কলকাতা, 17 মে: আগে বাজেয়াপ্ত হয়েছিল শেখ শাহজাহানের 14 কোটি টাকা । এ বার তাঁর আরও 12 কোটি টাকা বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ।
জানা গিয়েছে যে, শাহজাহানের পাশাপাশি তাঁর ভাই আলমগীরের জমি সংক্রান্ত মামলাতেই এই বিশাল সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা । স্থানীয় মানুষের জমি দখল করার অভিযোগের পাশাপাশি সেখানে ভেড়ি বানিয়ে মাছ চাষ করে, সেখান থেকেই কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছিল শেখ শাহজাহান ও তাঁর দলবলের বিরুদ্ধে ৷ সেই অভিযোগের তদন্ত করতে গিয়েই শাহজাহানের কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি । এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, শাহজাহান এবং তাঁর ভাই আলমগীর সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে এবং তাঁদের জলাজমি বলপূর্বক হাতিয়ে নিয়েছে ।
ইডি সূত্রের খবর, এই দুর্নীতির টাকা যেখানে যেখানে গিয়েছে, সেই সমস্ত জায়গায় সেই টাকা দিয়ে সম্পত্তি কেনা হয়েছে ও কিছু পরিমাণ টাকা ব্যাংকে রাখা হয়েছে ৷ আপাতত সেগুলিই বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর । এখনও পর্যন্ত সন্দেশখালির বেতাজ বাদশা বলে পরিচিত শেখ শাহজাহান এবং তাঁর অপর এক পলাতক ভাইয়ের একাধিক সম্পত্তির খোঁজ মিলেছে । যে সকল গোপন তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা, সেই তথ্যের উপর ভিত্তি করেই এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে । এছাড়াও সন্দেশখালি কাণ্ডে শেখ শাহজাহানের একদা ঘনিষ্ঠ ডান হাত বলে পরিচিত দিদার ভক্ত মোল্লাকে জেরা করেও প্রচুর সম্পত্তির কথা জানতে পেরেছেন তদন্তকারীরা ।
আরও পড়ুন: