ৷ এরপর প্রসূনকে আটক করে সন্দীপ ঘোষের ক্যানিংয়ের ফার্ম হাউসে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা ৷ সেখানে সন্দীপের ব্যবহার করা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও প্রচুর সম্পত্তির হদিশ পান ইডি-র আধিকারিকরা ৷ ফলে প্রসূনের সঙ্গে এই বিষয়ে সন্দীপের কতটা যোগাযোগ ছিল ? সন্দীপের সম্পত্তি সম্পর্কে প্রসূূন ঠিক কতটা জানেন ? সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এদিন তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ৷

শুধু প্রসূন নন, সন্দীপ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির খোঁজ পেয়ে তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে আর্থিক দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য সংগ্রহ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ মূলত, আরজি কর হাসপাতালে যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছিল সেই ঘটনায় আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তে নেমেছে সিবিআই-এর দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা । তবে আর্থিক তছরুপের বিষয়টি সামনে আসায়, সমান্তরাল তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

প্রসূনের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের অভিযোগ, তিনি ন্যাশনাল মেডিক্যাল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর হলেও সেখানে হাজিরা দিয়ে সোজা চলে আসতেন উত্তর কলকাতার আরজি করে ৷ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গেই থাকতেন তিনি । এছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক আর্থিক তছরুপের ঘটনাও রয়েছে । সব বিষয়গুলি ভালোভাবে খতিয়ে দেখার জন্যই এদিন ডেকে পাঠানো হয়েছে প্রসূনকে ৷

Last Updated : Sep 11, 2024, 11:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.