ETV Bharat / state

জমি দুর্নীতি! শেখ শাহজাহানকে জেল থেকেই গ্রেফতার ইডি'র - ED arrest Seikh Shahjahan

Seikh Shahjahan: এবার সরকারিভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করল ইডি। এর আগে ইডি আধিকারিকদের মারধরের ঘটনায় সিবিআই হেফাজতে ছিল তৃণমূলের এই প্রাক্তন নেতা। সেই মেয়াদ শেষ হওয়ার পর এবার ইডির হাতে গ্রেফতার হল শাহজাহান।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 8:34 PM IST

Updated : Mar 30, 2024, 9:27 PM IST

কলকাতা, 30 মার্চ: আবারও গ্রেফতার শেখ শাহজাহান। এবার ইডি'র হাতে গ্রেফতার হলেন বাংলার শাসক শিবিরের এই প্রাক্তন দাপুটে নেতা। সিবিআই হেফাজত শেষ হওয়ার পর শাহজাহানকে রাখা হয়েছিল বসিরহাটের উপ-মহকুমা সংশোধনাগারে। সেখানে শনিবার তাকে জেরা করতে যায় ইডি। জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি থাকায় শেষমেশ শাহজাহানকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা।

সূত্রের খবর, রবিবার তাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে। এরপর ইডির তদন্তকারীরা নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন। গত 5 জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। অভিযোগ, সেই সময় কেন্দ্রীয় তদন্তকারীদের উপর হামলা চালায় তার অনুগামীরা।

সেই ঘটনায় রক্তাক্ত হতে হয়েছিল ইডির তদন্তকারী আধিকারিকদের। এরপর থেকেই ধীরে ধীরে শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে একাধিক অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে আসতে থাকে। তা নিয়ে রীতিমত অস্বস্তিতে পড়তে হয় রাজ্য সরকারকে। দীর্ঘদিন ধরে পালিয়ে থাকার পর অবশেষে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির কর্তারা মিনাখা থেকে তাকে গ্রেফতার করে।

পরে অবশ্য শেখ শাহজাহানকে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের হাত থেকে নিজেদের হেফাজতে নিয়ে নেয় সিবিআই। দীর্ঘদিন সিবিআই হেফাজতে থাকার পর অবশেষে সংশোধনাগারে আসে শেখ শাহজাহান । কিন্তু শাহজাহানের উপর নজর ছিল ইডির। শেষমেশ আদালতের অনুমতি নিয়ে বসিরহাটের সংশোধানে গিয়ে জেরা করেন ইডির আধিকারিকরা। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

সন্দেশখালির ঘটনা রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। ইতিমধ্যেই শাসক তৃণমূলকে এই ইস্যুতে লাগাতার আক্রমণ করে চলেছে বিজেপি। শুধু রাজনৈতিক আক্রমণই নয় চাপ বাড়াতে এবার সন্দেশখালির এক প্রতিবাদী রেখা পাত্রকে বসিরহাট থেকে প্রার্থী করেছে বিজেপি। তাঁর সঙ্গে ফোনে কথাও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনই তপ্ত রাজনৈতিক আবহে শাহজাহানকে সরকারিভাবে গ্রেফতার করল ইডি।

আরও পড়ুন:

  1. ঔদ্ধত্য উধাও, শাহজাহান-সহ বাকিদের সিবিআই হেফাজতের নির্দেশ
  2. সিবিআইয়ের পর এবার ইডি হেফাজতে থাকতে পারেন শাহজাহান

কলকাতা, 30 মার্চ: আবারও গ্রেফতার শেখ শাহজাহান। এবার ইডি'র হাতে গ্রেফতার হলেন বাংলার শাসক শিবিরের এই প্রাক্তন দাপুটে নেতা। সিবিআই হেফাজত শেষ হওয়ার পর শাহজাহানকে রাখা হয়েছিল বসিরহাটের উপ-মহকুমা সংশোধনাগারে। সেখানে শনিবার তাকে জেরা করতে যায় ইডি। জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি থাকায় শেষমেশ শাহজাহানকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা।

সূত্রের খবর, রবিবার তাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে। এরপর ইডির তদন্তকারীরা নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন। গত 5 জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। অভিযোগ, সেই সময় কেন্দ্রীয় তদন্তকারীদের উপর হামলা চালায় তার অনুগামীরা।

সেই ঘটনায় রক্তাক্ত হতে হয়েছিল ইডির তদন্তকারী আধিকারিকদের। এরপর থেকেই ধীরে ধীরে শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে একাধিক অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে আসতে থাকে। তা নিয়ে রীতিমত অস্বস্তিতে পড়তে হয় রাজ্য সরকারকে। দীর্ঘদিন ধরে পালিয়ে থাকার পর অবশেষে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির কর্তারা মিনাখা থেকে তাকে গ্রেফতার করে।

পরে অবশ্য শেখ শাহজাহানকে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের হাত থেকে নিজেদের হেফাজতে নিয়ে নেয় সিবিআই। দীর্ঘদিন সিবিআই হেফাজতে থাকার পর অবশেষে সংশোধনাগারে আসে শেখ শাহজাহান । কিন্তু শাহজাহানের উপর নজর ছিল ইডির। শেষমেশ আদালতের অনুমতি নিয়ে বসিরহাটের সংশোধানে গিয়ে জেরা করেন ইডির আধিকারিকরা। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

সন্দেশখালির ঘটনা রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। ইতিমধ্যেই শাসক তৃণমূলকে এই ইস্যুতে লাগাতার আক্রমণ করে চলেছে বিজেপি। শুধু রাজনৈতিক আক্রমণই নয় চাপ বাড়াতে এবার সন্দেশখালির এক প্রতিবাদী রেখা পাত্রকে বসিরহাট থেকে প্রার্থী করেছে বিজেপি। তাঁর সঙ্গে ফোনে কথাও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনই তপ্ত রাজনৈতিক আবহে শাহজাহানকে সরকারিভাবে গ্রেফতার করল ইডি।

আরও পড়ুন:

  1. ঔদ্ধত্য উধাও, শাহজাহান-সহ বাকিদের সিবিআই হেফাজতের নির্দেশ
  2. সিবিআইয়ের পর এবার ইডি হেফাজতে থাকতে পারেন শাহজাহান
Last Updated : Mar 30, 2024, 9:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.