সন্দেশখালি, 24 জানুয়ারি: রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা থেকে শিক্ষা ৷ ফেরার অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে কোনওরকম ঝুঁকি নিল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । নিরাপত্তার কড়াকড়ির মধ্য দিয়েই বুধবার সকালে সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড' তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ফের হানা দিল ইডি ৷ তবে 5 জানুয়ারির নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে এদিনের নিরাপত্তা ব্যবস্থায় চোখে পড়ার মতো ফারাক রয়েছে । সেদিন গুটিকয়েক সিআরপিএফ জওয়ান মজুত থাকলেও এদিন সেই সংখ্যা তিনগুণ বাড়ানো হয়েছে ৷ নিরাপত্তার স্বার্থে জওয়ানদের হাতে রয়েছে ঢাল, হেলমেট শিল্ড এবং কাঁদানো গ্যাসের শেল ।
ঘড়ির কাঁটায় তখন ভোর 4টে বেজে 37 মিনিট। ভোরের আলো তখনও ঠিকমতো ফোটেনি । হঠাৎই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে 30টিরও বেশি গাড়ি প্রস্তুত হয় বেরয় সিআরপিএফ ক্যাম্প থেকে । ভোজেরহাট ব্রিজ অতিক্রম করে বাঁ দিকে বাসন্তী হাইওয়ে ধরে এগোয় ইডির কনভয় । এরপর ঘটকপুকুর পেরিয়ে মালঞ্চের দিকে এগোয় কনভয় । তবে, এত ভোরে কেন এই তৎপরতা প্রাথমিকভাবে কিছুই বোঝা যাচ্ছিল না । পরে অবশ্য জানা যায় এর আসল কারণ । রেশন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ফের হানা দিয়েছেন ইডি'র আধিকারিকরা ।
পৌঁছেই গোটা বাড়িটি দখলে নেয় সিআরপিএফ। সেই ঘেরাটোপের মধ্যে শাহজাহানের সরবেড়িয়ার আকুঞ্জিপাড়ার বাড়ির দু'টি তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন কেন্দ্রীয় এজেন্সি ইডির আধিকারিকরা । সঙ্গে ছিলেন একজন ভিডিয়োগ্রাফারও । তিনি গোটা তল্লাশি প্রক্রিয়ার ভিডিয়ো করছেন ৷ তালা ভাঙার সময় দু'জন স্থানীয় বাসিন্দাকে সাক্ষী হিসেবে নিয়ে আসা হয় । সঙ্গে রয়েছে সার্চ ওয়ারেন্টও । তল্লাশি শুরুতেই রাজ্য পুলিশের সঙ্গে ইডির আধিকারিকদের ঝামেলা বাঁধে বলে অভিযোগ। তালা ভাঙা নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে একপ্রকার বচসা শুরু হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের । পরে অবশ্য ওয়ারেন্ট দেখিয়ে তৃণমূল নেতার বাড়ির ভিতরে প্রবেশ করতে সমর্থ হয় ইডি ।
শাহজাহানের বাড়ির আলমারিও ভাঙা হয়েছে । তল্লাশি করে দেখা হচ্ছে, রেশন দুর্নীতির কোনও নথি কিংবা তথ্য আদৌ সেখানে রয়েছে কি না । যদিও এ নিয়ে আগেই হাইকোর্টের শুনানিতে সংশয় প্রকাশ করেছিলেন ইডির আইনজীবী । স্পষ্টত ঘটনার প্রেক্ষিত তুলে ধরে হাইকোর্টে তিনি দাবি করেন, 5 জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পর 'ফেরার' তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতির যাবতীয় নথি লুটপাট করে নেওয়া হয়েছে । ইডির আইনজীবীর সেই দাবি যদি সত্যি হয় তাহলে সেখান থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এদিনের এই তল্লাশি অভিযানেও কোনও তথ্য না মেলার সম্ভবনাই প্রবল ।
সূত্রের খবর, মোট 13 জন আছেন শাহজাহানের বাড়িতে। এর মধ্যে 6 জন ইডি'র আধিকারিক। 2 জন স্থানীয় সাক্ষী, 3 জন ইডির সাক্ষী, 1 জন তালা ভাঙার লোক ও 1 জন ইডির ভিডিয়োগ্রাফার । নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক আধিকারিক বলেন, "মোট পাঁচজন রয়েছেন সাক্ষী। দু'জন আমাদের । তিনজন ওদের। পুলিশের আধিকারিকদের ভিতরে ঢুকতে দেয়নি। তবে যথাযথ সার্চ ওয়ারেন্ট নিয়েই ইডি'র আধিকারিকরা ভিতরে ঢুকেছেন ।" কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি এদিনের তল্লাশি অভিযানে রয়েছে রাজ্য পুলিশও ।
অন্যদিকে, ইডির কনভয় ঢুকতেই বসিরহাট জেলা পুলিশের তৎপরতা তুঙ্গে পৌঁছে যায়। ইডির কনভয় টপকে একাধিক পুলিশের গাড়ি সরবেরিয়ার দিকে আসতে শুরু করে । সকাল 6টা 34 নাগাদ একটি লজে এসে উপস্থিত হয় পুলিশের সেই দলটি । তল্লাশি কখন শেষ হয়, সেখানে কিছু পাওয়া যায় কি না সেই দিকেই নজর সবার ৷
আরও পড়ুন :