কলকাতা, 10 জুলাই: স্বাস্থ্য দফতরের টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ৷ একাধিক সংস্থা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে 37 কোটি টাকা হাতানোর অভিযোগ বুধাদিত্য চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৷ বুধবার কলকাতা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ধৃতের বাড়ি কসবা এলাকায়।
জানা গিয়েছে, প্রায় ছ'বছর ধরে ওই যুবক বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে ৷ বেঙ্গালুরুর এক সংস্থার থেকেও টাকা হাতানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ৷ সেই সংস্থার পক্ষ থেকে 2022 সালে ওই ব্যক্তির নামে অভিযোগ দায়ের হয় কর্ণাটকের একটি থানায় ৷ ঘটনার তদন্তভার যায় ইডি'র হাতে ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে ইডি আধিকারিকদের হাতে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ গত পাঁচ বছরে একইভাবে একাধিক রাজ্য-সহ এরাজ্যে প্রতরণা করে প্রায় 37কোটি টাকা আত্মসাৎ করেছে ওই ব্যক্তি ৷
নেমে ইডির তদন্তকারীরা জানতে পারেন, ওই ব্যক্তি 2019 সালে প্রতারণার ফন্দি আঁটার কাজ শুরু করে ৷ বেঙ্গালুরুর সংস্থা থেকে প্রায় 26কোটি টাকার প্রতরণা করে সে। অভিযোগ শুধু এখানেই থেমে থাকেননি ৷ তার বিরুদ্ধে স্বাস্থ্য দফতরের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, পরীক্ষার জন্য মেডিক্যাল কিট সরবরাহের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে করে ফাঁদ পেতে একাধিক মানুষকে ফোন করে প্রায় 85 হাজার টাকা হাতিয়েছে সে ৷
‘ডিজিটাল গ্রেফতারির’ ভয় দেখিয়ে 3 কোটির প্রতারণা, ভিনরাজ্য থেকে গ্রেফতার দুই
বুধবার ওই ব্যক্তির বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। সমস্ত নথিপত্র এবং বিভিন্ন ডায়েরিতে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বদের ঠিকানা রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও তার কাছ থেকে উদ্ধার হয়েছে ল্যাপটপ, মোবাইল ফোন ও একাধিক মোবাইলের সিমকার্ড। সেই সমস্ত জিনিস পরীক্ষা-নিরীক্ষার পালা চলছে ৷ ওই ব্যক্তি কীভাবে ও কতদূর পর্যন্ত তাঁর প্রতারণার জাল ছড়িয়েছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷
পিএনডিপে অ্যাপ ডাউনলোড করে টাকা উধাও ! ফোন সুইচড অফ কর্মকর্তাদের