ETV Bharat / state

ভোটের আগে রাজ্যপালকে উত্তরবঙ্গ সফরের অনুমতি দিল না কমিশন - Lok Sabha Election 2024

Governor C V Ananda Bose: রাজ্যপাল সিভি আনন্দ বোসকে প্রথম দফার ভোটের আগে উত্তরবঙ্গ সফরে যাওয়ার অনুমোদন দিল না জাতীয় নির্বাচন কমিশন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 6:02 PM IST

Updated : Apr 17, 2024, 6:20 PM IST

কলকাতা, 17 এপ্রিল: প্রথম দফার ভোটের আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে উত্তরবঙ্গ সফরে যাওয়ার অনুমতি দিল না নির্বাচন কমিশন ৷ রাজভবন থেকে অনুমতি চেয়ে নির্বাচন কমিশনের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল, তার জবাবে কমিশন রাজ্যপালকে ভোটের সময় উত্তরবঙ্গে না যাওয়ার অনুরোধ করেছে ৷

আগামী 19 এপ্রিল প্রথম দফায় উত্তরবঙ্গের তিনটি জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে নির্বাচন হতে চলেছে । আর তার আগেই আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের । নির্বাচনের দিন কোচবিহারে থেকে বিভিন্ন জায়গায় ঘুরে ভোট প্রক্রিয়ার অগ্রগতি দেখার কর্মসূচি ছিল তাঁর । তবে একেবারে শেষ মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁকে কোচবিহার না-যাওয়ার অনুরোধ জানানো হয়েছে ।

19 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোটগ্রহণ ৷ আর তার আগেই আগামিকাল উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে কোচবিহারে যাওয়ার অনুমোদন চেয়ে রাজভবন থেকে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়েছিল ৷ তারই উত্তরে তাঁকে এমনটাই জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে । নির্বাচনের সময় নির্বাচনী আদর্শ আচরণবিধি বলবৎ থাকে । তাই রাজ্যপাল যদি এই ধরনের সফরে যান, সেক্ষেত্রে তাঁর নিরাপত্তায় সমস্যা হতে পারে এবং রাজ্যপালের নিরাপত্তার ক্ষেত্রে কোনও রকম ঢিলেমি দেওয়া যাবে না বলে কমিশন জানিয়েছে ৷

অন্যদিকে, রাজ্যপালকে স্বাগত জানানোর জন্য যে সরকারি আধিকারিকদের উপস্থিত থাকতে হয়, যেমন জেলাশাসক, পুলিশসুপার, তাঁরা সবাই নির্বাচনের কাজে ব্যস্ত থাকবেন । এই দুটি কারণ দেখিয়েই রাজ্যপালকে ভোটের সময় উত্তরবঙ্গ সফরের অনুমোদন দেওয়া হল না বলে সূত্র মারফত জানা গিয়েছে ।

আরও পড়ুন:

  1. ভোটের দিন কোচবিহারে রাজ্যপাল, বায়ুসেনার কপ্টারে বৃহস্পতিতেই রওনা
  2. রাজ্যের পাঠানো তালিকা থেকে 6 জনকে উপাচার্য নিয়োগ করুন, রাজ্যপালকে 'সুপ্রিম' নির্দেশ
  3. আদালত অবমাননার অভিযোগ! উপাচার্য ইস্যুতে রাজ্যের চিঠি রাজভবনকে

কলকাতা, 17 এপ্রিল: প্রথম দফার ভোটের আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে উত্তরবঙ্গ সফরে যাওয়ার অনুমতি দিল না নির্বাচন কমিশন ৷ রাজভবন থেকে অনুমতি চেয়ে নির্বাচন কমিশনের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল, তার জবাবে কমিশন রাজ্যপালকে ভোটের সময় উত্তরবঙ্গে না যাওয়ার অনুরোধ করেছে ৷

আগামী 19 এপ্রিল প্রথম দফায় উত্তরবঙ্গের তিনটি জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে নির্বাচন হতে চলেছে । আর তার আগেই আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের । নির্বাচনের দিন কোচবিহারে থেকে বিভিন্ন জায়গায় ঘুরে ভোট প্রক্রিয়ার অগ্রগতি দেখার কর্মসূচি ছিল তাঁর । তবে একেবারে শেষ মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁকে কোচবিহার না-যাওয়ার অনুরোধ জানানো হয়েছে ।

19 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোটগ্রহণ ৷ আর তার আগেই আগামিকাল উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে কোচবিহারে যাওয়ার অনুমোদন চেয়ে রাজভবন থেকে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়েছিল ৷ তারই উত্তরে তাঁকে এমনটাই জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে । নির্বাচনের সময় নির্বাচনী আদর্শ আচরণবিধি বলবৎ থাকে । তাই রাজ্যপাল যদি এই ধরনের সফরে যান, সেক্ষেত্রে তাঁর নিরাপত্তায় সমস্যা হতে পারে এবং রাজ্যপালের নিরাপত্তার ক্ষেত্রে কোনও রকম ঢিলেমি দেওয়া যাবে না বলে কমিশন জানিয়েছে ৷

অন্যদিকে, রাজ্যপালকে স্বাগত জানানোর জন্য যে সরকারি আধিকারিকদের উপস্থিত থাকতে হয়, যেমন জেলাশাসক, পুলিশসুপার, তাঁরা সবাই নির্বাচনের কাজে ব্যস্ত থাকবেন । এই দুটি কারণ দেখিয়েই রাজ্যপালকে ভোটের সময় উত্তরবঙ্গ সফরের অনুমোদন দেওয়া হল না বলে সূত্র মারফত জানা গিয়েছে ।

আরও পড়ুন:

  1. ভোটের দিন কোচবিহারে রাজ্যপাল, বায়ুসেনার কপ্টারে বৃহস্পতিতেই রওনা
  2. রাজ্যের পাঠানো তালিকা থেকে 6 জনকে উপাচার্য নিয়োগ করুন, রাজ্যপালকে 'সুপ্রিম' নির্দেশ
  3. আদালত অবমাননার অভিযোগ! উপাচার্য ইস্যুতে রাজ্যের চিঠি রাজভবনকে
Last Updated : Apr 17, 2024, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.