কলকাতা, 27 ফেব্রুয়ারি: রাজ্যে ফুল বেঞ্চ আসার আগে আবারও বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন । তবে এ বার সবকটি জেলা নয়, আগামিকাল অর্থাৎ বুধবার চারটি জেলার সঙ্গে বিশেষ বৈঠক করবে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ।
আগামী 3 মার্চ রাজ্যে ফুল বেঞ্চ আসার আগে শেষবারের মতো সবক'টি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক সেরেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব । তবুও আগামী 28 ফেব্রুয়ারি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা , উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনাকে নিয়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক । ওই বৈঠকে উপস্থিত থাকবেন চারটি জেলার জেলা নির্বাচনী আধিকারিক-সহ প্রশাসনিক আধিকারিকরা ।
সূত্র মারফৎ জানা গিয়েছে যে, দুই 24 পরগনা বিশেষ করে উত্তর 24 পরগনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ চিন্তায় রয়েছে জাতীয় নির্বাচন কমিশন । তাই আলাদা করে এই চারটি জেলার সঙ্গে বিশেষ বৈঠক করবে কমিশন । বিশেষ করে সন্দেশখালির পরিস্থিতি ভাবাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে । তাই কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না কমিশন । তারা আইনশৃঙ্খলার বিষয়টি নিয়ে নির্বাচনের আগেই সুনিশ্চিত হতে চাইছে ।
পাশাপাশি ওইদিন সমস্ত এজেন্সির নোডাল অফিসাররাও থাকবেন বৈঠকে । আয়কর থেকে শুরু করে বিভিন্ন এজেন্সিকে নিয়ে বৈঠক হবে বলে জানা গিয়েছে । কারণ ফুল বেঞ্চ আসার আগে যাতে কমিশনের হোমওয়ার্কে কোনও ফাঁক না থাকে, সেটাই নিশ্চিত করতে চাইছে কমিশন । আগেই জেলাভিত্তিক আইন শৃঙ্খলা নিয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে । প্রতিদিনের রিপোর্ট হাতে রাখছে কমিশন । অন্যদিকে, লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ হওয়ার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী ।
আরও পড়ুন: