ETV Bharat / state

সিঙ্গাপুরে আর্থিক কেলেঙ্কারি ! কলকাতার 8 ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা - ED RAIDS IN KOLKATA

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 29, 2024, 11:18 AM IST

Updated : Jun 29, 2024, 11:30 AM IST

ED Raids in Kolkata over Money Laundering Case: সিঙ্গাপুরে কয়েকশো কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির মামলায় কলকাতার আট ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালাচ্ছে ইডি । বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক নথি ৷ ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ চলছে ৷

ED Raid
কলকাতায় ইডির হানা (ফাইল চিত্র)

কলকাতা, 29 জুন: সিঙ্গাপুরে আর্থিক কেলেঙ্কারির মামলায় কলকাতা যোগ ৷ এবার সেই ঘটনার তদন্তে নেমে 8 জন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । শনিবার সকাল থেকেই ইডি আধিকারিকরা কলকাতা, যাদবপুর আলিপুর-সহ শহর এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ।

ইডি সূত্রে খবর, সিঙ্গাপুরে আর্থিক কেলেঙ্কারির সঙ্গে এই আট ব্যবসায়ীর যোগ খুঁজে পেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । তার জেরেই আজ সকাল থেকে ম্যারাথন তল্লাশি অভিযানে নেমেছে ইডি । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সিঙ্গাপুরের বহুজাতিক সংস্থায় কয়েকশো কোটি টাকার আর্থিক তছরূপের ঘটনা ঘটেছে ।

সম্প্রতি সিঙ্গাপুরের ওই কয়েকশো কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির ঘটনার তদন্তভার আসে ইডি-র উপর । সেই মত তারা তদন্তে নেমে জানতে পারে, কলকাতা, যাদবপুর, আলিপুর, লেকটাউন এবং উত্তর 24 পরগনার বেশ কয়েকটি জায়গায় কয়েকজন বড় ব্যবসায়ী এতে যুক্ত রয়েছেন । এরপরেই অ্যাকশনে নামে ইডি । এই একই মামলায় আলিপুরে ব্যবসায়ী দীপক নাহাটার বাড়িতেও চলছে তল্লাশি আজ ।

2021 সালে ওই বহুজাতিক সংস্থার আর্থিক তছরূপের মামলার তদন্তে নামে ইডি । এই সংস্থার বিরুদ্ধে আগেই তদন্ত শুরু করেছে সিবিআই । এবার ইডি আর্থিক তছরূপের বিষয়টির তদন্ত করছে । কয়েক হাজার কোটির আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর । নিয়ম বহির্ভূতভাবে বাজার থেকে টাকা তুলে বিনিয়োগ করারও অভিযোগ রয়েছে । এছাড়াও অভিযোগ, পঞ্জি স্কিম মারফতও এই টাকা একাধিক রাজ্য থেকে তোলা হয়েছে । কলকাতা, পঞ্জাব, হরিয়ানা, ভুবনেশ্বর, চন্ডিগড় ও দিল্লি থেকে টাকা তোলা হয়েছে বলে জানা গিয়েছে । সেই যোগসূত্র ধরেই এ দিন আলিপুর-সহ কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি ।

তবে এই প্রথম নয়, এর আগে রাজ্যের বাইরে এমনকী বিদেশে একাধিক আর্থিক কেলেঙ্কারির ঘটনায় কলকাতার যোগ পাওয়া গিয়েছে ৷ সেক্ষেত্রেও কলকাতায় তল্লাশি অভিযান চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।

অন্যদিকে লোকসভা নির্বাচন মিটতেই ফের একবার নতুন করে অতি সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের । শুক্রবারই সল্টলেকের বিকাশ ভবন থেকে নথিপত্র বাজেয়াপ্ত করে নিজাম প্যালেসের নিয়ে আসে সিবিআই । মূলত তদন্তকারীদের অনুমান, বাজেয়াপ্ত করা কাগজপত্রগুলি নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত । এর আগে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শিক্ষা দফতরের একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের গ্রেফতার করেছে সিবিআই । শুধু নিয়োগ দুর্নীতি নয়, বরং রেশন দুর্নীতিতে তৎপরতার সঙ্গে ময়দানে তদন্তে নেমেছে ইডি । সম্প্রতি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় ।

কলকাতা, 29 জুন: সিঙ্গাপুরে আর্থিক কেলেঙ্কারির মামলায় কলকাতা যোগ ৷ এবার সেই ঘটনার তদন্তে নেমে 8 জন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । শনিবার সকাল থেকেই ইডি আধিকারিকরা কলকাতা, যাদবপুর আলিপুর-সহ শহর এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ।

ইডি সূত্রে খবর, সিঙ্গাপুরে আর্থিক কেলেঙ্কারির সঙ্গে এই আট ব্যবসায়ীর যোগ খুঁজে পেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । তার জেরেই আজ সকাল থেকে ম্যারাথন তল্লাশি অভিযানে নেমেছে ইডি । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সিঙ্গাপুরের বহুজাতিক সংস্থায় কয়েকশো কোটি টাকার আর্থিক তছরূপের ঘটনা ঘটেছে ।

সম্প্রতি সিঙ্গাপুরের ওই কয়েকশো কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির ঘটনার তদন্তভার আসে ইডি-র উপর । সেই মত তারা তদন্তে নেমে জানতে পারে, কলকাতা, যাদবপুর, আলিপুর, লেকটাউন এবং উত্তর 24 পরগনার বেশ কয়েকটি জায়গায় কয়েকজন বড় ব্যবসায়ী এতে যুক্ত রয়েছেন । এরপরেই অ্যাকশনে নামে ইডি । এই একই মামলায় আলিপুরে ব্যবসায়ী দীপক নাহাটার বাড়িতেও চলছে তল্লাশি আজ ।

2021 সালে ওই বহুজাতিক সংস্থার আর্থিক তছরূপের মামলার তদন্তে নামে ইডি । এই সংস্থার বিরুদ্ধে আগেই তদন্ত শুরু করেছে সিবিআই । এবার ইডি আর্থিক তছরূপের বিষয়টির তদন্ত করছে । কয়েক হাজার কোটির আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর । নিয়ম বহির্ভূতভাবে বাজার থেকে টাকা তুলে বিনিয়োগ করারও অভিযোগ রয়েছে । এছাড়াও অভিযোগ, পঞ্জি স্কিম মারফতও এই টাকা একাধিক রাজ্য থেকে তোলা হয়েছে । কলকাতা, পঞ্জাব, হরিয়ানা, ভুবনেশ্বর, চন্ডিগড় ও দিল্লি থেকে টাকা তোলা হয়েছে বলে জানা গিয়েছে । সেই যোগসূত্র ধরেই এ দিন আলিপুর-সহ কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি ।

তবে এই প্রথম নয়, এর আগে রাজ্যের বাইরে এমনকী বিদেশে একাধিক আর্থিক কেলেঙ্কারির ঘটনায় কলকাতার যোগ পাওয়া গিয়েছে ৷ সেক্ষেত্রেও কলকাতায় তল্লাশি অভিযান চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।

অন্যদিকে লোকসভা নির্বাচন মিটতেই ফের একবার নতুন করে অতি সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের । শুক্রবারই সল্টলেকের বিকাশ ভবন থেকে নথিপত্র বাজেয়াপ্ত করে নিজাম প্যালেসের নিয়ে আসে সিবিআই । মূলত তদন্তকারীদের অনুমান, বাজেয়াপ্ত করা কাগজপত্রগুলি নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত । এর আগে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শিক্ষা দফতরের একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের গ্রেফতার করেছে সিবিআই । শুধু নিয়োগ দুর্নীতি নয়, বরং রেশন দুর্নীতিতে তৎপরতার সঙ্গে ময়দানে তদন্তে নেমেছে ইডি । সম্প্রতি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় ।

Last Updated : Jun 29, 2024, 11:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.