ETV Bharat / state

কালীপুজো-ছটপুজোয় বিশেষ ট্রেন, জানুন পূর্ব রেলের সূচি...

বান্দ্রার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে উৎসবের মরশুমে যাত্রী সুরক্ষায় বিশেষ ব্যবস্থা রেলের ৷ ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি, বাড়ছে বগি ৷ রাতের সুরক্ষায় জোর ৷

Festival Special Trains
কালীপুজো-ছটপুজোয় বিশেষ ট্রেন পূর্ব রেলের ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2024, 9:02 PM IST

কলকাতা, 28 অক্টোবর: দুর্গাপুজো শেষে এবার কালীপুজো ৷ সঙ্গে দীপাবলি ও তার কয়েকদিনের মধ্যেই ছটপুজো ৷ ঠাসা এই উৎসবের মরশুমে যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে আবারও বিশেষ ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল ৷

বিশেষ ট্রেনের ঘোষণার পাশাপাশি, যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রেও একাধিক পদক্ষেপ নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ সোমবার সেই ঘোষণাই করলেন পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার উদয় শংকর ঝা ৷

কালীপুজো-ছটপুজোয় বিশেষ ট্রেন পূর্ব রেলের ৷ (ইটিভি ভারত)

বছরের শেষের দিকে টানা উৎসবের মরশুমে, বিশেষ করে কালীপুজো ও ছটপুজো উপলক্ষে যেমন বহু মানুষ ঘুরতে বেরিয়ে পড়েন, আবার অনেকেই ছুটিতে বাড়ি আসেন ৷ তাই এই সময়টা টিকিটের চাহিদাও বেড়ে যায় অনেকটাই ৷ স্বাভাবিকভাবে যাত্রীদের ভিড়ও বাড়ে ৷ তাই যাত্রী নিরাপত্তা বজায় রাখতে এবং তাঁদের যাত্রা সুগম করতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে ৷

এই বিষয়গুলি বিচার করে, যে ট্রেনগুলির চাহিদা সবচেয়ে বেশি, সেগুলিতে অতিরিক্ত কোচ যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা ৷ এছাড়াও 50টি বিশেষ ট্রেন চালানো হচ্ছে ৷ যেগুলি 400টি ট্রিপে চালানো হবে ৷ গত অক্টোবর মাস থেকেই এই বিশেষ ট্রেনগুলিতে 4 লক্ষ 10 হাজার বার্থ যুক্ত করা হয়েছে ৷

এই 50টি বিশেষ ট্রেন একাধিক রুটে পরিষেবা দেবে ৷ এছাড়াও আরও 52টি বিশেষ ট্রেন চালাবে রেল ৷ যেগুলি মোট 476টি ট্রিপে চলবে ৷

Festival Special Trains
কালীপুজো-ছটপুজোয় বিশেষ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের ৷ (নিজস্ব চিত্র)

অর্থাৎ, পূর্ব রেলের আওতায় থাকা স্টেশিনগুলি থেকে 102 টি বিশেষ ট্রেন উৎসবের মরশুমে চালাবে পূর্ব রেল ৷ এই বিশেষ ট্রেনগুলি হাওড়া, শিয়ালদা, কলকাতা টার্মিনাল, আসানসোল, ভাগলপুর এবং মালদা টাউন থেকে ছেড়ে খাতিপুরা, উধনা, ভদোদরা, দিঘা, পুরী, জয়নগর, পাটনা, নিউ জলপাইগুড়ি, লখনউ, হরিদ্বার, গোরখপুর, সেকেন্দ্রাবাদ, পুনে, নয়াদিল্লি, রাক্সৌল, আনন্দ বিহার, নাতুনওয়া এবং কাটিহার পর্যন্ত চলবে ৷

এক নজরে বিশেষ ট্রেনগুলির তালিকা:

03417/03418 মালদা টাউন – উধনা – মালদা টাউন, স্পেশাল

03007/03008 হাওড়া – খাতিপুরা – হাওড়া, স্পেশাল

03509/03510 আসানসোল – খাতিপুরা – আসানসোল, স্পেশাল

03131/03132 শিয়ালদা – গোরখপুর – শিয়ালদা, স্পেশাল

03043/03044 হাওড়া – রাক্সৌল – হাওড়া, স্পেশাল

03045/03046 হাওড়া – রাক্সৌল – হাওড়া, স্পেশাল

03109/03110 শিয়ালদা – ভাদোদরা – শিয়ালদা, স্পেশাল

03575/03576 আসানসোল – আনন্দ বিহার – আসানসোল, স্পেশাল

03435/03436 মালদা টাউন – আনন্দ বিহার – মালদা টাউন, স্পেশাল

03465/03466 মালদা টাউন – দিঘা – মালদা টাউন, স্পেশাল

03101/03102 কলকাতা – পুরী – কলকাতা, স্পেশাল

03187/03188 শিয়ালদা – জয়নগর – শিয়ালদা, স্পেশাল

03135/03136 কলকাতা – পাটনা – কলকাতা, স্পেশাল

03027/03028 হাওড়া – নিউ জলপাইগুড়ি – হাওড়া, স্পেশাল

03107/03108 শিয়ালদা – লখনউ – শিয়ালদা, স্পেশাল

03423/03424 ভাগলপুর – হরিদ্বার – ভাগলপুর, স্পেশাল

03430/03029 মালদা টাউন – সেকেন্দ্রাবাদ – মালদা টাউন, স্পেশাল

03425/03026 মালদা টাউন – পুনে – মালদা টাউন, স্পেশাল

03413/03414 মালদা টাউন – নতুন দিল্লি – মালদা টাউন, স্পেশাল

03483/03484 ভাগলপুর – নতুন দিল্লি – ভাগলপুর, স্পেশাল

03501/03502 আসানসোল – কাটিহার – আসানসোল, স্পেশাল

03507/03508 আসানসোল – নওতানওয়া – আসানসোল, স্পেশাল

03503/03504 আসানসোল – পাটনা – আসানসোল, স্পেশাল

03511/03512 আসানসোল – পাটনা – আসানসোল, স্পেশাল

03505/03506 আসানসোল – পাটনা – আসানসোল, স্পেশাল

13043/13044 হাওড়া - রাক্সৌল - হাওড়া, বাই উইকলি এক্সপ্রেস

13063/13064 হাওড়া - বালুরঘাট - হাওড়া এক্সপ্রেস

13185/13186 শিয়ালদা - জয়নগর - শিয়ালদা, গঙ্গাসাগর এক্সপ্রেস

12359/12360 কলকাতা – পাটনা – কলকাতা, গরিব রথ এক্সপ্রেস

13121/13122 কলকাতা - গাজীপুর সিটি - কলকাতা এক্সপ্রেস

22323/22324 কলকাতা – গাজীপুর সিটি – কলকাতা, শব্দভেদী এক্সপ্রেস

উৎসবের মরশুমে যাত্রী পরিষেবাকে আরও সুগম করতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ বিশেষত, সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে ভিড়ে পদপিষ্ট হয়ে যাত্রীদের মৃত্যুর ঘটনার পর সুরক্ষার বিষয়টিতে বাড়তি জোর দেওয়া হচ্ছে পূর্ব রেলের তরফে ৷ পাশাপাশি, মাদকদ্রব্য নিয়ে যাতে কেউ ট্রেনে না-উঠতে পারে বা সেবন না-করে তাও নজর রাখছে রেল ৷ ছিনতাই, লুট, পকেটমারি রুখতে স্টেশন চত্বরে ও ট্রেনে বাড়তি আরপিএফ মোতায়েন করা হচ্ছে ৷

হাওড়া, শিয়ালদা, কলকাতা টার্মিনাল, আসানসোল, ভাগলপুর ও মালদা টাউনে পর্যাপ্ত পরিমাণে ট্রেন এসকর্ট এবং নাইট ট্রাভেল সিকিউরিটি রাখা হচ্ছে ৷ মহিলা, শিশু এবং বয়স্ক কিংবা বিশেষভাবে সক্ষম যাত্রীদের সহায়তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে রেল ৷ এছাড়াও রেলের কন্ট্রোল রুম এবং সিসিটিভি-র মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে ৷

কলকাতা, 28 অক্টোবর: দুর্গাপুজো শেষে এবার কালীপুজো ৷ সঙ্গে দীপাবলি ও তার কয়েকদিনের মধ্যেই ছটপুজো ৷ ঠাসা এই উৎসবের মরশুমে যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে আবারও বিশেষ ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল ৷

বিশেষ ট্রেনের ঘোষণার পাশাপাশি, যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রেও একাধিক পদক্ষেপ নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ সোমবার সেই ঘোষণাই করলেন পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার উদয় শংকর ঝা ৷

কালীপুজো-ছটপুজোয় বিশেষ ট্রেন পূর্ব রেলের ৷ (ইটিভি ভারত)

বছরের শেষের দিকে টানা উৎসবের মরশুমে, বিশেষ করে কালীপুজো ও ছটপুজো উপলক্ষে যেমন বহু মানুষ ঘুরতে বেরিয়ে পড়েন, আবার অনেকেই ছুটিতে বাড়ি আসেন ৷ তাই এই সময়টা টিকিটের চাহিদাও বেড়ে যায় অনেকটাই ৷ স্বাভাবিকভাবে যাত্রীদের ভিড়ও বাড়ে ৷ তাই যাত্রী নিরাপত্তা বজায় রাখতে এবং তাঁদের যাত্রা সুগম করতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে ৷

এই বিষয়গুলি বিচার করে, যে ট্রেনগুলির চাহিদা সবচেয়ে বেশি, সেগুলিতে অতিরিক্ত কোচ যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা ৷ এছাড়াও 50টি বিশেষ ট্রেন চালানো হচ্ছে ৷ যেগুলি 400টি ট্রিপে চালানো হবে ৷ গত অক্টোবর মাস থেকেই এই বিশেষ ট্রেনগুলিতে 4 লক্ষ 10 হাজার বার্থ যুক্ত করা হয়েছে ৷

এই 50টি বিশেষ ট্রেন একাধিক রুটে পরিষেবা দেবে ৷ এছাড়াও আরও 52টি বিশেষ ট্রেন চালাবে রেল ৷ যেগুলি মোট 476টি ট্রিপে চলবে ৷

Festival Special Trains
কালীপুজো-ছটপুজোয় বিশেষ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের ৷ (নিজস্ব চিত্র)

অর্থাৎ, পূর্ব রেলের আওতায় থাকা স্টেশিনগুলি থেকে 102 টি বিশেষ ট্রেন উৎসবের মরশুমে চালাবে পূর্ব রেল ৷ এই বিশেষ ট্রেনগুলি হাওড়া, শিয়ালদা, কলকাতা টার্মিনাল, আসানসোল, ভাগলপুর এবং মালদা টাউন থেকে ছেড়ে খাতিপুরা, উধনা, ভদোদরা, দিঘা, পুরী, জয়নগর, পাটনা, নিউ জলপাইগুড়ি, লখনউ, হরিদ্বার, গোরখপুর, সেকেন্দ্রাবাদ, পুনে, নয়াদিল্লি, রাক্সৌল, আনন্দ বিহার, নাতুনওয়া এবং কাটিহার পর্যন্ত চলবে ৷

এক নজরে বিশেষ ট্রেনগুলির তালিকা:

03417/03418 মালদা টাউন – উধনা – মালদা টাউন, স্পেশাল

03007/03008 হাওড়া – খাতিপুরা – হাওড়া, স্পেশাল

03509/03510 আসানসোল – খাতিপুরা – আসানসোল, স্পেশাল

03131/03132 শিয়ালদা – গোরখপুর – শিয়ালদা, স্পেশাল

03043/03044 হাওড়া – রাক্সৌল – হাওড়া, স্পেশাল

03045/03046 হাওড়া – রাক্সৌল – হাওড়া, স্পেশাল

03109/03110 শিয়ালদা – ভাদোদরা – শিয়ালদা, স্পেশাল

03575/03576 আসানসোল – আনন্দ বিহার – আসানসোল, স্পেশাল

03435/03436 মালদা টাউন – আনন্দ বিহার – মালদা টাউন, স্পেশাল

03465/03466 মালদা টাউন – দিঘা – মালদা টাউন, স্পেশাল

03101/03102 কলকাতা – পুরী – কলকাতা, স্পেশাল

03187/03188 শিয়ালদা – জয়নগর – শিয়ালদা, স্পেশাল

03135/03136 কলকাতা – পাটনা – কলকাতা, স্পেশাল

03027/03028 হাওড়া – নিউ জলপাইগুড়ি – হাওড়া, স্পেশাল

03107/03108 শিয়ালদা – লখনউ – শিয়ালদা, স্পেশাল

03423/03424 ভাগলপুর – হরিদ্বার – ভাগলপুর, স্পেশাল

03430/03029 মালদা টাউন – সেকেন্দ্রাবাদ – মালদা টাউন, স্পেশাল

03425/03026 মালদা টাউন – পুনে – মালদা টাউন, স্পেশাল

03413/03414 মালদা টাউন – নতুন দিল্লি – মালদা টাউন, স্পেশাল

03483/03484 ভাগলপুর – নতুন দিল্লি – ভাগলপুর, স্পেশাল

03501/03502 আসানসোল – কাটিহার – আসানসোল, স্পেশাল

03507/03508 আসানসোল – নওতানওয়া – আসানসোল, স্পেশাল

03503/03504 আসানসোল – পাটনা – আসানসোল, স্পেশাল

03511/03512 আসানসোল – পাটনা – আসানসোল, স্পেশাল

03505/03506 আসানসোল – পাটনা – আসানসোল, স্পেশাল

13043/13044 হাওড়া - রাক্সৌল - হাওড়া, বাই উইকলি এক্সপ্রেস

13063/13064 হাওড়া - বালুরঘাট - হাওড়া এক্সপ্রেস

13185/13186 শিয়ালদা - জয়নগর - শিয়ালদা, গঙ্গাসাগর এক্সপ্রেস

12359/12360 কলকাতা – পাটনা – কলকাতা, গরিব রথ এক্সপ্রেস

13121/13122 কলকাতা - গাজীপুর সিটি - কলকাতা এক্সপ্রেস

22323/22324 কলকাতা – গাজীপুর সিটি – কলকাতা, শব্দভেদী এক্সপ্রেস

উৎসবের মরশুমে যাত্রী পরিষেবাকে আরও সুগম করতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ বিশেষত, সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে ভিড়ে পদপিষ্ট হয়ে যাত্রীদের মৃত্যুর ঘটনার পর সুরক্ষার বিষয়টিতে বাড়তি জোর দেওয়া হচ্ছে পূর্ব রেলের তরফে ৷ পাশাপাশি, মাদকদ্রব্য নিয়ে যাতে কেউ ট্রেনে না-উঠতে পারে বা সেবন না-করে তাও নজর রাখছে রেল ৷ ছিনতাই, লুট, পকেটমারি রুখতে স্টেশন চত্বরে ও ট্রেনে বাড়তি আরপিএফ মোতায়েন করা হচ্ছে ৷

হাওড়া, শিয়ালদা, কলকাতা টার্মিনাল, আসানসোল, ভাগলপুর ও মালদা টাউনে পর্যাপ্ত পরিমাণে ট্রেন এসকর্ট এবং নাইট ট্রাভেল সিকিউরিটি রাখা হচ্ছে ৷ মহিলা, শিশু এবং বয়স্ক কিংবা বিশেষভাবে সক্ষম যাত্রীদের সহায়তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে রেল ৷ এছাড়াও রেলের কন্ট্রোল রুম এবং সিসিটিভি-র মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.