ETV Bharat / state

চলবে 12 বগির ট্রেন, রবিবার পর্যন্ত বন্ধ শিয়ালদা স্টেশনের একাধিক প্ল্যাটফর্ম - Sealdah Station Platform Close

Sealdah Railway Station Platform: শিয়ালদা দিয়ে 12 বগির ট্রেন চলাচল করবে ৷ সেই কাজ চলছে ৷ তার জন্য প্ল্য়াটফর্ম ছেড়ে দিতে হবে ৷ পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই কাজের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখতে হবে ৷

Sealdah Station
শিয়ালদা স্টেশনে বন্ধ প্ল্যাটফর্ম (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 5, 2024, 7:57 PM IST

কলকাতা, 5 জুন: বন্ধ থাকবে শিয়ালদা স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম ৷ বৃহস্পতিবার মধ্যরাত থেকে আগামী রবিবার দুপুর 2টো পর্যন্ত প্ল্যাটফর্ম বন্ধ থাকার কথা জানিয়েছে পূর্ব রেল ৷ শিয়ালদা শাখার 1 থেকে 5 নম্বর প্লাটফর্মে 12 বগির ট্রেন চালাবার জন্য কাজ চলছিল ৷ এবার সেই কাজ প্রায় শেষের মুখে ৷ বাকি থাকা কাজ শেষ করতে 6 তারিখ মধ্যরাত থেকে আগামী রবিবার পর্যন্ত বন্ধ থাকছে 1, 2, 3, 4, 5 নম্বর প্ল্যাটফর্ম ৷ তবে বাকি 16টি প্ল্যাটফর্ম থেকে স্বাভাবিক থাকবে ট্রেন চলাচল ৷ এতে স্বভাবত ভোগান্তিতে পড়তে হবে নিত্যযাত্রীদের ৷

প্ল্যাটফর্মের ইন্টার-লকিংয়ের কাজের জন্য আগামী দু'দিন অর্থাৎ 8 ও 9 জুন বেশ কয়েকটি দূরপাল্লা এবং ইমু লোকাল ট্রেনের যাতায়াতে রদবদল করা হয়েছে ৷ প্ল্যাটফর্মে মেরামতের কাজ চলবে বলে চারটি দূরপাল্লার ট্রেন শিয়ালদা স্টেশন থেকে না ছেড়ে কলকাতা স্টেশন থেকে ছাড়বে ৷

কলকাতা স্টেশন থেকে যে ট্রেনগুলি ছাড়বে: শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, আসানসোল এক্সপ্রেস এবং বালুরঘাট এক্সপ্রেস ৷ স্টেশন বদল হলেও এই ট্রেনগুলি আগের সময়সূচি মেনেই চলাচল করবে ৷ অন্যদিকে বেশ কিছু ইমু লোকাল ট্রেন দমদম স্টেশন পর্যন্ত যাতায়াত করবে ৷ আবার ওই ট্রেনগুলি দমদম থেকেই ছাড়বে বলেও জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ প্রতিদিন শিয়ালদা ডিভিশন থেকে 894 টি সাবার্বান ট্রেন চলাচল করে ৷ এই সংখ্যার মধ্যে 806 স্বাভাবিক সময়সূচি মেনেই শিয়ালদা থেকে ছাড়বে ৷

পূর্ব রেল সূত্রে খবর, এই দু'দিন রাজ্য সরকারকে বাড়তি বাস চালানোর আর্জি জানানো হয়েছে ৷ দমদম থেকে কলকাতা পর্যন্ত বাস দেওয়ার আবেদন করা হয়েছে ৷ সবকিছু ঠিকঠাক এগোলে এই বছরের জুন মাস থেকে শিয়ালদা স্টেশনে 12 বগি ট্রেনের যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে ৷ আর তারপরই শিয়ালদার এই পাঁচটি প্ল্যাটফর্ম থেকে যাতায়াত করবে 12 বগির ইমু লোকাল ট্রেন ৷

কলকাতা, 5 জুন: বন্ধ থাকবে শিয়ালদা স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম ৷ বৃহস্পতিবার মধ্যরাত থেকে আগামী রবিবার দুপুর 2টো পর্যন্ত প্ল্যাটফর্ম বন্ধ থাকার কথা জানিয়েছে পূর্ব রেল ৷ শিয়ালদা শাখার 1 থেকে 5 নম্বর প্লাটফর্মে 12 বগির ট্রেন চালাবার জন্য কাজ চলছিল ৷ এবার সেই কাজ প্রায় শেষের মুখে ৷ বাকি থাকা কাজ শেষ করতে 6 তারিখ মধ্যরাত থেকে আগামী রবিবার পর্যন্ত বন্ধ থাকছে 1, 2, 3, 4, 5 নম্বর প্ল্যাটফর্ম ৷ তবে বাকি 16টি প্ল্যাটফর্ম থেকে স্বাভাবিক থাকবে ট্রেন চলাচল ৷ এতে স্বভাবত ভোগান্তিতে পড়তে হবে নিত্যযাত্রীদের ৷

প্ল্যাটফর্মের ইন্টার-লকিংয়ের কাজের জন্য আগামী দু'দিন অর্থাৎ 8 ও 9 জুন বেশ কয়েকটি দূরপাল্লা এবং ইমু লোকাল ট্রেনের যাতায়াতে রদবদল করা হয়েছে ৷ প্ল্যাটফর্মে মেরামতের কাজ চলবে বলে চারটি দূরপাল্লার ট্রেন শিয়ালদা স্টেশন থেকে না ছেড়ে কলকাতা স্টেশন থেকে ছাড়বে ৷

কলকাতা স্টেশন থেকে যে ট্রেনগুলি ছাড়বে: শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, আসানসোল এক্সপ্রেস এবং বালুরঘাট এক্সপ্রেস ৷ স্টেশন বদল হলেও এই ট্রেনগুলি আগের সময়সূচি মেনেই চলাচল করবে ৷ অন্যদিকে বেশ কিছু ইমু লোকাল ট্রেন দমদম স্টেশন পর্যন্ত যাতায়াত করবে ৷ আবার ওই ট্রেনগুলি দমদম থেকেই ছাড়বে বলেও জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ প্রতিদিন শিয়ালদা ডিভিশন থেকে 894 টি সাবার্বান ট্রেন চলাচল করে ৷ এই সংখ্যার মধ্যে 806 স্বাভাবিক সময়সূচি মেনেই শিয়ালদা থেকে ছাড়বে ৷

পূর্ব রেল সূত্রে খবর, এই দু'দিন রাজ্য সরকারকে বাড়তি বাস চালানোর আর্জি জানানো হয়েছে ৷ দমদম থেকে কলকাতা পর্যন্ত বাস দেওয়ার আবেদন করা হয়েছে ৷ সবকিছু ঠিকঠাক এগোলে এই বছরের জুন মাস থেকে শিয়ালদা স্টেশনে 12 বগি ট্রেনের যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে ৷ আর তারপরই শিয়ালদার এই পাঁচটি প্ল্যাটফর্ম থেকে যাতায়াত করবে 12 বগির ইমু লোকাল ট্রেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.