ETV Bharat / state

বুধে চারটি জেলাকে নিয়ে বিশেষ বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন

Election Commission: 28 ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার চারটি জেলাকে নিয়ে বিশেষ বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন ৷ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব কোন কোন জেলার আইনশৃঙ্খলার উপর বিশেষ নজর দিচ্ছেন, দেখে নিন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 3:21 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি: রাজ্যে ফুল বেঞ্চ আসার আগে আবারও বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন । তবে এ বার সবকটি জেলা নয়, আগামিকাল অর্থাৎ বুধবার চারটি জেলার সঙ্গে বিশেষ বৈঠক করবে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ।

আগামী 3 মার্চ রাজ্যে ফুল বেঞ্চ আসার আগে শেষবারের মতো সবক'টি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক সেরেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব । তবুও আগামী 28 ফেব্রুয়ারি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা , উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনাকে নিয়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক । ওই বৈঠকে উপস্থিত থাকবেন চারটি জেলার জেলা নির্বাচনী আধিকারিক-সহ প্রশাসনিক আধিকারিকরা ।

সূত্র মারফৎ জানা গিয়েছে যে, দুই 24 পরগনা বিশেষ করে উত্তর 24 পরগনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ চিন্তায় রয়েছে জাতীয় নির্বাচন কমিশন । তাই আলাদা করে এই চারটি জেলার সঙ্গে বিশেষ বৈঠক করবে কমিশন । বিশেষ করে সন্দেশখালির পরিস্থিতি ভাবাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে । তাই কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না কমিশন । তারা আইনশৃঙ্খলার বিষয়টি নিয়ে নির্বাচনের আগেই সুনিশ্চিত হতে চাইছে ।

পাশাপাশি ওইদিন সমস্ত এজেন্সির নোডাল অফিসাররাও থাকবেন বৈঠকে । আয়কর থেকে শুরু করে বিভিন্ন এজেন্সিকে নিয়ে বৈঠক হবে বলে জানা গিয়েছে । কারণ ফুল বেঞ্চ আসার আগে যাতে কমিশনের হোমওয়ার্কে কোনও ফাঁক না থাকে, সেটাই নিশ্চিত করতে চাইছে কমিশন । আগেই জেলাভিত্তিক আইন শৃঙ্খলা নিয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে । প্রতিদিনের রিপোর্ট হাতে রাখছে কমিশন । অন্যদিকে, লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ হওয়ার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী ।

আরও পড়ুন:

  1. রাজ্যে আসছে নির্বাচন কমিশন, পুলিশে বড়সড় বদলি করল নবান্ন
  2. ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশিকা কমিশনের
  3. অগ্নিগর্ভ সন্দেশখালির পরিস্থিতি, গ্রাউন্ড জিরো থেকে বিশেষ প্রতিবেদন ইটিভি ভারতের

কলকাতা, 27 ফেব্রুয়ারি: রাজ্যে ফুল বেঞ্চ আসার আগে আবারও বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন । তবে এ বার সবকটি জেলা নয়, আগামিকাল অর্থাৎ বুধবার চারটি জেলার সঙ্গে বিশেষ বৈঠক করবে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ।

আগামী 3 মার্চ রাজ্যে ফুল বেঞ্চ আসার আগে শেষবারের মতো সবক'টি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক সেরেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব । তবুও আগামী 28 ফেব্রুয়ারি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা , উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনাকে নিয়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক । ওই বৈঠকে উপস্থিত থাকবেন চারটি জেলার জেলা নির্বাচনী আধিকারিক-সহ প্রশাসনিক আধিকারিকরা ।

সূত্র মারফৎ জানা গিয়েছে যে, দুই 24 পরগনা বিশেষ করে উত্তর 24 পরগনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ চিন্তায় রয়েছে জাতীয় নির্বাচন কমিশন । তাই আলাদা করে এই চারটি জেলার সঙ্গে বিশেষ বৈঠক করবে কমিশন । বিশেষ করে সন্দেশখালির পরিস্থিতি ভাবাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে । তাই কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না কমিশন । তারা আইনশৃঙ্খলার বিষয়টি নিয়ে নির্বাচনের আগেই সুনিশ্চিত হতে চাইছে ।

পাশাপাশি ওইদিন সমস্ত এজেন্সির নোডাল অফিসাররাও থাকবেন বৈঠকে । আয়কর থেকে শুরু করে বিভিন্ন এজেন্সিকে নিয়ে বৈঠক হবে বলে জানা গিয়েছে । কারণ ফুল বেঞ্চ আসার আগে যাতে কমিশনের হোমওয়ার্কে কোনও ফাঁক না থাকে, সেটাই নিশ্চিত করতে চাইছে কমিশন । আগেই জেলাভিত্তিক আইন শৃঙ্খলা নিয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে । প্রতিদিনের রিপোর্ট হাতে রাখছে কমিশন । অন্যদিকে, লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ হওয়ার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী ।

আরও পড়ুন:

  1. রাজ্যে আসছে নির্বাচন কমিশন, পুলিশে বড়সড় বদলি করল নবান্ন
  2. ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশিকা কমিশনের
  3. অগ্নিগর্ভ সন্দেশখালির পরিস্থিতি, গ্রাউন্ড জিরো থেকে বিশেষ প্রতিবেদন ইটিভি ভারতের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.