কলকাতা, 2 অগস্ট: রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমান 'ঘনিষ্ঠ' আনিসুর রহমান ও তাঁর দাদা আলিফ নুরকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতের হাজিরা দিয়েছিলেন দু’জনকে৷ প্রায় 12 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর আনিসুর ও আলিফকে গ্রেফতার করে ইডি ৷ শুক্রবার স্বাস্থ্যপরীক্ষার পর দু'জনকে ব্যাঙ্কশাল কোর্টে তোল হবে ৷
রেশন দুর্নীতি মামলায় আগেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করেছে ইডি ৷ এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা গ্রেফতার করলেন বাকিবুর 'ঘনিষ্ঠ' তথা দে-গঙ্গার তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি আনিসুর এবং তাঁর দাদা আলিফকে ৷
মঙ্গলবার ভোরে কেন্দ্রীয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যের 10টি জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছিল ৷ যার মধ্যে ছিল দে-গঙ্গার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তাঁর দাদা আলিফ নুরের বাড়ি ও চালকল ৷ তল্লাশিতে একাধিক নথিপত্র-সহ এক লক্ষ টাকা নগদ পান ইডি আধিকারিকরা ৷ একই সঙ্গে বাকিবুর রহমানের সঙ্গে আলিফের টাকার লেনদেন তথ্য হাতে আসে ইডি আধিকারিকদের ৷ 16 ঘণ্টা ধরে তল্লাশির পর সমস্ত তথ্য সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র দফতরে নিয়ে আসা হয় ৷ বুধবার কাগজপত্র খতিয়ে দেখার পর ইডি-র তরফে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে আনিসুর ও তাঁর দাদা আলিফকে তলব করা হয় ৷ সঙ্গে তাঁদের ব্যাঙ্কের লেনদেনের হিসাব, ইনকাম-ট্যাক্স ফাইল এবং চালকল মিলের সমস্ত কাগজপত্র নিয়ে আসতে বলা হয় ৷
সেই মতো বৃহস্পতিবার সকাল 11টা থেকে 12টার মধ্যে আনিসুর রহমান এবং তাঁর দাদা আলিফ নুর সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে এসে পৌঁছন ৷ ইডি-র তরফ একাধিক প্রশ্ন করা হয় এই দু'জনকে ৷ জিজ্ঞাসাবাদে তাঁদের বয়ানে অসঙ্গতি পান ইডি আধিকারিকরা ৷ যে সব তথ্য তাঁদের তাদের বাড়ি এবং চালকল মিল থেকে পাওয়া গিয়েছিল, তার সঙ্গে তাঁদের বক্তব্যের মিল ছিল না ৷ পাশাপাশি রাকিবুর রহমানের সঙ্গে টাকা লেনদেনের হিসাব দিতে পারেনি বলে ইডি সুত্রের খবর ৷ প্রায় 12 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর দে-গঙ্গার তৃণমূল কংগ্রে নেতা আনিসুর এবং তাঁর দাদা আলিফকে গ্রেফতার করেন ইডি-র তদন্তকারী আধিকারিকরা ৷