ETV Bharat / state

4 বছরে 200 কোটি ! সন্দেশখালির শাহাজাহানের নয়া তথ্য জেনে অবাক ইডি - Sheikh Shahjahan Property - SHEIKH SHAHJAHAN PROPERTY

ED on Sheikh Shahjahan: শাহজাহান ঘনিষ্ঠ শিবুর দেওয়া তথ্যে অবাক কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ৷ মাত্র 4 বছরে কী করে 200 কোটি টাকার সম্পত্তি তৈরি করলেন শাহজাহান ? তদন্ত এগোলেই সব পরিষ্কার হবে বলে দাবি ইডির ৷

Sheikh Shahjahan
ইডির হাতে শেখ শাহজাহানের সম্পত্তির নয়া তথ্য (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 12, 2024, 5:05 PM IST

কলকাতা, 12 জুন: জমি দখল থেকে এলাকার সাধারণ মানুষের উপর নির্যাতন-সহ একাধিক অভিযোগ উঠেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে ৷ তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা এবার জানতে পারলেন, শাহজাহান 4 বছরে প্রায় 200 কোটি টাকার সম্পত্তি তৈরি করেছেন । শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত শিবপ্রসাদ হাজরাকে জেরা করে এই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে ইডি । গত 17 ফেব্রুয়ারি সন্দেশখালি তৃণমূলের তৎকালীন ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুকে ৷

বর্তমানে শিবপ্রসাদ হাজরা সংশোধনাগারে রয়েছে । সেখানেই তাকে জেরা করেন ইডির তদন্তকারী আধিকারিকরা । সূত্রের খবর, সেই জেরাতে একাধিক তথ্য মিলেছে শিবপ্রসাদ ওরফে শিবু হাজরার কাছ থেকে । ইডি সূত্রের খবর, এর ফলে শাহজাহান কীভাবে এই বিপুল সম্পত্তি তৈরি করল এবং সন্দেশখালির প্রাক্তন দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্ত করতে সুবিধা হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের ।

তদন্তে নেমে ইডি আধিকারিকরা জানতে পেরেছিলেন সন্দেশখালির সংশ্লিষ্ট এলাকায় বেশ কয়েকজন ইটভাটা মালিকের উপর অত্যাচার চালিয়েছিল শেখ শাহজাহান ও তার অনুগামীরা ৷ এবার সেইসব ইটভাটা মালিকদের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে বয়ান নথিভুক্ত করবেন ইডি আধিকারিকরা ৷

রেশন দুর্নীতিকাণ্ডের তদন্ত করতে গিয়ে প্রথমে উত্তর 24 পরগনার ব্যবসায়ী বলে পরিচিত রহমানকে গ্রেফতার করা হয় ৷ পরে বাকিবুলকে জেরা করে জানা যায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন । ফলে মন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হয় ৷ কিন্তু তাঁর থেকে কোনও সদুত্তর না পাওয়ায় এবং বক্তব্যে অসঙ্গতি থাকার জন্য মন্ত্রীকে গ্রেফতার করে ইডি ।

এরপর তদন্তে সন্দেশখালির বেতাজ বাদশা বলে পরিচিত শেখ শাহজাহানের নাম উঠে আসে । 5 জানুয়ারি উত্তর 24 পরগনার ন্যাজাট থানার অন্তর্গত শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে যায় ইডি । সেখানে শাহজাহানের অনুগামীদের হাতে হেনস্থা হতে হয় ইডির তদন্তকারী আধিকারিকদের । ঝড়ে রক্ত । অবশেষে দীর্ঘ টালবাহানার পর গোয়েন্দা বিভাগ সিআইডির হাতে গ্রেফতার হয় শেখ শাহজাহান । পরবর্তী সময়ে তাকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই ।

কলকাতা, 12 জুন: জমি দখল থেকে এলাকার সাধারণ মানুষের উপর নির্যাতন-সহ একাধিক অভিযোগ উঠেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে ৷ তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা এবার জানতে পারলেন, শাহজাহান 4 বছরে প্রায় 200 কোটি টাকার সম্পত্তি তৈরি করেছেন । শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত শিবপ্রসাদ হাজরাকে জেরা করে এই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে ইডি । গত 17 ফেব্রুয়ারি সন্দেশখালি তৃণমূলের তৎকালীন ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুকে ৷

বর্তমানে শিবপ্রসাদ হাজরা সংশোধনাগারে রয়েছে । সেখানেই তাকে জেরা করেন ইডির তদন্তকারী আধিকারিকরা । সূত্রের খবর, সেই জেরাতে একাধিক তথ্য মিলেছে শিবপ্রসাদ ওরফে শিবু হাজরার কাছ থেকে । ইডি সূত্রের খবর, এর ফলে শাহজাহান কীভাবে এই বিপুল সম্পত্তি তৈরি করল এবং সন্দেশখালির প্রাক্তন দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্ত করতে সুবিধা হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের ।

তদন্তে নেমে ইডি আধিকারিকরা জানতে পেরেছিলেন সন্দেশখালির সংশ্লিষ্ট এলাকায় বেশ কয়েকজন ইটভাটা মালিকের উপর অত্যাচার চালিয়েছিল শেখ শাহজাহান ও তার অনুগামীরা ৷ এবার সেইসব ইটভাটা মালিকদের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে বয়ান নথিভুক্ত করবেন ইডি আধিকারিকরা ৷

রেশন দুর্নীতিকাণ্ডের তদন্ত করতে গিয়ে প্রথমে উত্তর 24 পরগনার ব্যবসায়ী বলে পরিচিত রহমানকে গ্রেফতার করা হয় ৷ পরে বাকিবুলকে জেরা করে জানা যায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন । ফলে মন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হয় ৷ কিন্তু তাঁর থেকে কোনও সদুত্তর না পাওয়ায় এবং বক্তব্যে অসঙ্গতি থাকার জন্য মন্ত্রীকে গ্রেফতার করে ইডি ।

এরপর তদন্তে সন্দেশখালির বেতাজ বাদশা বলে পরিচিত শেখ শাহজাহানের নাম উঠে আসে । 5 জানুয়ারি উত্তর 24 পরগনার ন্যাজাট থানার অন্তর্গত শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে যায় ইডি । সেখানে শাহজাহানের অনুগামীদের হাতে হেনস্থা হতে হয় ইডির তদন্তকারী আধিকারিকদের । ঝড়ে রক্ত । অবশেষে দীর্ঘ টালবাহানার পর গোয়েন্দা বিভাগ সিআইডির হাতে গ্রেফতার হয় শেখ শাহজাহান । পরবর্তী সময়ে তাকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.