ETV Bharat / state

গেম কোম্পানির মালিক সুরজ চোখানির সল্টলেকের বাড়ি-অফিসে ইডি তল্লাশি - suraj chokhani

ED Raids at SaltLake: বুধবার সকাল থেকে সল্টলেকের একটি গেম অ্যাপের কর্ণধারের বাড়িতে তল্লাশি চালাতে পৌঁছল ইডি ৷ এছাড়া কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷

ETV Bharat
সল্টলেকে সুরজ চোখানির বাড়িতে ইডি
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 10:36 AM IST

Updated : Feb 28, 2024, 11:16 AM IST

সল্টলেকে গেম অ্যাপ কোম্পানির মালিক সুরজ চোখানির সল্টলেকের বাড়ি ও অফিসে ইডি তল্লাশি

সল্টলেক, 28 ফেব্রুয়ারি: ফের শহরে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে ইডির তল্লাশি ৷ বুধবার সকালে সল্টলেকের একটি বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ জানা গিয়েছে, সেটি এবিলিটি গেমস লিমিটেড কোম্পানির এমডি সুরজ চোখানির বাড়ি ৷ এর সঙ্গে তাঁর সেক্টর ফাইভের অফিসেও তল্লাশি চালায় ইডি ৷ পাশাপাশি শহরের আরও কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি ৷ তবে ঠিক কী কারণে এই তল্লাশি অভিযান, তা জানা যায়নি ৷

এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তল্লাশি অভিযানে নামেন ইডির আধিকারিকরা ৷ সল্টলেকের এই ব্লকের 430 নম্বর বাড়িতে পৌঁছে যায় ইডি ৷ এটি ব্যবসায়ী সুরজ চোখানির বাড়ি ৷ পাশাপাশি সল্টলেক সেক্টর ফাইভে তাঁর অফিসেও পৌঁছন ইডি আধিকারিকরা ৷ এবিলিটি গেমস লিমিটেড কোম্পানির এমডি সুরজ চোখানির গেমিং অ্যাপ-সহ একাধিক ব্যবসা রয়েছে বলে খবর ৷ করোনাকালে করোনা কিটের ব্যবসাও ছিল বলে জানা গিয়েছে ৷

এর আগে 16 ফেব্রুয়ারি, শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতায় তল্লাশি চালায় ইডি ৷ এদিন সাতসকালে নাকতলায় প্রোমোটার ও ব্যবসায়ী রাজীব দের বাড়িতে ইডির অধিকারিকরা হানা দেন ৷ এই ব্যবসায়ী প্রাক্তন শিক্ষা ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে ৷ নাকতলায় একসঙ্গে ব্যবসায়ীর তিনটি ফ্ল্যাটে অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা ৷

ইডি সূত্রের খবর, এর আগে বহুবার প্রোমোটার তথা ব্যবসায়ী রাজীব দে-কে ডেকে পাঠানো হয়েছিল ৷ তাঁর কাছ থেকে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে ৷ সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অনুমান, নিয়োগ দুর্নীতির কালো টাকা এই ব্যবসায়ীর মাধ্যমে বিনিয়োগ করতেন পার্থ চট্টোপাধ্যায় ৷ নিয়োগ দুর্নীতির কালো টাকা দিয়ে একাধিক বেনামী ফ্ল্যাটও তৈরি হয়েছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ৷ আর সেই বিষয়ে আরও জানতেই এই তল্লাশি ৷

আরও পড়ুন:

  1. এখনও ফেরার! রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানকে চতুর্থবার তলব ইডি'র
  2. বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ভুয়ো ডিরেক্টর মামলায় শহরের একাধিক জায়গায় ইডি হানা
  3. নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা

সল্টলেকে গেম অ্যাপ কোম্পানির মালিক সুরজ চোখানির সল্টলেকের বাড়ি ও অফিসে ইডি তল্লাশি

সল্টলেক, 28 ফেব্রুয়ারি: ফের শহরে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে ইডির তল্লাশি ৷ বুধবার সকালে সল্টলেকের একটি বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ জানা গিয়েছে, সেটি এবিলিটি গেমস লিমিটেড কোম্পানির এমডি সুরজ চোখানির বাড়ি ৷ এর সঙ্গে তাঁর সেক্টর ফাইভের অফিসেও তল্লাশি চালায় ইডি ৷ পাশাপাশি শহরের আরও কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি ৷ তবে ঠিক কী কারণে এই তল্লাশি অভিযান, তা জানা যায়নি ৷

এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তল্লাশি অভিযানে নামেন ইডির আধিকারিকরা ৷ সল্টলেকের এই ব্লকের 430 নম্বর বাড়িতে পৌঁছে যায় ইডি ৷ এটি ব্যবসায়ী সুরজ চোখানির বাড়ি ৷ পাশাপাশি সল্টলেক সেক্টর ফাইভে তাঁর অফিসেও পৌঁছন ইডি আধিকারিকরা ৷ এবিলিটি গেমস লিমিটেড কোম্পানির এমডি সুরজ চোখানির গেমিং অ্যাপ-সহ একাধিক ব্যবসা রয়েছে বলে খবর ৷ করোনাকালে করোনা কিটের ব্যবসাও ছিল বলে জানা গিয়েছে ৷

এর আগে 16 ফেব্রুয়ারি, শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতায় তল্লাশি চালায় ইডি ৷ এদিন সাতসকালে নাকতলায় প্রোমোটার ও ব্যবসায়ী রাজীব দের বাড়িতে ইডির অধিকারিকরা হানা দেন ৷ এই ব্যবসায়ী প্রাক্তন শিক্ষা ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে ৷ নাকতলায় একসঙ্গে ব্যবসায়ীর তিনটি ফ্ল্যাটে অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা ৷

ইডি সূত্রের খবর, এর আগে বহুবার প্রোমোটার তথা ব্যবসায়ী রাজীব দে-কে ডেকে পাঠানো হয়েছিল ৷ তাঁর কাছ থেকে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে ৷ সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অনুমান, নিয়োগ দুর্নীতির কালো টাকা এই ব্যবসায়ীর মাধ্যমে বিনিয়োগ করতেন পার্থ চট্টোপাধ্যায় ৷ নিয়োগ দুর্নীতির কালো টাকা দিয়ে একাধিক বেনামী ফ্ল্যাটও তৈরি হয়েছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ৷ আর সেই বিষয়ে আরও জানতেই এই তল্লাশি ৷

আরও পড়ুন:

  1. এখনও ফেরার! রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানকে চতুর্থবার তলব ইডি'র
  2. বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ভুয়ো ডিরেক্টর মামলায় শহরের একাধিক জায়গায় ইডি হানা
  3. নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা
Last Updated : Feb 28, 2024, 11:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.