কলকাতা, 7 মে: কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তৃতীয় দফার লোকসভা নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ ছিল। নির্বাচন শেষ এমনটাই জানালেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব। তাঁর সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার সহ অন্যান্য নির্বাচনী আধিকারিকরা। মালদা দক্ষিণ, মালদা উত্তর, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ-- এই চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হল। এছাড়াও উপনির্বাচন ছিল ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে। তৃতীয় দফা নির্বাচনে চারটি আসন মিলিয়ে মোট ভোট কর্মীর সংখ্যা ছিল 35 হাজার 328 জন।
চারটি আসনে মোট মাইক্রো অবজারভারের সংখ্যা ছিল 285 জন এবং মোট অবজারভার ছিলেন 12 জন। রাজ্যে বর্তমানে মোট বাহিনীর সংখ্যা হল 406 কোম্পানি। এর মধ্যে তৃতীয় দফার জন্য মোতায়ন করা ছিল 334 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোট 13 হাজার 601 জন রাজ্য পুলিশ মোতায়েন ছিল। এছাড়াও 100 শতাংশ বুথেই ওয়েব কাস্টিং করা হয়। চার আসনে মোট পোলিং স্টেশন বা বুথের সংখ্যা ছিল 7360 জন ।ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে 281টি পোলিং স্টেশন বা বুথ ছিল।
বিকেল 5টা পর্যন্ত রাজ্যে শতাংশের নিরিখে তিন কেন্দ্রে মোট ভোট পড়ল 73.93% ৷ ভগবানগোলা বিধানসভায় উপনির্বাচনে ভোট পড়েছে 73.68 শতাংশ ৷ একই হারে ভোট পড়েছে মালদা দক্ষিণে ৷ বাকি মালদা উত্তরে পড়েছে 73.30 শতাংশ ভোট, জঙ্গিপুরে 72.13 শতাংশ ও মুর্শিদাবাদে 76.49 শতাংশ ভোট ৷
বেলা তিনটেয় ভোটদানের হার পৌঁছয় হাফ-সেঞ্চুরিতে৷ বেশি ঝামেলা যেখানে সেই মুর্শিদাবাদেই শতাংশের নিরিখে এখনও পর্যন্ত বেশি ভোট পড়েছে ৷ রাজ্যের চার কেন্দ্র মিলিয়ে বেলা 3টে পর্যন্ত ভোট পড়ল 63.11 শতাংশ ৷ যার মধ্যে জঙ্গিপুরে ভোট পড়েছে 62.57%, মালদা দক্ষিণে 62.90%, মালদা উত্তরে 61.50%, মুর্শিদাবাদে 65.40% ৷ দুপুর 1টা পর্যন্ত 49.27 শতাংশ ভোট পড়ল রাজ্যে৷ মালদা উত্তরে 47.89 শতাংশ, মালদা দক্ষিণে 48.65 শতাংশ, জঙ্গিপুরে 49.91 শতাংশ ও মুর্শিদাবাদে 50.58 শতাংশ ভোট পড়েছে ৷ ভগবানগোলায় বিধানসভা উপ-নির্বাচনে ভোট পড়েছে 46.40 শতাংশ ৷
আরও পড়ুন: