ETV Bharat / state

ফের পার্থর সম্পত্তির হদিশ, প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তাপসের জমি বাজেয়াপ্ত ইডির - Partha Chatterjee

Partha Chatterjee Lands Seized: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আটটি ও তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডলের একটি জমি বাজেয়াপ্ত করল ইডি ৷ কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা-সহ বিভিন্ন জায়গায় রয়েছে এই জমিগুলি ৷ যার মূল্য কয়েক কোটি টাকা ৷

Partha Chatterjee
পার্থ ও তাপসের জমি বাজেয়াপ্ত ইডি'র (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 2:10 PM IST

কলকাতা, 14 জুন: ফের বিপুল অংকের সম্পত্তির হদিশ মিলল নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের ৷ এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর আটটি জমি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । এছাড়া পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত তাপস মণ্ডলেরও একটি জমি বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা ।

জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার পাটুলি, হাওড়ার বাগনান, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর-সহ একাধিক জায়গায় মোট আটটি জমি কিনে রেখেছিলেন পার্থ চট্টোপাধ্যায় । ইডি সূত্রে খবর, বর্তমানে এই জমিগুলির বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা । নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে এর আগে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের নামে একাধিক জায়গায় বাগানবাড়ি থেকে শুরু করে জমির হদিশ পেয়েছিলেন ইডির আধিকারিকেরা । এবার তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায়ের মোট আটটি জমি বাজেয়াপ্ত করল ইডি ।

রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরু করে তৃণমূলের তৎকালীন মহাসচিব এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । পরে তাঁকে গ্রেফতার করা হয় । এরপরেই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল । পরে অর্পিতাকেও গ্রেফতার করা হয় । নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে পার্থর একের পর এক একাধিক জায়গায় সম্পত্তির হদিশ পাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সম্প্রতি বীরভূমে পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ এক ব্যক্তির কয়েক কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন ইডির আধিকারিকরা ।

বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি রয়েছেন । ইতিমধ্যেই প্রেসিডেন্সি সংশোধনাগরের তরফ থেকে এসএসকেএম হাসপাতালকে একটি চিঠি দেওয়া হয়েছে । সংশ্লিষ্ট চিঠিতে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে । পা ফুলে যাচ্ছে ৷ ফলে তাঁর চিকিৎসার প্রয়োজন ।

কলকাতা, 14 জুন: ফের বিপুল অংকের সম্পত্তির হদিশ মিলল নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের ৷ এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর আটটি জমি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । এছাড়া পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত তাপস মণ্ডলেরও একটি জমি বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা ।

জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার পাটুলি, হাওড়ার বাগনান, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর-সহ একাধিক জায়গায় মোট আটটি জমি কিনে রেখেছিলেন পার্থ চট্টোপাধ্যায় । ইডি সূত্রে খবর, বর্তমানে এই জমিগুলির বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা । নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে এর আগে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের নামে একাধিক জায়গায় বাগানবাড়ি থেকে শুরু করে জমির হদিশ পেয়েছিলেন ইডির আধিকারিকেরা । এবার তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায়ের মোট আটটি জমি বাজেয়াপ্ত করল ইডি ।

রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরু করে তৃণমূলের তৎকালীন মহাসচিব এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । পরে তাঁকে গ্রেফতার করা হয় । এরপরেই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল । পরে অর্পিতাকেও গ্রেফতার করা হয় । নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে পার্থর একের পর এক একাধিক জায়গায় সম্পত্তির হদিশ পাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সম্প্রতি বীরভূমে পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ এক ব্যক্তির কয়েক কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন ইডির আধিকারিকরা ।

বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি রয়েছেন । ইতিমধ্যেই প্রেসিডেন্সি সংশোধনাগরের তরফ থেকে এসএসকেএম হাসপাতালকে একটি চিঠি দেওয়া হয়েছে । সংশ্লিষ্ট চিঠিতে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে । পা ফুলে যাচ্ছে ৷ ফলে তাঁর চিকিৎসার প্রয়োজন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.