ভাঙড়/বর্ধমান, 10 ডিসেম্বর: রাজ্যে দুই জেলায় তল্লাশি অভিযানে নামলেন এনফোর্সমন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ দক্ষিণ 24 পরগনার ভাঙড় 1 নম্বর ব্লক ও পূর্ব বর্ধমানের বর্ধমান শহরে মঙ্গলবার সকালে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷
জানা গিয়েছে, ভাঙড়ের চক বড়ালি এলাকায় একটি সাইবার ক্যাফেতে সকাল 10টা নাগাদ ইডির ছয় আধিকারিকের দল হানা দেয় ৷ সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও ছিল ৷ বাহিনীর তরফে বাইরে থেকে ক্যাফেটি ঘিরে ফেলা হয় ৷ এরপর ইডির আধিকারিকরা ভিতরে ঢুকে তল্লাশি শুরু করে ৷ তবে, ঠিক কী কারণে ইডির এই তল্লাশি অভিযান, তা জানা যায়নি ৷
উল্লেখ্য, সাইবার ক্যাফেটি জলিল মোল্লা নামে এক ব্যক্তির ৷ তাঁর বাড়িতেও ইডির কয়েকজন আধিকারিক গিয়েছেন বলে খবর ৷ সেখানেও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে তল্লাশি চলছে ৷ স্থানীয়রা জানিয়েছেন, বালিগাদা এলাকায় একটি সাইবার ক্যাফে রয়েছে জলিলের ৷ বেশ কয়েকবছর আগে সেটি চালু করেছিলেন তিনি ৷ সেই সাইবার ক্যাফে চালানোর পাশাপাশি, কলকাতার কৈখালি এলাকায় আরেকটি সাইবার ক্যাফেতে কাজও শুরু করেন ৷
ইডির তল্লাশি অভিযান নিয়ে ভাঙড়ের পঞ্চায়েত সমিতির সভাপতি বাহারুল ইসলাম বলেন, "এখন অনলাইনের মাধ্যমে প্রতারণা হচ্ছে অনেক ৷ ভাঙড় এলাকায় বহু সাইবার ক্যাফে খুলেছে ৷ সেখানে কী কাজ হচ্ছে, আমরা বুঝতে পারছি না ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন তল্লাশি অভিযানে এসেছে, তখন নিশ্চয়ই কোনও না-কোনও অপরাধ করেছেন তিনি ৷ সেই জন্যই তাঁর দোকানে ও বাড়িতে তল্লাশি করতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷"
অন্যদিকে, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে লস্করদিঘি এলাকায় এক দরজির বাড়িতে হানা দেয় ইডি ৷ পাঁচজনের একটি দল কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাসান আলির বাড়িতে পৌঁছয় ৷ স্থানীয়দের দাবি, একটি দরিজ দোকান চালান হাসান ৷ এমনকি এলাকায় আর পাঁচজনের মতোই সাধারণ জীবনযাপন করেন ৷
কিন্তু, হঠাৎ করে কেন হাসানের বাড়িতেই ইডি হানা দিল ৷ সূত্রের খবর, অতীতে হাসান আলি বিদেশে গিয়েছিলেন ৷ সেখানে কয়েকমাস ছিলেন ৷ তারপর বর্ধমানের বাড়িতে ফিরে আসেন ৷ তখন থেকেই দরজির কাজ করছেন ৷ সূত্রের খবর, বিদেশে ক্যারিয়ার বা বেআইনি সামগ্রীর বাহক হিসেবে কাজ করতেন তিনি ৷ এমনকি হাসান আলির ছেলের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে মোটা অংকের টাকা জমা পড়েছে ৷
সেই সূত্র ধরেই মঙ্গলবার সকাল থেকে হাসান আলির বাড়িতে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ কোথা থেকে সেই টাকা এল, হাসান আলি বিদেশে কী কাজে গিয়েছিলেন, এমন নানা প্রশ্নের জবাব পেতে ইডির এই অভিযান বলে সূত্রের খবর ৷