কলকাতা, 22 জুন: রেশন দুর্নীতি মামলায় প্রায় 10 হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে রাজ্যে। এর মধ্যে বাকিবুর রহমানের সংস্থা এনপিজি রাইসমিল 1 হাজার কোটি টাকার দুর্নীতি করেছে ৷ এমনই চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও দাবি, বাকি 9 হাজার কোটির দুর্নীতি করেছে রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা আরও একাধিক রাইস ও আটা মিল এবং এই সমস্ত রাইস মিল ও আটা মিলগুলির মালিকদের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব । তবে এই সকল প্রভাবশালী ব্যক্তিত্বের নাম পরিচয় এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।
জানা গিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই এই সকল প্রভাবশালী আটা এবং রাইস মিলের মালিকদের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করবে ইডি ৷ মূলত তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবেন যে, ওই সকল রাইস মিল এবং আটা মিলের মালিকরা তাঁদের টাকা কোথায় পাঠাতেন? কার কার কাছে যেত সেই টাকা ৷
রেশন দুর্নীতি মামলায় উত্তর 24 পরগনার ব্যবসায়ী বলে পরিচিত বাকিবুর রহমানকে সবার আগে গ্রেফতার করা হয়েছিল । বর্তমানে বাকিবুর সংশোধনাগারে রয়েছেন। সূত্রের খবর, এবার সংশোধনাগারে গিয়ে বাকিবুর রহমানকে 1 হাজার কোটি টাকার দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির তদন্তকারীরা । প্রথমে বাকিবুরের সঙ্গে কথা বলে তাঁর বয়ান রেকর্ড করা হবে ৷ পাশাপাশি একই ঘটনায় সংশোধনাগারে থাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকেও জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এমনকী বাকিবুর রহমানের দেওয়া বয়ানের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের বয়ানও খতিয়ে দেখবে ইডি ।
রাজ্যে রেশন দুর্নীতিকাণ্ডে বাকিবুর রহমানকে জেরা করে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে এসেছিল ৷ এরপরেই প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করে ইডি । মূলত বাকিবুর রহমানের ব্যবসার সঙ্গে তাঁর যোগ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । এই বিষয় নিয়ে বারংবার আদালতেও সরব হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।