কলকাতা, 29 ফেব্রুয়ারি: সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান গ্রেফতার হতেই তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যবসায়ী অরূপ সোমকে ডেকে পাঠাল এনফোরেসমেন্ট ডিরেক্টরেট। এই নিয়ে দ্বিতীয়বার ইডি'র সমন পেলেন তিনি। ফলত মনে করা হচ্ছে, সব আটঘাঁট বেঁধেই শাহজাহানের বিরুদ্ধে নামার আগে ঘর গুছিয়ে নিচ্ছে ইডি'র আধিকারিকরা ৷
চলতি সপ্তাহেই অরূপের দক্ষিণ কলকাতার বিজয়গড়ের বাড়িতে তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, শেখ শাহজাহানের চিংড়ি মাছের ব্যবসা সংক্রান্ত মামলায় তলব করা হয়েছে ব্যবসায়ীকে। এই ব্যবসায়ী শাহজাহানের থেকে চিংড়ি মাছ নিয়ে অন্যান্য কোম্পানিদের বিক্রি করত বলে জানা গিয়েছে। এই কোম্পানির সঙ্গেই শেখ শাহজাহানের ব্যবসায়িক যোগাযোগ ছিল। ইতিমধ্যে শুক্রবার অরূপ সোমের বাড়িতে তল্লাশি চালায় ইডি।
ইডি আধিকারিকদের অভিযোগ, অরূপের ব্যবসার সঙ্গে তৃণমূল নেতা শেখ শাহজাহানের একাধিক কোম্পানির যোগসাজশ রয়েছে ৷ বিশেষ করে চিংড়ি মাছের ব্যবসার সঙ্গে যোগ রয়েছে অরূপের। তদন্তকারীরা মনে করছেন যে, শেখ শাহজাহানের কাছ থেকে পাইকারি দরে চিংড়ি মাছ কিনে তা বাইরে বিক্রি করতেন ব্যবসায়িক অরূপ সোম। তদন্তকারীরা মনে করছেন যে, রেশন দুর্নীতির সঙ্গে যেহেতু শেখ শাহজাহান ওতপ্রোতভাবে যুক্ত, ফলে তাঁর অ্যাকাউন্টে কোটি কোটি কালো টাকা আসত ৷ সেই কালো টাকা অরূপ সোমের কোম্পানিতে বিনিয়োগ করা হত মাছের ব্যবসার নামে। ফলে কতবার কত কোটি টাকা তাঁদের মধ্যে লেনদেন হয়েছে, সেই সমস্ত বিশদে জানার জন্যই ফের অরূপ সোমকে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
কিছুদিন আগেই বিজয়গড়ের এই ব্যবসায়ী ইডির ডাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন। মূলত বিজয়গড়ের বাড়িতে তল্লাশি ও অভিযান চালানোর পর যে সকল নথিপত্র উদ্ধার করেছিলেন তদন্তকারীরা সেই সব নথিপত্র পরীক্ষা করে দেখা হয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে শেখ শাহজাহান এবং ব্যবসায়ী অরূপ সোমের মধ্যে কত টাকার লেনদেন হয়েছে, তা স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে ৷ সেই বিষয়ে জানার জন্যই ফের শাহজাহান ঘনিষ্ঠ অরূপ সোমকে ডেকে পাঠিয়েছে ইডি।
আরও পড়ুন:
1. 'আমি বলেছিলাম প্রত্যেক সুড়ঙ্গের শেষে আলো আছে', শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে বললেন রাজ্যপাল
2. আদালতে ধোপদুরস্ত 'আত্মবিশ্বাসী' শাহজাহান! 10 দিনের পুলিশি হেফাজত তৃণমূল নেতার
3. বিজেপি ও সন্দেশখালির মহিলাদের আন্দোলনের জেরে গ্রেফতার শেখ শাহজাহান, মন্তব্য সুকান্তর